For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাবর আজমকে ঘিরে ফের বিতর্ক! সতীর্থর বান্ধবীকে পাক অধিনায়কের কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে চাঞ্চল্য

Google Oneindia Bengali News

বাবর আজমের সময়টা ভালো যাচ্ছে না। ইংল্যান্ডের কাছে টেস্ট সিরিজে লজ্জার হার। নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ ড্র, কিন্তু একদিনের সিরিজে পরাজয়। বাবরের অধিনায়কত্ব নিয়ে সমালোচনা তুঙ্গে। এরই মধ্যে বিশ্বকাপের বছরে বাবরের নাম জড়াল যৌন কেলেঙ্কারিতে। তাও আবার সতীর্থর বান্ধবীকে মেসেজ পাঠিয়ে তিনি কুপ্রস্তাব দিয়েছেন বলে অভিযোগ।

বিতর্কে বাবর

জনৈক ডা. নিমো যাদবের টুইট ঘিরেই পড়ে গিয়েছে শোরগোল। তাতে তিনি একটি ভিডিও পোস্ট করে দাবি করেছেন, বাবর পাকিস্তান দলের সতীর্থর বান্ধবীকে কুপ্রস্তাব দিয়েছেন। তাঁকে আশ্বাস দিয়েছেন, যদি পাক অধিনায়কের সঙ্গে মোবাইলের মাধ্যমে যৌনতামূলক মেসেজ আদান-প্রদান বা সেক্সটিং চালিয়ে যান তাহলে তাঁর বয়ফ্রেন্ড পাকিস্তান দল থেকে বাদ পড়বেন না। যিনি এই পোস্ট করেছেন তিনি কটাক্ষের সুরে লিখেছেন, আশা করি মহান আল্লাহ সব দেখছেন।

সত্যি না মিথ্যা?

সোশ্যাল মিডিয়ায় বাবরকে নিয়ে যে অভিযোগ উঠেছে সেই সংক্রান্ত পোস্ট বা ভিডিওর সত্যতা যাচাই করেনি ওয়ানইন্ডিয়া বাংলা। ভিডিওর পাশাপাশি এই তথ্যের কতটা সত্যতা রয়েছে সে সম্পর্কেও এখনও কোনও সূত্র মারফত নিশ্চয়তা মেলেনি। যিনি এই পোস্ট করেছেন, তাঁর টুইটারে লোকেশন দেখাচ্ছে খড়গপুর। পরিচয় দেওয়া রয়েছে "Parody account, Athlete, Research analyst, Ex- Ranji Player, fact-checker, IIT KGP"। নীরব মোদীর ছবিও লাগানো রয়েছে। ফলে এই অ্যাকাউন্টটি আদৌ কার তা স্পষ্ট নয়। ব্লু টিকও রয়েছে অ্যাকাউন্টটিতে। এটি আদৌ বাবর আজমের ভিডিও কিনা সে বিষয়েও অনেকে সংশয় প্রকাশ করেছেন।

ভাইরাল পোস্ট

যদিও এই পোস্টটি ভাইরাল হয়েছে ইতিমধ্যেই। ১৬ জানুয়ারি রাত ১টা ১০ মিনিটে টুইটারে জনৈক যাদব পোস্টটি করার পর তা ইতিমধ্যেই দেখেছেন ১ লক্ষ ৮৭ হাজার মানুষ। তবে বাবর বা পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফে এই সংক্রান্ত কিছুই বলা হয়নি। বাবর হানি ট্র্যাপের ফাঁদে পড়েছেন কিনা তা নিয়েও সংশয়ী অনেকে। বাবরের নাম জড়িয়ে বিতর্ক তৈরির জন্য যিনি এটি পোস্ট করেছেন তাঁরও তুমুল সমালোচনা করছেন অনেকে। বাবরের পাশে থাকার বার্তাও দিয়েছেন অনেক ক্রিকেটপ্রেমী। অনেকেই এই ভিডিওটি ফেক বা জাল বলেও দাবি করছেন। টুইটারে ট্রেন্ডিং হয়েছে BehindYouSkipper, StayStrongBabarAzam, WeStandWithBabar-এর মতো হ্যাশট্যাগগুলি।

আগেও বিতর্ক

আগেও বিতর্ক

২০২১ সালের অ্যাশেজের আগে সেক্সটিং স্ক্যান্ডালে জড়িয়ে পড়েছিলেন অস্ট্রেলিয়ার টিম পেইন, তাঁকে অধিনায়কত্বের পদ ছেড়ে দিতে হয়েছিল। তারপর থেকে তিনি আর অস্ট্রেলিয়া দলে জায়গা পাননি। এর আগে বাবরের বিরুদ্ধে যৌন কেলেঙ্কারির অভিযোগ তুলেছিলেন হামিজা মুখতার। বাবরের বিরুদ্ধে যৌন হেনস্থা, নির্যাতন, ব্ল্যাকমেলিংয়ের অভিযোগ এনেছিলেন তিনি। যদিও তদন্ত শুরুর পর হামিজা সমস্ত অভিযোগ প্রত্যাহার করে তাঁর দাবি ছিল, বাবরের বিরুদ্ধে তিনি মিথ্যা অভিযোগ করেছিলেন।

দুর্ঘটনার পর প্রথম সামাজিক মাধ্যমে এলেন ঋষভ পন্থ, করলেন টুইটদুর্ঘটনার পর প্রথম সামাজিক মাধ্যমে এলেন ঋষভ পন্থ, করলেন টুইট

English summary
Pakistan Skipper Babar Azam Allegedly Sent Messages To A Teammate's Girlfriend. A Certain Twitter User Named Dr Nimo Yadav Tweeted A Leaked Video Today.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X