For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

টি ২০ বিশ্বকাপে প্রথম জয় পেল পাকিস্তান, নেদারল্যান্ডসকে হারিয়ে টিকে রইলেন বাবররা

Google Oneindia Bengali News

চলতি টি ২০ বিশ্বকাপে প্রথম জয়ের মুখ দেখল পাকিস্তান। পারথে নেদারল্যান্ডসকে ৬ উইকেটে হারিয়ে শেষ চারে যাওয়ার আশা জিইয়ে রাখল বাবর আজমের দল। নেদারল্যান্ডস ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৯১ রান তুলেছিল। এরপর পাকিস্তান জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ৪ উইকেট হারিয়ে। এদিন নেট রান রেটও কিছুটা উন্নত করতে পেরেছে পাকিস্তান।

টি ২০ বিশ্বকাপে প্রথম জয় পেল পাকিস্তান, হারাল ডাচদের

টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল নেদারল্যান্ডস। ওপেনিং জুটিতে ওঠে ২.২ ওভারে ৭ রান। নেদারল্যান্ডস সমস্যায় পড়ে যায় ৫.৫ ওভারে হ্যারিস রউফের বলে তিনে নামা বাস ডি লিড চোট পাওয়ায়। শর্ট বলে পুল মারতে গিয়ে মিস করেন ডি লিড। বল হেলমেটের গ্রিলের উপর দিয়ে গিয়ে লাগে তাঁর চোখের নীচে। সঙ্গে সঙ্গে ছুটে আসেন শান মাসুদ। হেলমেট খোলার পর দেখা যায় ক্ষতস্থান থেকে রক্ত পড়ছে। এরপর মাঠের বাইরে বেরিয়ে যান ডি লিড (১৬ বলে ৬ রিটায়ার্ড হার্ট)। আর ব্যাট করতেও নামতে পারেননি। ২০ ওভারে ডাচরা ৯ উইকেট হারিয়ে তোলে ৯১ রান। ২৭ বলে ২৭ রান করেন কলিন অ্যাকারম্যান। ২০ বলে ১৫ রান করে সাজঘরে ফেরেন অধিনায়ক স্কট এডওয়ার্ডস। শাদাব খান ৪ ওভারে ২২ রানে তিনটি এবং মহম্মদ ওয়াসিম ৩ ওভারে ১৫ রান দিয়ে ২টি উইকেট দখল করেন। শাহিন শাহ আফ্রিদি ৪ ওঙারে ১৯ রান খরচ করে, নাসিম শাহ ৪ ওভারে ১১ রান দিয়ে এবং হ্যারিস রউফ ৩ ওভারে ১০ রানের বিনিময়ে একটি করে উইকেট নেন। শেষ বলে রান আউট হন পল ভ্যান মিকেরেন।

জবাবে খেলতে নেমে দ্বিতীয় ওভারের শেষ বলে রান আউট হন পাক অধিনায়ক বাবর আজম (৫ বলে ৪)। পাকিস্তানের দ্বিতীয় উইকেটটি পড়ে ৭.১ ওভারে ৫৩ রানের মাথায়। ১৬ বলে ২০ রান করেন ফখর জামান। ১২.১ ওভারে মহম্মদ রিজওয়ান কট বিহাইন্ড হন, দলের ৮৩ রানের মাথায়। পাঁচটি চারের সাহায্যে ৩৯ বলে ৪৯ রান করেন পাকিস্তানের ওপেনার। নেদারল্যান্ডসের স্কোর ছুঁয়ে ফেলার পর উইনিং শট নিতে গিয়ে আউট হন শান মাসুদ (১৬ বলে ১২)। ব্র্যান্ডন গ্লোভার নেন ২টি উইকেট। পল ভ্যান মিকেরেনের ঝুলিতে এসেছে একটি উইকেট।

পাকিস্তান এদিন ম্যাচ জেতে ৩৭ বল বাকি থাকতেই। ৩ ম্যাচের শেষে ২ পয়েন্ট নিয়ে বাবর আজমরা রইলেন পয়েন্ট তালিকার পঞ্চম স্থানেই। পাকিস্তানের নেট রান রেট ০.৭৬৫। পাকিস্তানের শেষ চারের আশা উজ্জ্বল হতে পারে যদি আজ ভারত পারথেই দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দেয়। সেক্ষেত্রে ভারতের শেষ চারে যাওয়া আজই নিশ্চিত হয়ে যাবে। কিন্তু ভারতকে হারিয়ে দক্ষিণ আফ্রিকা যদি পয়েন্ট তালিকার শীর্ষে চলে যায় তাহলে বাবরদের সেমিফাইনালে ওঠার আশা ক্ষীণ হয়ে যাবে। আগামী বৃহস্পতিবার পাকিস্তান খেলবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। বাবরদের শেষ ম্যাচ ৬ নভেম্বর বাংলাদেশের বিরুদ্ধে। দক্ষিণ আফ্রিকার শেষ ম্যাচ ওইদিনই নেদারল্যান্ডসের বিরুদ্ধে। পাকিস্তানের কাছে সব ম্যাচই ডু অর ডাই। ভারত আজ জিতলে কার্যত কোয়ার্টার ফাইনাল হয়ে যাবে দক্ষিণ আফ্রিকা-পাকিস্তান ম্যাচটি। আবার বাংলাদেশ ভারত ও পাকিস্তানকে হারিয়ে অঘটন ঘটালে শাকিবদের শেষ চারে যাওয়ার সম্ভাবনাও থাকবে।

English summary
Pakistan Secured First Win In T20 World Cup 2022 By Defeating Netherlands In Perth. Shadab Khan Bags 3 Wickets, Mohammad Rizwan Has Scored 49 Runs.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X