For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কায়নাত ইমতিয়াজ ব্যাট-বল হাতে বিয়ের সাজে! ঝুলন গোস্বামী কেন বিরাট-ভক্ত পাক ক্রিকেটারের আদর্শ?

Google Oneindia Bengali News

কায়নাত ইমতিয়াজ। তাঁর বিয়ের ফোটোশ্যুটই এখন ভাইরাল। সোশ্যাল মিডিয়ায় ক্রিকেট থিমড ফোটোশ্যুটের ছবি শেয়ার করেছেন সুন্দরী কায়নাত। পাকিস্তানের জাতীয় দলের এই ক্রিকেটারের বিয়ে হয়েছে গত মার্চে। গতকাল তিনি ব্যাট-বল নিয়ে বিয়ের সাজের ছবি পোস্ট করতেই তা দেখে মুগ্ধ ক্রিকেটপ্রেমীরা।

অভিনবত্বে ভাইরাল কায়নাত

২০১০ সালে পাকিস্তান মহিলা দলের হয়ে টি ২০ আন্তর্জাতিকে অভিষেক কায়নাতের। পরের বছর নভেম্বরে একদিনের আন্তর্জাতিকে অভিষেক। ১৫টি একদিনের আন্তর্জাতিকে ১২৮ রান করেছেন, নিয়েছেন ৯টি উইকেট। টি ২০ আন্তর্জাতিকে তাঁর ১৫ ম্যাচে ৬টি উইকেট রয়েছে, রান করেছেন ১২০। জন্ম করাচিতে। আগামী ২১ জুন তাঁর ৩০ বছর পূর্ণ হবে।

ক্রিকেট থিমড ফোটোশ্যুট

পাকিস্তানের জনপ্রিয় এই সুন্দরী ফাস্ট বোলার গত ৩০ মার্চ বিবাহবন্ধনে আবদ্ধ হন। ইনস্টাগ্রামে তাঁর ফলোয়ারের সংখ্যা দেড় লক্ষ। টুইটারে ১ লক্ষ ২০ হাজারের কাছাকাছি ফলোয়ার। বিয়ের পর তাঁর নাম হয়েছে কায়নাত ওয়াকার। গত নভেম্বরে দেশের হয়ে শেষবার তাঁকে মাঠে দেখা গিয়েছে। অভিনব ক্রিকেট থিমড ফোটোশ্যুট ভাইরাল হতেই কায়নাতের পোস্টে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন পাকিস্তানের ক্রিকেটার বিসমা মাহরুফ, ফতিমা সানা, সিদরা নওয়াজ ভাট্টি, মুনীবা আলি, মরিনা ইকবাল সহিতের মতো ক্রিকেটাররা।

বিরাটকে নিয়ে

কায়নাতের একটি টুইট ভাইরাল হয়েছিল বিরাট কোহলি টেস্ট দলের নেতৃত্ব ছাড়ার পর। কোহলির টুইটটি রিটুইট করেছিলেন কায়নাত। লিখেছিলেন, সাত বছর ধরে নির্ভীক ক্রিকেট উপহার দিয়েছেন আমাদের দেখা অন্যতম সেরা অধিনায়ক। তাঁকে হ্যাটস অফ! বিরাট কোহলি বাস্তবিকই গ্রেটেস্ট অব অল টাইম (GOAT), অনুপ্রেরণাও।

আদর্শ ঝুলন

পাকিস্তানের এই মিডিয়াম ফাস্ট বোলারের আদর্শ আবার বাংলার ঝুলন গোস্বামী। ২০১৭ সালে সে কথা সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন কায়নাত নিজেই। তিনি জানিয়েছিলেন, পাকিস্তানে এশিয়া কাপ হয়েছিল। সেবারই প্রথম ভারতীয় দলকে সামনাসামনি দেখি। সেই টুর্নামেন্টে আমি বাউন্ডারির বাইরে বল গেলে তা কুড়িয়ে ফেরত পাঠানোর দায়িত্ব পালন করেছিলাম। সেই সময়কার সবচেয়ে জোরে বোলার ঝুলন গোস্বামীকে দেখি। তাঁকে দেখেই আমি ক্রিকেটকে কেরিয়ার হিসেবে বেছে নেওয়ার সিদ্ধান্ত নিই। বিশেষ করে জোরে বোলিং।

গর্বের মুহূর্ত

২০১৭ সালে বিশ্বকাপ খেলার ফাঁকে এই পোস্টটি করেছিলেন কায়নাত। তিনি লিখেছিলেন, ১২ বছর পর গর্বের মুহূর্তের সাক্ষী হয়েছি। আমি বিশ্বকাপ খেলছি যেখানে আমার অন্যতম আদর্শ রয়েছেন। এটাই আমাকে বাড়তি অনুপ্রাণিত করছে। কায়নাতের ঝুলন সম্পর্কে এই মন্তব্য নিয়ে একটি বিশেষ ভিডিও বানিয়েছিল আইসিসি।

(ছবি- কায়নাত ইমতিয়াজ ইনস্টাগ্রাম)

English summary
Pakistan's Cricketer Kainat Imtiaz Shares Cricket Themed Wedding Photoshoot. Jhulan Goswami Is Her Inspiration.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X