For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

টি ২০ বিশ্বকাপের আগে ভারতের ব্যাটারদের উদ্দেশে হুঙ্কার পাকিস্তানের পেসার হ্যারিস রউফের

  • |
Google Oneindia Bengali News

বিশ্বকাপের আসরে একবারই ভারতকে হারিয়েছে পাকিস্তান। গত টি ২০ বিশ্বকাপে। সাম্প্রতিক সাক্ষাতে এশিয়া কাপে গ্রুপ পর্বে ভারত পাকিস্তানের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিলেও এক সপ্তাহের ব্যবধানে হেরে গিয়েছিল সুপার ফোরের ম্যাচে। ২৩ অক্টোবর টি ২০ বিশ্বকাপে পাকিস্তান ম্যাচ দিয়েই অভিযান শুরু করবে রোহিত শর্মার ভারত। তার আগে চড়তে শুরু করল উত্তেজনার পারদ।

ভারতের ব্যাটারদের উদ্দেশে হুঙ্কার হ্যারিস রউফের

পাকিস্তানের জোরে বোলার হ্যারিস রউফ রোহিতদের উদ্দেশে হুঙ্কার ছাড়লেন। রউফ অস্ট্রেলিয়ায় বিগ ব্যাশ টি ২০ লিগে খেলেন মেলবোর্ন স্টারসের হয়ে। তিনি বলেছেন, আমি যদি নিজের সেরাটা দিতে পারি তাহলে ভারতের ব্যাটাররা আমাকে সহজে সামলাতে পারবেন না। টি ২০ বিশ্বকাপের আগে আমি খুশি এই কারণেই যে ম্যাচটি এমসিজিতে হচ্ছে।

ইংল্যান্ডকে গতকাল পাকিস্তান ৬ রানে হারানোর পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে রউফ বলেন, আমি মেলবোর্ন স্টারসের হয়ে খেলি বলে এমসিজি আমার কাছে হোম গ্রাউন্ড। সেখানে কন্ডিশন কেমন থাকে সে সম্পর্কে আমার ধারণা রয়েছে। সেই মোতাবেক ভারতের বিরুদ্ধে কেমন বল করতে হবে সেই প্রস্তুতি আমি শুরু করে দিয়েছি। উল্লেখ্য, গত টি ২০ বিশ্বকাপে ভারতকে ১০ উইকেটে হারিয়ে দিয়েছিল বাবর আজমের নেতৃত্বাধীন পাকিস্তান। ভারত যেমন বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে দেশের মাটিতে টি ২০ সিরিজে হারিয়ে দক্ষিণ আফ্রিকাকেও প্রথম ম্যাচে পরাস্ত করেছে, তেমনই ছন্দে রয়েছে পাকিস্তানও। দেশের মাটিতে সাত ম্যাচের সিরিজে আপাতত ৩-২ ব্যবধানে এগিয়ে বাবর আজমরা।

২৮ বছরের রউফ এশিয়া কাপে ভারতের বিরুদ্ধে বেশ কিছু শর্ট পিচ ডেলিভারি করলেও উইকেট পাননি। সুপার ফোরের ম্যাচে তুলে নিয়েছিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মার উইকেট। এশিয়া কাপে তিনি মোট ৮টি উইকেট পান। ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি সিরিজে ৫ ম্যাচে ইতিমধ্যেই তাঁর ঝুলিতে এসেছে ৮ উইকেট। ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে রউফ বলেন, এই ম্যাচ সব সময়ই হাই প্রেসার গেম। গত টি ২০ বিশ্বকাপেও আমি সেই চাপ অনুভব করেছিলাম। যদিও এশিয়া কাপের দুটি সাক্ষাতে চাপ তেমন অনুভব করিনি। কেন না, আমি দৃঢ়প্রতিজ্ঞ ছিলাম আমাকে সেরাটাই দিতে হবে বলে। রউফ ৪৬টি টি ২০ আন্তর্জাতিকে ৪৪টি ইনিংসে বল করে ৫৮টি উইকেট পেয়েছেন। সেরা বোলিং ২২ রানের বিনিময়ে ৪ উইকেট। তাঁর ইকনমি ৮.৩৭, গড় ২৩.৪৮। ভারতের বিরুদ্ধে তিনটি ম্যাচ খেলেছেন, রয়েছে ২টি উইকেট। গত টি ২০ বিশ্বকাপে ৪ ওভারে ২৫ রান খরচ করে নিয়েছিলেন হার্দিক পাণ্ডিয়ার উইকেটে উইকেট। এবারের এশিয়া কাপে গ্রুপ পর্বে ৪ ওভারে ৩৫ রান দিয়ে উইকেট পাননি। সুপার ফোরে ৪ ওভারে ৩৮ রানের বিনিময়ে পান ১ উইকেট।

English summary
Pakistan Pacer Haris Rauf Sends Warning To India Ahead Of T20 World Cup Opener. India Will Face Arch Rival Pakistan On October 23 At MCG.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X