For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

‘বিরাটকে বাধ্য করা হয়েছে অধিনায়কত্ব ছাড়তে’, বিস্ফোরক দাবি শোয়েব আখতারের

‘বিরাটকে বাধ্য করা হয়েছে অধিনায়কত্ব ছাড়তে’, বিস্ফোরক দাবি শোয়েব আখতারের

Google Oneindia Bengali News

বিরাট কোহলিকে ভারতীয় দলের অধিনায়কত্বের পদ থেকে ইস্তফা দেওয়ার জন্য বাধ্য করা হয়েছিল, এমনটাই পর্যবেক্ষণ পাকিস্তানের প্রাক্তন তারকা পেসার শোয়েব আখতারের। গত বছর টি-২০ দলের অধিনায়কের পদ থেকে ইস্তফা দিয়েছেন বিরাট কোহলি। এরপর তাঁকে সরিয়ে দেওয়া হয় ওডিআই দলের অধিনায়কত্ব থেকে কারণ সাদা বলের ক্রিকেটে বিসিসিআই এক অধিনায়ক তত্বের উপরই নির্ভর করতে চেয়েছে। অপর দিকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ হেরে অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন বিরাট।

‘বিরাটকে বাধ্য করা হয়েছে অধিনায়কত্ব ছাড়তে’, বিস্ফোরক দাবি শোয়েব আখতারের

লেজেন্ডস ক্রিকেট লিগে অংশ নেওয়া শোয়েব আখতার সংবাদ সংস্থা এএনআই-কে বলেছেন, "বিরাট অধিনায়কত্ব ছাড়েনি, বরং ওকে অধিনায়কত্ব ছাড়তে বাধ্য করা হয়েছে। সময়টা ওর জন্য ভাল যাচ্ছে না কিন্তু ওকে নিজেকে প্রমাণ করতে হবে ও কোন ধাতু দিয়ে তৈরি। ও কী স্টিল দিয়ে তৈরি নাকি লোহা? দারুণ মানুষ এমনকী দারুণ ক্রিকেটার ও। বেশি কিছু চেষ্টা করার প্রয়োজন নেই, মাঠে নেমে শুধু খেল। দুর্দান্ত ব্যাটসম্যান এবং কেরিয়ারের অনেক কিছু অর্জন করেছে। এখন শুধু প্রয়োজন মাঠে নেমে স্বভাবসিদ্ধ ক্রিকেট খেলা।"

একই সঙ্গে এক সর্ব ভারতীয় সংবাদমাধ্যমকে শোয়েব এও জানিয়েছেন বিরাটের বিরুদ্ধে টি-২০ বিশ্বকাপে লবিবাজি হয়েছে। তাঁর কথায়, "টি-২০ বিশ্বকাপের সময়ে নিজে দুবাইয়ে ছিলাম। আমি বুঝেছিলাম বিরাট যদি টি-২০ বিশ্বকাপ না জিততে পারে তা হলে বেশ কঠিন পরিস্থিতির সম্মুখীন হবে ও এবং সেটাই হয়েছে। ওর বিরুদ্ধে লবিবাজি কাজ করেছে, (ওর সঙ্গের) মানুষরা ওর বিরুদ্ধে ছিল এবং এই কারণেই ওকে টি-২০ দলের অধিনায়কত্ব ছাড়তে হয়। "

বিশ্ব ক্রিকেটের অন্যতম কিংবদন্তির আরও সংযোজন, "মূলত বটম হ্যান্ড ক্রিকেট খেলে বিরাট এবং আমি মনে করি যখন ফর্ম থাকে না তখন বেশি সমস্যায় পড়ে বটম হ্যান্ডের ক্রিকেটাররা। ওকে অবশ্য এটা থেকে বেরিয়ে আসবে। সব কিছু ভুলে সামনের দিকে এগিয়ে যাও।"

ভারতের পরবর্তী টেস্ট অধিনায়কের প্রসঙ্গেও নিজের মতামত জানিয়েছেন রাওলপিন্ডি এক্সপ্রেস। তিনি বলেছেন, "আমি জানি বিসিসিআই এই নিয়ে সঠিক সিদ্ধান্তই নেবে।"

শুক্রবার চলতি বছরের শেষের দিকে হতে চলা টি-২০ বিশ্বকাপের সূচি ঘোষণা করেছে আইসিসি। পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিশ্বকাপে নিজেদের অভিযান শুরু করবে ভারত। ১৬ অক্টোবর থেকে শুরু হওয়া এই টুর্নামে্ট চলবে ১৩ নভেম্বর পর্যন্ত। মেলবোর্ন, সিডনি, ব্রিসবেন, অ্যাডিলেড, গিলং, হবার্ট এবং পার্থ এই সাতটি শহরে আয়োজিত এই বারের বিশ্বকাপ।

বিশ্ব ক্রিকেটের সব থেকে রোমহর্ষক ম্যাচ সম্পর্কে শোয়েব বলেছেন, "মেলবোর্নে ফের আমরা ভারতকে হারাবো। টি-২০ ক্রিকেটে ভারতের থেকে ভাল দল পাকিস্তানের। দুই দেশ যখনই মুখোমুখি হয় তখন ভারতের মিডিয়াই নিজেদের দলের উপর অকারণে চাপ বাড়ায়. ভারতের জন্য হারাটা স্বাভাবিক।"

পাকিস্তানের হয়ে ৪৬টি টেস্ট ম্যাচে ১৭৮টি উইকেট রয়েছে শোয়েবের। মোট ১২ বার এক উইকেটে পাঁচ উইকেট নিয়েছেন তিনি। ওডিআই ক্রিকেটে ১৬৩ ম্যাচে শোয়েবের উইকেট সংখ্যা ২৪৭। মোট চার ম্যাচে পাঁচ উইকেটের বেশি শিকার করেছেন শোয়েব। পাকিস্তানের হয়ে ১৫টি টি-২০ ম্যাচে শোয়েবের উইকেট সংখ্যা ১৯।

English summary
Shoaib Akhtar said Virat Kohli was forced to leave the captaincy of India cricket team. According to Pakistan great now virat have to prove what he made of. He is great cricketer and play his natural game.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X