For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অস্ট্রেলিয়ার মাটিতে টানা ১৪ টেস্ট হেরে লজ্জাজনক রেকর্ড পাকিস্তানের

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অ্যাডিলেডে ইনিংস ও ৪৮ রান হার পাকিস্তানের।যার ফলে আজহাররা সিরিজ হারল ০-২ ব্যবধানে।

  • |
Google Oneindia Bengali News

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অ্যাডিলেডে ইনিংস ও ৪৮ রান হার পাকিস্তানের। সেই সঙ্গে অজিভূমে দুই ম্যাচেই ইনিংসে ম্যাচ হারল পাক দল। যার ফলে আজহাররা সিরিজ হারল ০-২ ব্যবধানে। সিরেজের জোড়া ম্যাচ হারের ফলে অস্ট্রেলিয়ার মাটিতে লজ্জাজনক রেকর্ড গড়ল পাক দল।

কী সেই রেকর্ড

অ্যাডিলেড টেস্টে হার মিলিয়ে অজিভূমে টানা ১৪ টেস্টে হার পাকিস্তানের। টেস্টে ক্রিকেটের ইতিহাসে কোনও সফরকারী দলের এটা টানা সবচেয়ে বেশি ম্যাচ হারের রেকর্ড। ১৯৯৯ সাল থেকে অজিভূমে হেরে আসছে পাকিস্তান।

একনজরে পাক দলের লজ্জাজনক রেকর্ড

১৯৯৯-২০০০ ক্রিকেট মরসুমে তিন টেস্টের সিরিজে ৩ ম্যাচেই হেরে বসে পাকিস্তান। এরপর ২০০৪-০৫ মরসুমে অজিভূমে তিন টেস্ট খেলে সেবারও ৩টিতেই পাক দলে হেরে বসে।

পরবর্তী সময়ে ২০০৯ সালে অস্ট্রেলিয়া সফরে ফের তিন ম্যাচের টেস্ট সিরিজ হারে পাকিস্তান। ২০১৬-১৭ ক্রিকেট মরসুমে এরপর ৩ ম্যাচে সিরিজে পাকিস্তান পর্যুদস্ত হয়।

আর এবার ২০১৯ সালে জোড়া টেস্ট খেলতে গিয়ে দুই টেস্টেই হেরে বসল দল। লজ্জাজনক এই রেকর্ডের পর পাক দলের পারফর্ম্যান্স নিয়ে প্রাক্তন কিংবদন্তিরা সমালোচনা করেছেন।

দুই টেস্টে পাক দলের বোলিং ব্যর্থতা

এবার অস্ট্রেলিয়ার মাটিতে ব্রিসবেন ও অ্যাডিলেডে দুবারই ইনিংসে ম্যাচ হেরেছে পাকিস্তান। ব্রিসবেনে ইনিংস ও ৫ রানে আজহাররা ম্যাচ হারে। বোলিংয়ে ব্যর্থতাই দলকে ডুবিয়েছে। ব্রিসবেন টেস্টে পাক বোলিংয়ের বিরুদ্ধে অজি দল ৫৮০ রান তুলেছিল। অন্যদিকে অ্যাডিলেড টেস্টে পাক বোলিংয়ের পর্যুদস্ত করে ৫৮৯ রান তোলে অস্ট্রেলিয়া। দুবারই বোলিং ব্যর্থতাতে পাক দল অস্ট্রেলিয়াকে ম্যাচ উপহার দিয়ে আসে।

English summary
Pakistan cricket team sets shameful world record of losing 14 test in a row in australia
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X