For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিশ্বকাপে ভারতে পাকিস্তান, বিরাটদের পাকিস্তান সফর নিয়েও আশায় মানি

Google Oneindia Bengali News

চলতি বছর জুনে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। ফলে এশিয়া কাপ হলেও তাতে ভারত প্রথম সারির দল পাঠাবে না, এটা আগেই নিশ্চিত হয়ে গিয়েছে। এই অবস্থায় এ বছর জুনে এশিয়া কাপ হবে কিনা তা নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। তবে পাক বোর্ডের চেয়ারম্যান এহসান মানি ফের জানিয়ে দিলেন, শ্রীলঙ্কায় হচ্ছে না এবারের এশিয়া কাপ।

বিশ্ব ক্রিকেটে ঘুরে দাঁড়াতে ভারতের দিকেই তাকিয়ে পাকিস্তান

এহসান মানি দাবি, এ বছর নয়। আগামী বছর এশিয়া কাপ আয়োজন করবে শ্রীলঙ্কা। তার পরের বছর এশিয়া কাপ হবে পাকিস্তানে। পাকিস্তানের মাটিতে এশিয়া কাপ খেলতে ভারত যাবে বলেই আশাবাদী মানি। তিনি বলেন, আমি আশাবাদী সেই সময়ের মধ্যে দুই দেশের মধ্যে বৈদেশিক সম্পর্কের উন্নতি হবে। যার ফলেই পাকিস্তানের মাটিতে ভারতকে নিয়েই আয়োজিত হবে ২০২৩ সালের এশিয়া কাপ। তিনি আরও জানিয়েছেন, ভারতে এ বছর অনুষ্ঠেয় টি ২০ বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণে সমস্যা হবে না বলে আশ্বস্ত করেছে আইসিসি।

পাকিস্তানের এক সংবাদপত্রকে দেওয়া সাক্ষাতকারে মানি বলেছেন, দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কে উন্নতির কিছু আভাস মিলেছে। যার ফলে আগামী দিনে বরফ গলবে। তিনি আরও বলেন, ভারত পাকিস্তান সফর করলে সেটা পাকিস্তানের ক্রিকেটের ক্ষেত্রেও একটা দারুণ বড় ব্যাপার হবে।

এ বছর এশিয়া কাপ খেলতে আগ্রহী নয় পাকিস্তানও। এহসান মানি বলেছেন, আমার কাছে যা খবর তাতে এশিয়া কাপ এ বছর হবে না। পাকিস্তান সুপার লিগের খেলা বাকি রয়েছে। আমরা সেটা নিয়ে ব্যস্ত থাকব। ভারতও জুনে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলবে। ফাইনালের দুই সপ্তাহ আগে ভারতীয় দল ইংল্যান্ড পৌঁছে যাবে। ফলে এ বছর এশিয়া কাপ হলে ভারত দ্বিতীয় সারির দলই পাঠাবে বলে জানতে পেরেছি। যদিও এ বিষয়ে সরকারিভাবে কিছু জানানো হয়নি। এশিয়া কাপের থেকে উপার্জিত লভ্যাংশ অ্যাসোসিয়েট দেশগুলিতে ক্রিকেটের প্রসারে ব্যয় করা হবে। ফলে সব দেশের পূর্ণশক্তির দল নিয়েই এশিয়া কাপ আয়োজন চাইছে পাকিস্তান।

ছবি- পিসিবি ক্রিকেট টুইটার

English summary
Pakistan Cricket Board Chairman Ehsan Mani Is Optimistic About Hosting India In The Asia Cup in 2023. He Informs That In 2022 Sri Lanka will have it.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X