For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ম্যাচের পর পাক অধিনায়ক সরফরাজ আহমেদের ভাষা বিভ্রাট; বুঝতেই পারলেন না সাংবাদিকের ইংরেজি প্রশ্ন

রবিবার ভারতের কাছে ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন নিয়মে ৮৯ রানে হারার পর স্বভাবতই বিধ্বস্ত দেখাচ্ছিল পাকিস্তান ক্রিকেট অধিনায়ক সরফরাজ আহমেদকে।

  • |
Google Oneindia Bengali News

রবিবার ভারতের কাছে ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন নিয়মে ৮৯ রানে হারার পর স্বভাবতই বিধ্বস্ত দেখাচ্ছিল পাকিস্তান ক্রিকেট অধিনায়ক সরফরাজ আহমেদকে। ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডের মাঠে টসে জিতে বিপক্ষকে ব্যাট করতে পাঠিয়ে চূড়ান্ত সমালোচনার মুখে পড়েন পাকিস্তান অধিনায়ক। এদিন বোলিং, ফিল্ডিং বা ব্যাটিং কোনওটিই ঠিকঠাক হয়নি পাকিস্তানের। শেষ পর্যন্ত বৃষ্টি-বিঘ্নিত ম্যাচটিতে ৪০ ওভারে ২১২ রান তোলে পাকিস্তান মিডল অর্ডারে একগাদা উইকেট হারিয়ে। ডিএলএস নিয়মে তখন তাদের দরকার ৩০২।

৩২-বছর বয়সী সরফরাজ এরপরে আসেন সংবাদমাধ্যমের মুখোমুখি হতে এবং সেখানেও এক বিভ্রাটের সম্মুখীন হন তিনি।

ম্যাচের পর পাক অধিনায়ক সরফরাজ আহমেদের ভাষা বিভ্রাট; বুঝতেই পারলেন না সাংবাদিকের ইংরেজি প্রশ্ন

'অবসোলিট' কথার অর্থ বুঝতে হিমশিম খেলেন সরফরাজ

প্রথম প্রশ্নেই সরফরাজের দিকে ধেয়ে আসে বাউন্সার। একজন সাংবাদিক তাঁকে জিজ্ঞেস করেন বিশ্বকাপে পাকিস্তানের এতগুলি হারের পরে কি ধরে নিতে হবে যে ভারত-পাকিস্তান ক্রিকেট প্রতিদ্বন্দ্বিতার দিন শেষ হয়ে গিয়েছে? প্রশ্নকর্তা ইংরেজিতে প্রশ্নটি রাখেন এই ভাবে: "ডু ইউ থিঙ্ক দ্য রাইভালরি বিটুইন ইন্ডিয়া এন্ড পাকিস্তান ইজ অবসোলিট রাইট নাও?"

সরফরাজ বলেন একথা ঠিকই যে ভারত বিশ্বকাপে পাকিস্তানকে শাসন করেছে কারণ তাঁর মনে হয় যারা চাপ বেশি ভালো নিতে পেরেছে তারাই জিতেছে। ভারত এই কাজটা বেশি ভালো পেরেছে, এখন, আগেও।

প্রশ্নকর্তা নিজের ঠিক উত্তরটা না পেয়ে ফের জিজ্ঞেস করেন এই বিখ্যাত প্রতিদ্বন্দ্বিতা এখন অতীত কি না।


"কথাটির মানে কী, ঠিক বুঝতে পারছি না"

সরফরাজ একটু লজ্জিত হন এবারে। বলেন তিনি ওই শব্দটির (অবসোলিট) মানে জানেন না, তাই বুঝতে পারছেন না। হেসে বলেন"ওই কথাটির মানে কী, আমি ঠিক..."। তিনি ভাবছিলেন বুঝি বা কথাটি হবে"এবসোলিউটলি"। পাশ থেকে তখন একজন 'অবসোলিট' কথাটির মানে পাক অধিনায়ককে বুঝিয়ে দেন -- বলেন"শেষ হয়ে গিয়েছে"।

তখন সরফরাজ, যিনি দলের উইকেটরক্ষকও বটে, বলেন তিনি ঠিক তা মনে করেন না।"আপনি যদি দেখেন, নব্বইয়ের দশকে পাকিস্তান কর্তৃত্ব করত ভারতের বিরুদ্ধে। এখন ভারত বেশি ভালো খেলছে। তাই জিতছে।"

পাঁচটি খেলার মধ্যে তিনটিতে হেরে এবং একটিতে জিতে (বাকিটা বৃষ্টিতে ভেস্তে যায়) প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন পাকিস্তান এখন রীতিমতো ধুঁকছে বিশ্বকাপে। তাদের আর চারটি ম্যাচ বাকি রয়েছে এবং সেমি-ফাইনালে পৌঁছতে গেলে জিততে হবে প্রত্যেকটিতেই।

English summary
After loss to India in WC 2019, Pakistan captain Sarfraz Ahmed struggles to understand English question at press conference
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X