For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রতিশোধে শেষ চারের দিকে পাকিস্তান! বিরাট-কেন দ্বৈরথ এখন কোয়ার্টার ফাইনাল

Google Oneindia Bengali News

ভারতের বিরুদ্ধে টি ২০ বিশ্বকাপ তথা বিশ্বকাপের আসরে প্রথম জয় পাকিস্তান নিশ্চিত করেছিল রবিবার। আর আজ নিউজিল্যান্ডের বিরুদ্ধে রাওয়ালপিণ্ডির ঘটনার প্রতিশোধ শারজায়! একদিনের সিরিজ শুরুর কয়েক ঘণ্টা আগে আচমকাই পাকিস্তান সফর বাতিল করেছিল নিউজিল্যান্ড। যার জেরে পরে ইংল্যান্ডও সফর বাতিল করে। পাক ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান রামিজ রাজা বাবর আজমদের জবাবটা মাঠেই দিতে বলেছিলেন। টি ২০ বিশ্বকাপের প্রথম দুটি ম্যাচ দাপটের সঙ্গে জিতে সেই লক্ষ্যপূরণ তো হলই, বিশ্বকাপের সেমিফাইনালের দিকেও পা বাড়াল অন্যতম ফেভারিট পাকিস্তান।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রতিশোধে শেষ চারের দিকে পাকিস্তান

আজ ডিউ ফ্যাক্টরের কথা মাথায় রেখে শারজার উইকেটে টস জিতে ফিল্ডিং নিয়েছিলেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। নিউজিল্যান্ডকে ৮ উইকেটে ১৩৪ রানে বেঁধে ফেলতেও সক্ষম হন পাকিস্তান। ওপেনার ড্যারিল মিচেল ২০ বলে ২৭ রান করেন, মিচেলের ইনিংসে আছে একটি চার ও দুটি ছয় । পাঁচে নামা ডেভন কনওয়ে ২৪ বলে ২৭ রান করেন। দুটি চার ও একটি ছয়ের সাহায্যে ২৬ বলে ২৫ রান করে রান আউট হন কিউয়ি অধিনায়ক কেন উইলিয়ামসন। মার্টিন গাপটিল ১৭, গ্লেন ফিলিপস ১৩ ও টিম সেইফার্ট ৮ রান করেন। জেমস নিশাম ১ ও মিচেল স্যান্টনার ৬ রানে প্যাভিলিয়নে ফেরেন। পাকিস্তানের সফলতম বোলার হ্যারিস রউফ। ৪ ওভারে ২২ রানের বিনিময়ে তিনি চারটি উইকেট দখল করেন। শাহিন শাহ আফ্রিদি একটি মেডেন-সহ ৪ ওভারে ২১ রান দিয়ে ১ উইকেট নেন। ইমাদ ওয়াসিম ও মহম্মদ হাফিজ একটি করে উইকেট পান।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রতিশোধে শেষ চারের দিকে পাকিস্তান

ভারতকে ১০ উইকেটে হারিয়েছিল পাকিস্তান। এদিন বাবর আজম ষষ্ঠ ওভারের প্রথম বলে দলের ২৮ রানের মাথায় প্যাভিলিয়নে ফেরেন। বাবর টিম সাউদির বলে ১১ বলে ৯ রান করে বোল্ড হন। এরপর নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে পাকিস্তান। ফখর জামান ও মহম্মদ হাফিজ দুজনেই ১১ রানে আউট হন, দুজনের ইনিংসেই রয়েছে একটি করে ছক্কা। নিউজিল্যান্ড রিভিউ নেওয়ার পর রিপ্লে দেখে ইশ সোধির বলে লেগ বিফোর ঘোষিত হন জামান। এরপর বাউন্ডারি লাইনের ধারে স্যান্টনারের বলে হাফিজের ক্যাচ অসাধারণ ক্ষিপ্রতায় তালুবন্দি করেন কনওয়ে। ১১.৪ ওভারে ৬৯ রানের মাথায় আউট হন অপর ওপেনার মহম্মদ রিজওয়ান। তিনিও ইশ সোধির বলে লেগ বিফোর হন ৩৪ বলে ৩৫ রান করে। ১৪.৫ ওভারে ইমাদ ওয়াসিমকে বোল্ড করেন ট্রেন্ট বোল্ট। তিনি ১২ বলে ১১ রান করেন। পাকিস্তানের পঞ্চম উইকেট পড়ে ৮৭ রানের মাথায়।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রতিশোধে শেষ চারের দিকে পাকিস্তান

এরপর শোয়েব মালিকের সঙ্গে জুটি বেঁধে ঝোড়ো ব্যাটিং শুরু করেন আসিফ আলি। ১৭তম ওভারে টিম সাউদির বলে পরপর দুটি ছক্কা হাঁকান তিনি, যা পাকিস্তানের চাপ অনেকটাই কাটিয়ে দেয়। এরপর ১৮তম ওভারে মিচেল স্যান্টনারের ওভারে আসিফ আলি ও শোয়েব মালিক ১৫ রান তুলে নিতেই শেষ ২ ওভারে পাকিস্তানের দরকার ছিল ৯ রান। ১৮.৪ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় বাবর আজমের দল। একটি চার ও তিনটি ছক্কা হাঁকিয়ে ১২ বলে ২৭ রানে অপরাজিত থাকলেন আসিফ আলি। দুটি চার ও একটি ছয় মেরে ২০ বলে ২৬ করে অপরাজিত থাকেন শোয়েব মালিক। ইশ সোধি দুটি এবং মিচেল স্যান্টনার, টিম সাউদি ও ট্রেন্ট বোল্ট একটি করে উইকেট দখল করেন।

পাকিস্তান এই ম্যাচে মিডল এবং লোয়ার মিডল অর্ডার দেখে নিল। বোলিং বিভাগও স্বস্তিতেই রাখবে পাকিস্তানকে। ম্যাচের সেরা হয়েছেন হ্যারিস রউফ। পাকিস্তানের পরের ম্যাচ শুক্রবার আফগানিস্তানের বিরুদ্ধে। রবিবার ভারত ও নিউজিল্যান্ড ম্যাচটিও কার্যত সেমিফাইনাল হয়ে দাঁড়াল। কেন না গ্রুপ ২-এ আফগানিস্তান, স্কটল্যান্ড ও নামিবিয়াকে ভারত, পাকিস্তান ও নিউজিল্যান্ড, তিনটি দেশই হারাবে বলে মনে করা হচ্ছে। শক্তিশালী ভারতের বিরুদ্ধে চ্যালেঞ্জ মোকাবিলায় আগামী কয়েক দিন পরিকল্পনা সাজাতে চাইছেন কেন উইলিয়ামসন। সুপার টুয়েলভের এই গ্রুপে শীর্ষে এখন পাকিস্তান। দুইয়ে রয়েছে আফগানিস্তান।

English summary
Pakistan Beat New Zealand To Move One Step Away In Race To Qualify For The Semi Finals Of T20 World Cup. Haris Rauf's 4 Wickets And The Partnership Between Shoaib Malik And Asif Ali Secure Pakistan's Win.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X