For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'গত বছর এই ভাবেই ভারতকে মেরেছিল পাকিস্তান', বাবর-রিজওয়ানের রানের বিস্ফোরণের পর ভিডিও প্রকাশ করে বার্তা আখতারের

'গত বছর এই ভাবেই ভারতকে মেরেছিল পাকিস্তান', বাবর-রিজওয়ানের রানের বিস্ফোরণের পর ভিডিও প্রকাশ করে বার্তা আখতারের

Google Oneindia Bengali News

ইংল্যান্ডের বিরুদ্ধে সাত ম্যাচের টি-২০ সিরিজে দ্বিতীয় ম্যাচে ইতিহাস তৈরি করে জয় তুলেছে পাকিস্তান। করাচির ন্যাশনাল স্টেডিয়ামে বাবর আজম এবং মহম্মদ রিজওয়ানের দাপুটে ব্যাটিংয়ে ১০ উইকেটে জয় তুলে নিয়েছে পাকিস্তান।

দুর্ধর্ষ বাবর এবং রিজওয়ান:

দুর্ধর্ষ বাবর এবং রিজওয়ান:

বাবর এবং রিজওয়ানের দুর্ধর্ষ ব্যাটিং-এ দশ উইকেটে জয়ের পর সোশ্যাল মিডিয়ায় অসংখ্য শুভেচ্ছার বার্তা পেয়েছেন দুই পাক ক্রিকেটারের দিকে। রান তাড়া করতে নেমে প্রথম উইকেটে অপরাজিত ২০৩ রানের পার্টনারশিপ গড়ে পাকিস্তান। বাবর আজম ৬৬ বলে ১১০ রানের অপরাজিত ইনিংস খেলেন। ৫১ বলে ৮৮ রানে অপরাজিত ছিলেন মহম্মদ রিজওয়ান। যে সকল প্রাক্তন পাক ক্রিকেটার বা বিশেষজ্ঞরা বাবর আজমের সমালোচনা করছিলেন এশিয়া কাপ এবং প্রথম টি-২০ ম্যাচে রান না পাওয়া নিয়ে তাঁদের মুখ পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছে। বাবরের সমালোচকদের এক হাত নিয়েছেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক নাসির হুসেনও।

ভারতকেও এই ভাবেই মেরেছিল:

এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানের হার মেনে না নিতে পেরে পাক দল এবং বাবর আজমের সমালোচনা করা শোয়েব আখতারও দ্বিতীয় টি-২০ ম্যাচে পাকিস্তান দলের চমকপ্রদ প্রত্যাবর্তন দেখে খুশি। ইংল্যান্ডকে এই ভাবে হারানো শোয়েবকে মনে করিয়ে দিয়েছে আইসিসি টি-২০ বিশ্বকাপ ২০২১-এ ভারতের বিরুদ্ধে পাকিস্তানের জয়কে। টুইটারে শেয়ার হওয়া একটি ভিডিওতে প্রাক্তন পাক স্পিডস্টারকে বলতে শোনা গিয়েছে, "রান তাড়া করতে নেমে একটিও উইকেট না হারানোটা পাকিস্তানের এই ম্যাচে বিশেষত্ব। আর এটা প্রথম বার করেনি পাকিস্তান, আশা করি আপনাদের মনে রয়েছে গত বছর কী ভাবে ভারতকে হারিয়েছিল পাকিস্তান। এই ভাবে ভারতকে মেরেছিল।"

মিডল অর্ডার নিয়ে চিন্তিত

মিডল অর্ডার নিয়ে চিন্তিত

টপ অর্ডার দুর্দান্ত খেলে জয় তুলে নিলেও মিডল অর্ডার নিয়ে চিন্তিত শোয়েব আখতার। এশিয়া কাপের ফাইনালে মিডল অর্ডারের ব্যর্থতা শ্রীলঙ্কার সামনে বেরিয়ে এসেছিল। শোয়েব ওই ভিডিও-এ বলেন, "রিজওয়ানের থেকে যখন সাপোর্ট পায় বাবর তখন ওর মধ্যেও আগুনটা জ্বলে ওঠে। কিন্তু পাকিস্তানকে মিডল অর্ডারের দিকে নজর দিতে হবে কারণ ওই জায়গাটায় দুর্বলতা রয়েছে। আর উপমহােশের উইকেটে ২০০ রান হওয়াটা বড় বিষয় নয়।"

পাকিস্তান বনাম ইংল্যান্ড ম্যাচের ফলাফল:

পাকিস্তান বনাম ইংল্যান্ড ম্যাচের ফলাফল:

পাকিস্তান সফরে সাত ম্যাচের টি-২০ সিরিজ খেলবে ইংল্যান্ড। অধিকাংশ টি-২০ সিরিজ যেখানে তিন ম্যাচের, খুব বেশি হলে পাঁচ ম্যাচের হয়, সেখানে সাত ম্যাচের টি-২০ সিরিজ অনেকটাই দীর্ঘ। টেস্ট বা ওডিআই-এর ক্ষেত্রের সাত ম্যাচের সিরিজ বর্তমানে খুব একটা দেখা যায় না। সাত ম্যাচের সিরিজে দুই ম্যাচ হয়ে গিয়েছে। প্রথম ম্যাচে জিতেছিল ইংল্যান্ড। দ্বিতীয় ম্যাচে জয় তুলে নিয়ে সিরিজে সমতা ফিরিয়ে এনেছে পাকিস্তান।

সচিন তেন্ডুলকর ফেরালেন শারজার মরুঝড়ের স্মৃতি! ম্যাচের সেরার পুরস্কার দিলেন সতীর্থকেসচিন তেন্ডুলকর ফেরালেন শারজার মরুঝড়ের স্মৃতি! ম্যাচের সেরার পুরস্কার দিলেন সতীর্থকে

English summary
Pakistan beat India in the same way what they done against England, said Shoaib Akhtar
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X