For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মহিলাদের আইপিএলে নেই কলকাতা! পাঁচটি শহরের দল কিনল কারা? রেকর্ড দরে আমেদাবাদ আদানির

মহিলাদের আইপিএলে থাকছে আমেদাবাদ, লখনউ, মুম্বই, দিল্লি ও বেঙ্গালুরু। আদানি গোষ্ঠী সবচেয়ে বেশি দর দিয়ে কিনল আমেদাবাদ ফ্র্যাঞ্চাইজি।

  • |
Google Oneindia Bengali News

মহিলাদের আইপিএল শুরু হবে মার্চে। তার আগে কোন পাঁচটি শহরের দল থাকছে এই ইভেন্টে তা জানিয়ে দিল বিসিসিআই। যদিও কলকাতার কোনও দল নেই। আইপিএলে দল রয়েছে এমন পাঁচটি শহরের দল অংশ নেবে মহিলাদের আইপিএলে। যার মালিকানা নিয়েছে পাঁচটি সংস্থা। এর মধ্যে মুম্বই ইন্ডিয়ান্স, দিল্লি ক্যাপিটালস ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের কর্ণধাররা মহিলা আইপিএলের দল কিনেছেন। আসরে নেমেছে আদানি গোষ্ঠীও।

মহিলাদের আইপিএলে ৫ দল

মহিলাদের আইপিএলে ৫ দল

আজ বিসিসিআইয়ের তরফে প্রেস বিবৃতিতে জানানো হয়েছে, মহিলাদের আইপিএলে সবচেয়ে বেশি দর উঠেছে আমেদাবাদ ফ্র্যাঞ্চাইজির। আমেদাবাদের দলটি ১২৮৯ কোটি টাকায় কিনেছে আদানি স্পোর্টসলাইন প্রাইভেট লিমিটেড। এরপর মুম্বইয়ের ফ্র্যাঞ্চাইজিটি ৯১২.৯৯ কোটি টাকার বিনিময়ে কিনেছে ইন্ডিয়াউইন স্পোর্টস প্রাইভেট লিমিটেড। ৯০১ কোটি টাকায় বেঙ্গালুরু ফ্র্যাঞ্চাইজির মালিকানা নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স স্পোর্টস প্রাইভেট লিমিটেড। দিল্লির মালিকানা গিয়েছে জেএসডব্লু জিএমআর ক্রিকেট প্রাইভেট লিমিটেডের হাতে। ক্যাপ্রি গ্লোবাল হোল্ডিংস প্রাইভেট লিমিটেড লখনউয়ের ফ্র্যাঞ্চাইজির মালিকানা নিয়েছে ৭৫৭ কোটি টাকার বিনিময়ে।

শেখার মাধ্যমে উন্নতির কথা বলছেন বিনি

শেখার মাধ্যমে উন্নতির কথা বলছেন বিনি

বিসিসিআই সভাপতি রজার বিনি বলেছেন, মহিলাদের আইপিএলে দল যাঁরা কিনলেন তাঁদের ধন্যবাদ জানাই। এই লিগে ভারতীয় ও বিদেশি ক্রিকেটাররা অনেক কিছু শেখার সুযোগ পাবেন এবং একসঙ্গে নিজেদের আরও উন্নত করতে পারবেন। মহিলা ক্রিকেটের ক্ষেত্রে তৃণমূলস্তরে বিকাশের পক্ষে সহায়ক হবে এই লিগ। ক্রিকেটারদের নিলাম প্রক্রিয়া মসৃণভাবেই হবে বলে আশাপ্রকাশ করেছেন বোর্ড সভাপতি। বিশ্বমঞ্চে নিজেদের আরও ভালোভাবে মেলে ধরার ক্ষেত্রে এই লিগ ভারতীয় ক্রিকেটারদের ক্ষেত্রেও ইতিবাচক ভূমিকা নেবে বলে মন্তব্য করেন বিনি।

ঐতিহাসিক দিন, বললেন জয়

ঐতিহাসিক দিন, বললেন জয়

বোর্ড সচিব জয় শাহ-র কথায়, মহিলাদের ক্রিকেটের ক্ষেত্রে আজ এক ঐতিহাসিক দিন। মোট ৪৬৬৯.৯৯ কোটি টাকায় পাঁচটি দলের মালিকানা নিয়েছে বিভিন্ন সংস্থা। এতে স্পষ্ট এই লিগ নিয়ে বিসিসিআইয়ের ভিশন ও পরিকল্পনায় আস্থা রেখেছে সংস্থাগুলি। যাঁরা গোটা প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছেন তাঁদের সকলকেই ধন্যবাদ জানান বোর্ড সচিব। মিডিয়া স্বত্ত্বের রেকর্ড দর ওঠা এবং তারপর যেভাবে পাঁচটি দল কেনার আগ্রহ লক্ষ্য করা গিয়েছে তাতে অর্থনৈতিকভাবেই এই লিগ নিজের পায়েই দাঁড়াতে পারবে বলে মনে করছেন বোর্ড সচিব। তাঁর আশা, এই লিগ মেয়েদেরও আরও বেশি করে ক্রিকেটে আকৃষ্ট করবে। সামগ্রিকভাবে এই লিগ মহিলা ক্রিকেটের অবস্থানকেও সুউচ্চে নিয়ে যাবে অদূর ভবিষ্যতেই। জানা গিয়েছে, ৫টি দল কেনার জন্য শেষ অবধি লড়াইয়ে ছিল ১৬টি সংস্থা।

ফেব্রুয়ারিতে নিলাম

ফেব্রুয়ারিতে নিলাম

আইপিএলে প্রথম ৮টি দল ২০০৮ সালে বিক্রি হয়েছিল ৭৩২.৫৯ মিলিয়ন মার্কিন ডলারে, যা তখনকার হিসেবে ভারতীয় মুদ্রায় ২৮৯৪৩,৬ কোটি টাকা। সেখানে মহিলাদের আইপিএলের ৫টি দলের দর উঠল ৪৬৬৯.৯৯ কোটি টাকা। জয় শাহর দাবি, ক্রিকেটে দরের নিরিখে সবচেয়ে দামি লিগ আইপিএল, তারপরই মহিলা আইপিএল। মনে করা হচ্ছে, মিডিয়া স্বত্ত্বের দর জুড়েই এই ধারণা বোর্ড সচিবের। ফেব্রুয়ারিতে মহিলাদের আইপিএলের নিলাম হওয়ার কথা।

English summary
Owners Of Mumbai Indians, Delhi Capitals, RCB Win Bids To Women's Premier League Teams. Capri Global And Adani Sportsline Pvt. Ltd Also Own WIPL Teams.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X