For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'নক আউটে একটা খারাপ ম্যাচ প্রমাণ করে দেয় না আপনি খারাপ খেলোয়াড়', ইংল্যান্ডের বিরুদ্ধে কি ভয় পাচ্ছেন রোহিত?

'নক আউটে একটা খারাপ ম্যাচ প্রমাণ করে দেয় না আপনি খারাপ খেলোয়াড়', ইংল্যান্ডের বিরুদ্ধে কী ভয় পাচ্ছেন রোহিত

Google Oneindia Bengali News

টি ২০ বিশ্বকাপ ২০২২ শেষ ল্যাপে এসে পৌঁছিয়েছে। প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে নিউজিল্যান্ড এবং পাকিস্তান, দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ভারত এবং ইংল্যান্ড। ফাইনাল ম্যাচটি খেলা হবে ১৩ নভেম্বর (রবিবার)। শেষ চারের ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে নামার আগে ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা জানিয়েছেন, নক আউটে একট খারাপ ম্যাচ প্রমাণ করে না, কেউ খারাপ খেলোড়।

একটা খারাপ ম্যাচ প্রমাণ করে না আপনি খারাপ খেলোয়াড়:

একটা খারাপ ম্যাচ প্রমাণ করে না আপনি খারাপ খেলোয়াড়:

ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচের আগের দিন রোহিত শর্মা জানিয়েছেন নক আউটে একটা খারাপ ম্যাচ প্রমাণ করে দেয় না এক জন খারাপ ক্রিকেটার। তিনি জানিয়েছেন, এই ম্যাচে গুরুত্ব তিনি জানেন এবং একই সঙ্গে এ-ও মনে করেন অতীতের পারফরম্যান্সের দিকেও তাকানো প্রয়োজন। রোহিত শর্মা বলেছেন, "আমি মনে করি নক আউট ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমরা সেটা জানি। খুব সাধারণ কারণও রয়েছে এর পিছনে কারণ নক আউট আপনি খেলার একটা সুযোগই পান এবং নক আউটে ভাল করার সুযোগও একটাই। কিন্তু আমাদের ক্ষেত্রে, শুধু আমার ক্ষেত্রে নয় সমস্ত ক্রিকেটারের জন্য একটা নক আউট ম্যাচ এক জন ক্রিকেটারের মূল্যায়ণ করতে পারে না। সারা কেরিয়ার কঠিন পরিশ্রম করে ক্রিকেটাররা নিজেদের লক্ষ্যে পৌঁছায় এবং যে ফরম্যাটেই তারা খেলে সেখানে নিজের সেরাটা দেয়। ফলে একটা নির্দিষ্ট ম্যাচ সেটা ঠিক করে দিতে পারে না।"

বিশ্বকাপের সেমিফাইনাল পর্যন্ত এসে গর্বিত ভারত অধিনায়ক:

বিশ্বকাপের সেমিফাইনাল পর্যন্ত এসে গর্বিত ভারত অধিনায়ক:

চলতি টি ২০ বিশ্বকাপের সেমিফাইনাল পর্যন্ত পৌঁছে গর্বিত ভারত অধিনায়ক রোহিত শর্মা। তিনি বলেছেন, "আমরা নক আউট পর্বে পৌঁছনোর গুরুত্ব বুঝি। একই সঙ্গে এটাও বুঝতে হবে যে এই পর্যায়ে পৌঁছনোর জন্য সারা বছর কতটা পরিশ্রম করতে হয়েছে। দল হিসেবে, খেলোয়াড় হিসেবে আমরা নিজেদের উপর গর্বিত এই পর্যায়ে এসে কারণ আমরা দেখেছি দু'টো যোগ্যতা সমপন্ন দল ছিটকে গিয়েছে এবং যে কোনও কিছু হতে পারে এই ফরম্যাটে।"

এখনও কাজ বাকি রয়েছে জানি:

এখনও কাজ বাকি রয়েছে জানি:

গর্বিত হলেও আত্মতুষ্ট নন রোহিত। তিনি বলেছেন, "এটা প্রতিযোগীতার একটা পর্যায় ছিল, এখনও দু'টো গুরুত্বপূর্ণ পর্যায় রয়েছে। এই ধরনের প্রতিযোগীতাগুলোকে কয়েকটি অংশে ভাবে ভাগ করে নেওয়া উচিৎ। এর একটা অংশ আমরা ভাল মতো করেছি। এখনও দু'টো অংশ রয়েছে এর মধ্যে। আগামীকাল এর আরও একটা অংশ রয়েছে এবং আমাদের সেখানের নিজেদের সেরাটা দিতে হবে প্রত্যাশিত ফলাফল পাওয়ার জন্য। আমি সত্যিই মনে করি অনেক কঠিন পরিশ্রম আমাদের করতে হয় দেশের হয়ে খেলার জন্য। প্রতিটা রান পাওয়ার জন্য, উইকেট পাওয়ার জন্য অনেক পরিশ্রম করতে হয় তাই আমার মনে হয় না একটা খারাপ ম্যাচ প্রমাণ করে দেয় আপনি কতটা খারাপ খেলোয়াড়।"

কোনও কারণে ভয় পাচ্ছেন রোহিত শর্মা:

কোনও কারণে ভয় পাচ্ছেন রোহিত শর্মা:

রোহিতের কথা থেকেই পরিষ্কার কোনও কারণে ভয় পেয়েছেন রোহিত শর্মা। হয়তো ফলাফল বিরূপ হলে নিজেদের পিঠ বাঁচানোর প্রচেষ্টা, নয়তো একটা টোন সেট করে দেওয়া যেখানে হারলে সমালোচনা সহ্য করতে হলেও তা বিশাল আকার না পায়। সেই কারণেই হয়তো বার বার অতীতের পারফরম্যান্সকে নিজেদের ঢাল হিসেবে ব্যবহার করছেন রোহিত। ভারত যদি জেতে তা হলে সবই ঠিক আছে কিন্তু হারলে প্ল্যান বি কী হবে সেটার টোন-ই হয়তো এ দিন সেট করে দিলেন রোহিত।

'ভারত-পাকিস্তান ফাইনাল যাতে না হয় তার চেষ্টা করব''ভারত-পাকিস্তান ফাইনাল যাতে না হয় তার চেষ্টা করব'

English summary
One bad outing in knock out can't define you as player, Rohit Sharma said this before england match.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X