For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'আগে কোহলির স্তরে পৌঁছাও...', একটা সময়ে বিরাটের উদাহরণ টেনে বাবরকে অধিনায়কত্ব নিতে বারণ করেছিলেন এই পাক তারকা

'আগে কোহলির স্তরে পৌঁছাও...', একটা সময়ে বিরাটের উদাহরন টেনে বাবরকে অধিনায়কত্ব নিতে বারণ করেছিলেন এই পাক তারকা

Google Oneindia Bengali News

আসন্ন টি-২০ বিশ্বকাপে বাবর আজমের বিরুদ্ধে মাঠে নামবে পাকিস্তান। ২০২১ সালের পর এটি অধিনায়ক হিসেবে দ্বিতীয় বিশ্বকাপ যেখানে পাকিস্তানকে নেতৃত্ব দেবেন বাবর। ২০২১ সালে সংযুক্ত আরব আমিরশাহী (ইউএই)-তে আয়োজিত বিশ্বকাপে দেশকে সেমিফাইনাল পর্যন্ত নিয়ে গিয়েছিলেন বাবর আজম। তাঁর নেতৃত্বে সদ্য সমাপ্ত এশিয়া কাপ ২০২২-এ ফাইনাল খেলেছে পাকিস্তান।

 আগে কোহলির স্তরে পৌঁছাও..., একটা সময়ে বিরাটের উদাহরন টেনে বাবরকে অধিনায়কত্ব নিতে বারণ করেছিলেন এই পাক তারকা

এক দক্ষ অধিনায়ক হিসেবে নিজেকে ধীরে ধীরে মেলে ধরছেন বাবর আজম। তবে পাকিস্তানের মতো দেশে যেখানে ক্রিকেট এবং ক্রিকেটী তারকারা সব সময়ই আতশ কাঁচের তলায় থাকেন সেখানে এশিয়া কাপ ২০২২-এর ফাইনালে শ্রীলঙ্কার বিরুদ্ধে পাক দল হারের পর বাবরের অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন ওঠা শুরু হয়ে গিয়েছে। পরিস্থিতি এমনই যে অস্ট্রেলিয়ায় দল খারাপ পারফরম্যান্স করলে অধিনায়কত্ব যেতে পারে বাবরের। এই রকমই একজন সমালোচক পাকিস্তানের প্রাক্তন উইকেটরক্ষক কামরান আকমল। তিনি জানিয়েছেন, বাবরকে একবার তিনি বলেছিলেন এখনই অধিনায়কত্বের চাপ না নিতে। আকমল এ-ও জানিয়েছিলেন বিরাট কোহলি বা স্টিভ স্মিথের মতো স্তরে নিজেকে নিয়ে যাও তার পর অধিনায়কত্ব গ্রহণ করো।

কামরানের কথায়, "ফয়জলবাদে একটি আন্তর্জাতিক টি-২০ ম্যাচের সময় যখন টসের জন্য যাচ্ছিল বাবর, তখন আমি জানতে পারি ওকে অধিনায়ক করা হয়েছে। তখন আমি ওকে বলেছিলাম, 'আমার মনে হয় না এটা ঠিক সময় তোমার জন্য অধিনায়কত্বের দায়িত্ব নেওয়ার। নিজের সেরাটা দাও পরবর্তী ২-৩ বছরে। ব্যাটিং লাইনআপ তোমার উপর নির্ভরশীল। প্রথমে বিরাট কোহলির স্তরে পৌঁছাও, স্টিভ স্মিথের স্তরে পৌঁছাও। তত দিনে ৩৫-৪০টি শতরান হয়ে যাবে তোমার এবং অধিনায়কত্ব তখন উপভোগ করো।'" তাঁর আরও সংযোজন, "সরফরাজ যখনই ছাড়বে তখন তুমিই হবে পরবর্তী বিকল্প সেই সময় ওকে আমি বলেছিলাম। কিন্তু এটা ওর সিদ্ধান্ত। ওর যাঁরা কাছের তাঁরা নিশ্চয়ই ওর সঙ্গে কথা বলে ওকে অধিনায়কত্ব নিতে বলেছে।"

এশিয়া কাপটা একেবারেই ভাল যায়নি বাবর আজমে। ফাইনালে শ্রীলঙ্কার বিরুদ্ধে যেমন হেরেছে দল তেমনই তিনি নিজেও রান পাননি ব্যাটে। তবে, আকমল মনে করেন বাবরকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া জন্য উপযুক্ত সময় নয় এটা, সামনেই বিশ্বকাপ। তিনি মনে করেন অধিনায়কত্বের চাপ বাবরের ব্যাটিংয়ে প্রভাব ফেলছে। তবে, এক জন নতুন অধিনায়ক বড় টুর্নামেন্টের আগে দায়িত্ব নিলে সে পাকিস্তান ক্রিকেটকে পিছনের দিকেই নিয়ে যাবে।

ভারত জোড়ো যাত্রার মাত্র ৫০০ টাকা অনুদান, কেরলে সবজি বিক্রেতার দোকান ভাঙল কংগ্রেস কর্মীরা ভারত জোড়ো যাত্রার মাত্র ৫০০ টাকা অনুদান, কেরলে সবজি বিক্রেতার দোকান ভাঙল কংগ্রেস কর্মীরা

English summary
Once Kamran Akmal advised Babar Azam only to take captaincy after achieving the level of Virat Kohli
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X