For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এক বছর আগের ৭ জানুয়ারি অস্ট্রেলিয়ায় অনন্য নজির গড়েছিল টিম ইন্ডিয়া


 এক বছর আগের ৭ জানুয়ারি অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম বার টেস্ট সিরিজ জিতে ইতিহাস রচনা করেছিল বিরাট কোহলি নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া। সেই গৌরব গাথার স্মৃতি রোমন্থন করল বিসিসিআই।

  • |
Google Oneindia Bengali News

এক বছর আগের ৭ জানুয়ারি অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম বার টেস্ট সিরিজ জিতে ইতিহাস রচনা করেছিল বিরাট কোহলি নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া। সেই গৌরব গাথার স্মৃতি রোমন্থন করল বিসিসিআই। তা ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

১৯৪৭ সাল থেকে শুরু

১৯৪৭ সাল থেকে শুরু

১৯৪৭ সাল থেকে অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ খেলতে যাচ্ছে ভারতীয় ক্রিকেট দল। প্রতিবারই সিরিজ জেতা তো দূর, ড্র করতে কালঘাম ছুটেছে ভারতের। ২০০৩-২০০৪ মরশুমে সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাদেরই মাটিতে টেস্ট সিরিজ ড্র করেছিল। কিন্তু সেই মিথ ভাঙে বিরাট কোহলি ব্রিগেড।

সিরিজের প্রথম টেস্ট

সিরিজের প্রথম টেস্ট

চার ম্যাচের বর্ডার-গাভাস্কার সিরিজের প্রথম টেস্ট হয়েছিল অ্যাডিলেড ওভালে। সেই ম্যাচ ৩১ রানে জিতেছিল ভারত। শতরান করেছিলেন ভারতীয় ব্যাটসম্যান চেতেশ্বর পূজারা। দুর্দান্ত বোলিং করেছিলেন ভারতীয় পেসাররা।

 দ্বিতীয় টেস্ট

দ্বিতীয় টেস্ট

পার্থ স্টেডিয়ামে ভারতের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়িয়েছিল অস্ট্রেলিয়া। ১৪৬ রানে ম্যাচ জিতে সিরিজে সমতা ফিরিয়েছিল টিম পেইন নেতৃত্বাধীন অজি শিবির।

তৃতীয় টেস্ট

তৃতীয় টেস্ট

ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে সিরিজের তৃতীয় টেস্ট হয়েছিল মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে। চেতেশ্বর পূজারার শতরান, অধিনায়ক বিরাট কোহলি, মায়াঙ্ক আগরওয়াল ও রোহিত শর্মার দুর্দান্ত ব্যাটিং ও পেসারদের দারুণ পারফরম্যান্সের সৌজন্যে সেই ম্যাচ ১৩৭ রানে জিতেছিল টিম ইন্ডিয়া।

সিডনি টেস্ট

সিডনি টেস্ট

সিডনি টেস্ট ফের শতরান করেছিলেন চেতেশ্বর পূজারা। শতরান করেছিলেন দেশের তরুণ উইকেটরক্ষক ঋষভ পন্থ। এক বছর আদের ৭ জানুয়ারি এই টেস্ট অমীমাংসিত ভাবে শেষ হয়েছিল। ফলে চার ম্যাচের টেস্ট সিরিজ ২-১ ব্যবধানে জিতেছিল ভারত। অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার এমন সাফল্য ভারতের।

দুর্দান্ত বুমরা

দুর্দান্ত বুমরা

অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজে ২১ উইকেট নিয়েছিলেন ভারতীয় পেসার জসপ্রীত বুমরা। মহম্মদ শামি ও ইশান্ত শর্মা যথাক্রমে ১৬ ও ১১টি করে উইকেট নিয়েছিলেন।

বিসিসিআই-র স্মৃতিচারণ

টুইটারে বিরাট কোহলিদের ছবি পোস্ট করে অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট জয়ের মুহূর্তকে স্মরণ করেছে বিসিসিআই। তা ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

English summary
On this day of 2019 India beat Australia in test series on their soil
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X