For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কোহলি শতরান পেলেই ছোঁবেন বিরাট মাইলস্টোন! ইন্দোরে টস জিতে ভারতকে ব্যাট করতে পাঠাল নিউজিল্যান্ড

ইন্দোরে তৃতীয় একদিনের আন্তর্জাতিকে টস জিতে ভারতকে ব্যাট করতে পাঠাল নিউজিল্যান্ড। ভারতীয় দলে দুটি পরিবর্তন। মহম্মদ শামি ও মহম্মদ শামিকে বিশ্রাম দিয়ে দলে নেওয়া হয়েছে উমরান মালিক ও যুজবেন্দ্র চাহালকে।

Google Oneindia Bengali News

আজ ইন্দোরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ হোয়াইটওয়াশ সম্পন্ন করে বিশ্বের ১ নম্বর দল হওয়ার লক্ষ্যে নামছে ভারত। শ্রীলঙ্কার পর এবার কিউয়িদের বিরুদ্ধে ৩-০ ব্যবধানে সিরিজ জয়ের হাতছানি। হোলকার স্টেডিয়ামে কোনও ওডিআইয়ে পরাস্ত হয়নি ভারত। এদিন টস জিতে ভারতকে ব্যাট করতে পাঠিয়েছে নিউজিল্যান্ড।

বিরাট নজিরের সামনে

বিরাট নজিরের সামনে

আজ বিরাট কোহলি শতরান পেলে স্পর্শ করবেন এক বড় মাইলস্টোন। আন্তর্জাতিক ক্রিকেটে ২৫ হাজার রান পূর্ণ করতে কোহলির দরকার ১০০ রান। ৪৮৯ ম্যাচে ৫৪৫ ইনিংসে এখনও অবধি কিং কোহলি ২৪,৯০০ রান করেছেন। ৭৪টি শতরান ও ১২৯টি অর্ধশতরান রয়েছে। আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি (৬৬৪ ম্যাচে ৭৮২ ইনিংসে ৩৪,৩৫৭) রান রয়েছে সচিন তেন্ডুলকরের। কুমার সঙ্গকারা ২৮০১৬, রিকি পন্টিং ২৭৪৮৩, মাহেলা জয়বর্ধনে ২৫৯৫৭ এবং জ্যাকক কালিস ২৫৫৩৪ রান করেছেন।

পিচ রিপোর্ট

পিচ রিপোর্ট

পিচ রিপোর্ট দিতে গিয়ে ড্যানি মরিসন ও অজিত আগরকার জানিয়েছেন, মাঠের বাউন্ডারি খুব বড় নয়। দু-পাশে ৬০ মিটার, স্ট্রেট বাউন্ডারি ৬৯ মিটার ও ৫৪ মিটারের। ফলে বোলারদের কাজ কঠিনই হবে। উইকেটের মাঝামাঝি অঞ্চলে ঘাসের আস্তরণ রয়েছে। শিশির পড়লে বল পিছলে যেতে পারে। তবে ব্যাটিং উইকেটই করা হয়েছে। খেলা যত এগোবে তত পিচে ব্যাট করা সহজ হয়ে যাবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

টস জিতল নিউজিল্যান্ড, ব্যাটিং ভারতের

টস জিতে ফিল্ডিং নেওয়া প্রসঙ্গে নিউজিল্যান্ড অধিনায়ক টম লাথাম বলেন, উইকেট ভালোই। নৈশালোকে পিচে ব্যাট করা সহজ হবে বলে মনে হচ্ছে। আশা করি আমরা ভালো খেলব। যেহেতু মাঠের বাউন্ডারি বড় নয়, তাই হাই স্কোরিং ম্যাচই হবে। ভারত অধিনায়ক রোহিত শর্মা বলেন, আমি টস জিতলে ব্যাটিং নিতাম। প্রতিপক্ষের উপর চাপ তৈরি করাই লক্ষ্য। নিজেদের নানা পরিস্থিতিতে ফেলে পরীক্ষা করে দেখতে চাই। আমরা জানি এই ম্যাচ জিতলে বিশ্বের ১ নম্বর দল হওয়া যাবে। কিন্তু যাঁরা চলতি সিরিজে সুযোগ পাননি, তাঁদের এই ম্যাচে খেলাচ্ছি। এখানে আমরা আগেও বড় স্কোর করেছি।

দুই দলে ৩ পরিবর্তন

দুই দলে ৩ পরিবর্তন

ভারতীয় দলে এদিন দুটি পরিবর্তন হয়েছে। মহম্মদ শামি ও মহম্মদ সিরাজকে বিশ্রাম দেওয়া হয়েছে। দলে এসেছেন উমরান মালিক ও যুজবেন্দ্র চাহাল। নিউজিল্যান্ড দলে একটি পরিবর্তন, জ্যাকব ডাফি এলেন হেনরি শিপলির জায়গায়।

ভারত- রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, ঈশান কিষাণ (উইকেটকিপার), সূর্যকুমার যাদব, হার্দিক পাণ্ডিয়া, ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, উমরান মালিক

নিউজিল্যান্ডের সম্ভাব্য একাদশ- ফিন অ্যালেন, ডেভন কনওয়ে, হেনরি নিকোলস, ড্যারিল মিচেল, টম লাথাম (অধিনায়ক ও উইকেটকিপার), গ্লেন ফিলিপস, মাইকেল ব্রেসওয়েল, মিচেল স্যান্টনার, জ্যাকব ডাফি, ব্লেয়ার টিকনার, লকি ফার্গুসন।

English summary
New Zealand Won The Toss Elected To Bowl Against India In The 3rd ODI. Virat Kohli Needs 100 Runs To Complete 25,000 International Runs.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X