For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারতের সেরা টেস্ট একাদশে ধোনি, বিরাট! নেই সৌরভ, অবাক করা দল বাছাই

ভারতের সেরা টেস্ট একাদশে ধোনি, বিরাট! নেই সৌরভ, অবাক করা দল বাছাই

  • |
Google Oneindia Bengali News

দিন কয়েক আগেই নিজের পছন্দের অধিনায়কের নাম জানিয়েছিলেন গৌতম গম্ভীর।পছন্দের অধিনায়ক হিসেবে সৌরভ গঙ্গোপাধ্যায় নয়, অনিল কুম্বলকে বেছে নিয়েছিলেন। এবার ভারতের সর্বকালের সেরা টেস্ট একাদশ বেছে নিলেন গম্ভীর।

সেরা টেস্টে একাদশে নেই সৌরভ

সেরা টেস্টে একাদশে নেই সৌরভ

সেখানে বিদেশে মাটিতে সফল প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়কে রাখেননি গম্ভীর। এই দলে কুম্বলকেই অধিনায়ক বেছে নিয়েছেন গৌতম।

গৌতির দল বাছাইয়ে অবাক ক্রিকেটফ্যানেরা

গৌতির দল বাছাইয়ে অবাক ক্রিকেটফ্যানেরা

করোনা থাবায় বন্ধ ক্রিকেট। লকডাউন তাই সোশ্যাল মিডিয়া ক্রিকেট আড্ডা চলছে। করোনা লড়াই-ক্রিকেট এসব নিয়েই আলোচনায় শামিল প্রাক্তন ভারতীয় ওপেনার গৌতম গম্ভীর। সেই আড্ডাতেই সর্বকালের সেরা ভারতীয় টেস্ট দল বেছে নিয়েছেন গৌতি। আর এই দলে সৌরভকে না রাখায় অবাক ক্রিকেটফ্যানেরা।

বিদেশের মাটিতে ভয়ডরহীন খেলতে শিখিয়েছিলেন অধিনায়ক সৌরভ

বিদেশের মাটিতে ভয়ডরহীন খেলতে শিখিয়েছিলেন অধিনায়ক সৌরভ

অধিনায়ক হিসেবে বিদেশের মাটিতে টেস্ট জেতা থেকে শুরু করে অস্ট্রেলিয়া- দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চোখে চোখ রেখে ভয়ডরহীন টেস্ট ক্রিকেট সৌরভের আমলেই শুরু হয়েছিল। সেই সৌরভকেই ভারতের সেরা টেস্ট একাদশে রাখলেন না গম্ভীর।

নেই বর্তমান দলের কোনও বেলার

নেই বর্তমান দলের কোনও বেলার

ভারতের বর্তমান টেস্ট দলকে ভারতের অন্যতম সফল টেস্ট দল মানা হয়। বোলাররাই এই টেস্ট দলের সম্পদ। শামি-বুমরাহ-ইশান্তদের বোলিংয়ে ভর করেই ২০১৯ সালে অস্ট্রেলিয়ার মাটিতে ২-১ ব্যবধানের প্রথমবারের জন্য টেস্ট সিরিজ জিতেছে ভারত। সেই দলের কোনও পেসার গম্ভীরের দলে জায়গা পায়নি।

গম্ভীরের সেরা একাদশ

গম্ভীরের সেরা একাদশ

সুনীল গাভাসকর, বীরেন্দ্র সেহওয়াগ, রাহুল দ্রাবিড়,সচিন তেন্ডুলকর, বিরাট কোহলি, কপিল দেব, এমএস ধোনি, হরভজন সিং, অনিল কুম্বলে (অধিনায়ক), জাহির খান ও জভগল শ্রীনাথ।

English summary
No place for Sourav Ganguly in Gautam Gambhir all-time India Test XI
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X