For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বৃথাই গেল রেকর্ড গড়া অর্ধশরান! ওয়েলিংটনে ভারতের বিরুদ্ধে টি২০ সিরিজে এগিয়ে গেল কিউইরা

স্মৃতি মান্ধানার দ্রুততম অর্ধশতরানের পরও ভারত মহিলা দলের বিরুদ্ধে টি২০ সিরিজে নিউজিল্যান্ড মহিলা দল ১-০ ফলে এগিয়ে গেল।

  • |
Google Oneindia Bengali News

বুধবার (৬ ফেব্রুয়ারি) ওয়েলিংটনে নিউজিল্যান্ড মহিলা দলের বিরুদ্ধে ৩ ম্যাচের সিরিজের প্রথম টি২০আই ম্যাচে জেতার মতো জায়গায় থেকেও পিছলে গেল ভারত মহিলা দল। স্মৃতি মান্ধানা ২৪ বলে অর্ধশতরানের ইনিংসে কিউইদের ১৫৯ রানের লক্ষ্যমাত্রা তাড়া করে ভারত ১২ ওভারে ১ উইকেটে ১০২ তুলেছিল। কিন্তু এরপর তাসের ঘরের মতো ভেঙে পড়ে ১৩৬ রানেই অলআউট হয়ে যায়। ফলে প্রথম ম্যাচে নিউজিল্যান্ড ২৩ রানে জয় পেল।

বৃথাই গেল রেকর্ড গড়া অর্ধশরান

এদিন ভারতীয় মহিলা দলের হয়ে আন্তর্জাতিক অভিষেক হয় প্রিয়া পুনিয়ার। কিন্তু তার অভিষেকটা মধুর হয়নি। প্রথম ওভারেই তিনি মাত্র ৪ রান করে প্যাভিলিয়নে ফেরে। কিন্তু এরপর ভারতীয় ইনিংসকে দুর্দান্তভাবে এগিয়ে নিয়ে যান স্মৃতি ও জেমাইমা রড্রিগেজ। স্মৃতি একেবারে কচুকাটা করছিলেন কিউই বোলারদের। ২৪ বলে অর্ধশতরান করে তিনি এদিন ভারতীয় মহিলা হিসেবে দ্রুততম ৫০ রান করার রেকর্ড করেন।

<blockquote class="twitter-tweet blockquote" data-lang="en"><p lang="en" dir="ltr">It is time for the first T20I and Priya Punia makes her India debut. <a href="https://twitter.com/ImHarmanpreet?ref_src=twsrc%5Etfw">@ImHarmanpreet</a> wins the toss and opts to bowl first <a href="https://twitter.com/hashtag/NZvIND?src=hash&ref_src=twsrc%5Etfw">#NZvIND</a> <a href="https://t.co/c4368AvRPu">pic.twitter.com/c4368AvRPu</a></p>— BCCI Women (@BCCIWomen) <a href="https://twitter.com/BCCIWomen/status/1092980071285968896?ref_src=twsrc%5Etfw">February 6, 2019</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

এই সময় ভারত সহজেই জয় পাবে বলে মনে করা হচ্ছিল। স্মৃতির তুলে মারা আটকাতে একজন ডিপ কভার রেখেছিল কিউইরা। আর সেই ফাঁদেই ধরা পড়ে শেষ পর্যন্ত তিনি ৩৪ বলে ৫৮ রান করে যান। আর এরপরই শুরু হয় ভাঙন।

পরের ওভারেই ফেরেন রড্রিগেজ (৩৩ বলে ৩৯)-ও। ফলে অধিনায়িকা হরনপ্রিতের উপর দলকে শে, লাইন পার করানোর গুরু দায়িত্ব এসে পড়ে। বহু ম্যাচ এই অবস্থা থেকে তিনি বের করলেও, এদিন পারেননি। ১৭ রানে স্টাম্প হয়ে তিনি ফিরতেই ভারতের আশা ফুরিয়ে যায়।

এদিন প্রথম একাদশে ছিলেন না অভিজ্ঞ মিতালী। ভারতের শেষ ৮ ব্যাটসওম্যানের ৭ জনই দুই অঙ্কের রান করতে পারেননি। একেবারে শেষ ওভারে ভারত ১৩৬ রানে অলআউট হয়ে যায়। কিউইদের পক্ষে সফলতম বোলার লি তাহুহু। তিনি ২০ রানে ৩ উইকেট নেন।

তার আগে প্রথমে ব্যাট করে সুজি বেটস (৭) ও কেইটলিন গারে (১৫)-এর উইকেট দ্রুত হারিয়েছিল নিউজিল্যআন্ড। কিন্তু ওপেনার সোফিয়া ডিভাইন ৪৮ বলে ৬২ রান করে নিউজিল্যান্ড ইনিংসের ভিত গড়ে দিয়েছিলেন। যার ফলে পরের দিকে ব্ল্যাক-ক্যাপস অধিনায়িকা অ্যামি স্যাটারওয়েট (২৭ বলে ৩৩) ও কেটি মার্টিন (১৪ বলে ২৭)-রা হাত খুলে মারতে পেরেছেন।

English summary
New Zealand Women has taken 1-0 lead in the t20 series against India Women despite Smriti Mandhana's fastest fifty.&#13;
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X