For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ক্রাইস্টচার্চে ভারতকে বাঁচিয়ে দিল বৃষ্টি, নিউজিল্যান্ডের কাছে ODI সিরিজ হেরে কী বললেন শিখর?

  • |
Google Oneindia Bengali News

নিউজিল্যান্ড সফরে গিয়ে হার্দিক পাণ্ডিয়ার নেতৃত্বে ভারত টি ২০ সিরিজ জিতলেও, একদিনের সিরিজে পরাস্ত হলো শিখর ধাওয়ানের নেতৃত্বাধীন মেন ইন ব্লু। ক্রাইস্টচার্চে তৃতীয় একদিনের আন্তর্জাতিকেও বৃষ্টির জেরে ফয়সালা হলো না। কিন্তু ম্যাচে ভারতের জেতার সম্ভাবনাও ছিল না। আর ২ ওভার খেলা হলে ২-০ ব্যবধানেই সিরিজ জিতত বিশ্বের ১ নম্বর ওডিআই দল নিউজিল্যান্ড।

নিউজিল্যান্ডের কাছে ODI সিরিজ হেরে কী বললেন শিখর?

আজ টস জিতে নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন ভারতকে ব্যাট করতে পাঠান। ৪৭.৩ ওভারে ২১৯ রানেই গুটিয়ে যায় ভারত। ওয়াশিংটন সুন্দর ৫১ ও শ্রেয়স আইয়ার ৪৯ রান করেন। তিনটি করে উইকেট দখল করেন অ্যাডাম মিলনে ও ড্যারিল মিচেল। টিম সাউদি দুটি এবং লকি ফার্গুসন ও মিচেল স্যান্টনার একটি করে উইকেট দখল করেন। জবাবে খেলতে নেমে ১৮ ওভারে ১ উইকেট হারিয়ে ১০৪ রান তোলে নিউজিল্যান্ড। এরপরই বৃষ্টি নামে। ওই সময়ও ডাকওয়ার্থ-লুইস সিস্টেমে নিউজিল্যান্ড ৫০ রানে এগিয়ে ছিল। কিন্তু ২০ ওভার খেলা হলে তবে কোনও দলকে জয়ী ঘোষণা করা যেত। দীর্ঘক্ষণ অপেক্ষার পরও বৃষ্টি না থামায় খেলা পরিত্যক্ত হয়ে যায়। ফলে ১-০ ব্যবধানে সিরিজ জিতে নেয় নিউজিল্যান্ড।

ফিন অ্যালেন ৫৪ বলে ৫৭ রান করে উমরান মালিকের শিকার হন। ডেভন কনওয়ে ৩৮ ও কেন উইলিয়ামসন শূন্য রানে ক্রিজে ছিলেন। দীপক চাহার ৫ ওভারে ৩০ রান দিয়ে কোনও উইকেট পাননি। অর্শদীপ সিং একটি মেডেন-সহ ৫ ওভারে ২১ রান খরচ করে কোনও উইকেট পাননি। উমরান মালিক ৫ ওভারে ৩১ রান দিয়ে ১টি উইকেট নেন। ওয়াশিংটন সুন্দর ৩ ওভারে ১৬ রান দিয়ে কোনও উইকেট পাননি।

পরপর দুটি ম্যাচ বৃষ্টিতে ধুয়ে যাওয়ার ফলে প্রথম ম্যাচ জিতে থাকার সুবাদে সিরিজ পকেটে পুরে ফেলল নিউজিল্যান্ড। সিরিজ সেরার পুরস্কারটি পেয়েছেন টম লাথাম। ভারত অধিনায়ক শিখর ধাওয়ান বলেন, তরুণ ক্রিকেটারদের নিয়ে এই সিরিজের দল গড়া হয়েছিল। নিশ্চিতভাবেই গুড লেংথ এরিয়ায় বল করার বিষয়টি সম্পর্কে আমাদের বোলাররা শিখলেন। বাংলাদেশ সিরিজে সিনিয়ররা ফিরছেন। বিশ্বকাপের প্রস্তুতি সেই সিরিজ থেকেই যে সঠিকভাবে শুরু হবে, সেটাই উপলব্ধি গব্বরের। জুনিয়রদের প্রসঙ্গে শিখর বলেন, এই সিরিজের থেকে শিক্ষা নিয়ে বোলাররা সঠিক জায়গায় বল ফেলা ও কোন লেংথে বল করলে লাভবান হওয়া যাবে, সেই বিষয় সম্পর্কে জুনিয়ররা আরও সজাগ থাকবেন।

English summary
New Zealand Win The ODI Series Against India After 3rd Match Ended With No Result. India's Stand-In Captain Shikhar Dhawan Says Bangladesh Series Will Be A More Practical Journey Towards The World Cup.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X