For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড দ্বৈরথে ডুনেডিন জমজমাট, রুদ্ধশ্বাস লড়াইয়ে জিতল কে

  • |
Google Oneindia Bengali News

নিউজিল্যান্ড সফরে গিয়ে টানা দ্বিতীয় ম্যাচে পরাজয় অস্ট্রেলিয়ার। আজ ডুনেডিনে দ্বিতীয় টি ২০-র রুদ্ধশ্বাস লড়াই জিতে পাঁচ ম্যাচের সিরিজে ২-০-তে এগিয়ে গেল কেন উইলিয়ামসনের দল।

অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড দ্বৈরথে ডুনেডিন জমজমাট

টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাট করতে পাঠায় অস্ট্রেলিয়া। চতুর্থ ওভারে প্রথম উইকেট হারানোর পর দলকে টেনে নিয়ে যায় মার্টিন গাপটিল ও অধিনায়ক কেন উইলিয়ামসনের জুটি। ১৩১ রান যোগ করেন তাঁরা। ১৫তম ওভারে আউট হন গাপটিল, তিন রানের জন্য শতরান হাতছাড়া করে। ৬টি চার ও ৮টি ছয়ের সাহায্যে ৫০ বলে ৯৭ রান করে ফেরেন নিউজিল্যান্ডের এই ওপেনার। এরপর উইলিয়ামসন ৫৩ রান করে হন। নিউজিল্যান্ডের রান দুশো পার করে দেয় জেমস নিশামের বিস্ফোরক ব্যাটিং। ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২১৯ তোলে নিউজিল্যান্ড। ১টা চার ও ৬টি ছয়ের সাহায্যে ১৬ বলে ৪৫ করে অপরাজিত থাকেন নিশাম। অস্ট্রেলিয়ার সফলতম বোলার কেন রিচার্ডসন নেন তিনটি উইকেট। ড্যানিয়েল স্যামস, ঝাই রিচার্ডসন ও অ্যাডাম জাম্পা একটি করে উইকেট নেন।

জবাবে খেলতে নেমে ১৩ ওভারের মধ্যে ১১৩ রানে ৬ উইকেট হারায় অস্ট্রেলিয়া। সেখান থেকেও অজিদের জয়ের প্রায় কাছাকাছি পৌঁছে দিয়েছিল মার্কাস স্টয়নিস ও ড্যানিয়েল স্যামসের ঝোড়ো ব্যাটিং। শেষ অবধি অবশ্য ৮ উইকেটে ২১৫ রান তুলেই থামতে হয় অস্ট্রেলিয়াকে। ৭টি চার ও ৫টি ছয়ের সাহায্যে ৩৭ বলে ৭৮ রান করেন স্টয়নিস। ২টি চার ও ৪টি ছয়ের সাহায্যে ১৫ বলে ৪১ করেন স্যামস। শেষ ওভারে জিততে হলে অজিদের করতে হতো ১৫ রান। ব্যাট হাতে ঝড় তোলার পর বল হাতেও কামাল দেখান নিশাম। শুধু শেষ ওভারেই বল করতে গিয়ে দুটি মূল্যবান উইকেট তুলে নিয়ে নিউজিল্যান্ডের জয় নিশ্চিত করেন তিনি। শেষ ওভারের প্রথম বলে স্যামস ও পঞ্চম বলে স্টয়নিসকে তুলে নিয়ে স্নায়ুযুদ্ধ জিতে ৫ রান দূরেই অজিদের থামিয়ে দেন নিশাম। ম্যাচের সেরা গাপটিল।

এদিনের ম্যাচে টি ২০ আন্তর্জাতিকে এক নয়া নজির গড়েছেন নিউজিল্যান্ডের ওপেনার মার্টিন গাপটিল। তিনি আজ ৮টি ছক্কা মেরেছেন। টি ২০ আন্তর্জাতিকে সবচেয়ে বেশি ছক্কা মারার নিরিখে তিনি ভেঙে দিলেন রোহিত শর্মার রেকর্ড। রোহিত টি ২০ আন্তর্জাতিকে ১২৭টি ছক্কা মেরেছেন। গাপটিল তা টপকে চলে এলেন ১৩২-এ।

English summary
Second T20I Between Australia and New Zealand. New Zealand Win A Thriller And Leading The Series.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X