For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ইংল্যান্ডে প্রস্তুতি ম্যাচে নেমে পড়ল ভারত, নিউজিল্যান্ডকে এগিয়ে রেখেই তৈরি রণকৌশল

Google Oneindia Bengali News

ইংল্যান্ডে নিভৃতবাস কাটিয়ে আজ থেকেই দুই দলে ভাগ হয়ে সাউদাম্পটনে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের প্রস্তুতি ম্যাচে নেমে পড়লেন ভারতীয় ক্রিকেটাররা। ইংল্যান্ডের বিরুদ্ধে দুটি টেস্ট খেলায় ফাইনালে কিউয়িরা কিছুটা সুবিধা পাবে বলেই ধারণা রবিচন্দ্রন অশ্বিনের। যদিও জয়ের জন্য রণকৌশল তৈরি করে দিয়েছেন ভারতীয় বোলাররা।

চ্যালেঞ্জ নিতে তৈরি

চ্যালেঞ্জ নিতে তৈরি

রবিচন্দ্রন অশ্বিন বিসিসিআই টিভিকে দেওয়া সাক্ষাতকারে বলেছেন, ইংল্যান্ডের বিরুদ্ধে দুটি টেস্টে খেলায় আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে নিউজিল্যান্ড কিছুটা সুবিধা পাবে। তবে টেস্ট ক্রিকেটেই একজন ক্রিকেটারের দক্ষতা, মনের জোরের আসল পরীক্ষা হয়। তাই আমরা সকলেই প্রস্তুত। ইংল্যান্ডে পিচের পাশাপাশি আবহাওয়ার উপরও খেলার গতিপ্রকৃতি নির্ভর করে। আমাদের সব দিকেই নজর রেখে এগোতে হবে। অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ জয় থেকে ভারতীয় দল যে আত্মবিশ্বাস সঞ্চয় করেছে তাও এই ফাইনালে দলের প্রস্তুতিতে ইতিবাচক প্রভাব ফেলবে বলেই মনে করেন অশ্বিন।

দুই বছরের পরিশ্রম

দুই বছরের পরিশ্রম

ভারতীয় পেসার মহম্মদ শামিও অশ্বিনের মতোই বলেন, যেভাবে জুনিয়ররা অস্ট্রেলিয়ায় সিরিজ জিতেছে নিঃসন্দেহে তা দলের আত্মবিশ্বাস বাড়িয়েছে। আমরা আজ এই জায়গায় এসেছি গত দুই বছরের কঠোর পরিশ্রমের ফলেই। সে কারণেই ফাইনালে প্রত্যেককে নিজেদের সেরাটা দিতে হবে। কোনওভাবেই দুই বছরের শ্রমকে বৃথা হতে দেওয়া যায় না। নিজেদের দক্ষতার ২০০ শতাংশ উজাড় করে দিতে হবে। অন্তত প্রত্যেককে নিজেদের ১১০ শতাংশ দিতেই হবে। ইংল্যান্ডে খেলার অভিজ্ঞতা আমাদের রয়েছে। সেই অভিজ্ঞতাও কাজে লাগাতে হবে।

সঠিক লাইনে বোলিং

সঠিক লাইনে বোলিং

দলের অভিজ্ঞ পেসার ইশান্ত শর্মা বলেছেন, অস্ট্রেলিয়ায় আমিও দলে ছিলাম না। কিন্তু জুনিয়ররা যেভাবে খেলে সিরিজ জিতিয়েছেন তা খুব বড় ব্যাপার, প্রশংসনীয়। এটা আমাদের কাছে বিশ্বকাপ ফাইনালের মতো। এই ফাইনাল খেলার জন্য ইংল্যান্ডের কাছে প্রথম টেস্ট হারার পরও আমরা কামব্যাক করে ৩-১-এ জিতেছি। যেটা জরুরি ছিল। আমাদের দেশে বোলিং করার সময় পুরানো বলে রিভার্স স্যুইং হয়। কিন্তু এখানে ঠাণ্ডা আবহাওয়ায় বল মুভ করে, স্যুইং হয়। তাই সঠিক লাইনে বোলিং করাটা খুব গুরুত্বপূর্ণ।

প্রস্তুতি ম্যাচ

প্রস্তুতি ম্যাচ

আজ থেকে সাউদাম্পটনে প্রস্তুতি ম্যাচ খেলছেন ভারতীয় ক্রিকেটাররা। ক্লোজড ডোর ম্য়াচ চলছে। আক্রমণাত্মক ফিল্ডিং সাজিয়ে মহম্মদ সিরাজ, মহম্মদ শামিদের বোলিংয়ের ছবি বিসিসিআইয়ের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে। মনে করা হচ্ছে, একটি দলকে নেতৃত্ব দিচ্ছেন বিরাট কোহলি, একটি দলকে অজিঙ্ক রাহানে। লোকেশ রাহুলের দিকে থাকবে সকলের নজর। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় দলের হয়ে ওপেন করতে কাকে দেখা যাবে তা চূড়ান্ত হতে পারে এই প্রস্তুতি ম্যাচে ফলাফলের ভিত্তিতেই।

ছবি- বিসিসিআই টুইটার

English summary
Indian Spinner Ravichandran Ashwin Feels New Zealand Will Have An Advantage In WTC Final. But Confident Indian Bowling Attack Ready With Specific Gameplan.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X