For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা আবহে টেস্ট ক্রিকেটের একমাত্র নিরপেক্ষ ভেন্যু হতে চলেছে এই দেশ!

করোনা আবহে টেস্ট ক্রিকেটের একমাত্র নিরপেক্ষ ভেন্যু হতে চলেছে এই দেশ!

  • |
Google Oneindia Bengali News

করোনা ভাইরাসের জেরে আপাতত স্তব্ধ রয়েছে ক্রিকেট। প্রশাসনের নির্দেশ মেনে ঘরবন্দিই রয়েছেন ক্রিকেটাররা। তারই মধ্যে নিজেদের করোনামুক্ত ঘোষণা করা এই দেশ, তাদের নিরপেক্ষ টেস্ট ভেন্যু হিসেবে ঘোষণা করার জন্য বকলমে আবেদন জানিয়েছে বলে সূত্রের খবর। এ ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।

করোনা ভাইরাস

করোনা ভাইরাস

বিশ্বব্যাপী সাড়ে ৭৩ লক্ষেরও বেশি মানুষ করোনা ভাইরাসের আক্রান্ত হয়েছেন। প্রাণ হারিয়েছেন চার লক্ষেরও বেশি মানুষ। ভারতে দুই লক্ষ পঁচাত্তর হাজারেরও বেশি মানুষ মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে সাড়ে সাত হাজারেরও বেশি মানুষের। করোনা আক্রান্তের বিশ্ব তালিকার ষষ্ঠ স্থানে অবস্থান করছে ভারত।

করোনামুক্ত নিউজিল্যান্ড

করোনামুক্ত নিউজিল্যান্ড

বিশ্বের প্রথম দেশ হিসেবে নিউজিল্যান্ড নিজেদের করোনা ভাইরাস-মুক্ত বলে ঘোষণা করেছে। কেন উইলিয়ামসনের দেশে গত ১৭ দিনে এক জনও কোভিড-১৯ পজেটিভ ধরা পড়েনি বলে জানানো হয়েছে। সে দেশে ধীরে ধীরে স্বাভাবিক করা হচ্ছে জনজীবন। খুলছে দোকানপাট, বাজার। চলছে যানবাহন।

বন্ধ ক্রিকেট

বন্ধ ক্রিকেট

করোনা ভাইরাসের জেরে গত মার্চ থেকে বন্ধ রাখা হয়েছে ক্রিকেট। ৮ জুলাই থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হবে বাইশ গজের খেল। ইংল্যান্ডের বিরুদ্ধে খেলতে নামছে ওয়েস্ট ইন্ডিজ। পরিবেশ ও পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে প্রায় এক মাস আগেই ইংল্যান্ডে পৌঁছে গিয়েছেন জেসন হোল্ডাররা। আপাতত কোয়ারেন্টাইনে রাখা হয়েছে ক্যারিবিয়ান ক্রিকেটাররা।

নিরপেক্ষ টেস্ট ভেন্যু

নিরপেক্ষ টেস্ট ভেন্যু

নিউজিল্যান্ড নিজেদের করোনা ভাইরাস-মুক্ত দেশ হিসেবে ঘোষণা করার পর নড়চড়ে বসেছে প্লেয়ার্স অ্যাসোসিয়েশন। কেন উইলিয়ামসনের দেশকে নিরপেক্ষ টেস্ট ভেন্যু হিসেবে ঘোষণা করা যায় কিনা, তা নিয়ে চিন্তা-ভাবনা শুরু হয়েছে বলে সূত্রের খবর। নিউজিল্যান্ড কীভাবে বিষয়টি নেয়, সেটাই দেখার।

যুবির অবসরের ১ বছর, স্মৃতির স্মরণীতে ফিরলেন আবেগতাড়িত সচিনযুবির অবসরের ১ বছর, স্মৃতির স্মরণীতে ফিরলেন আবেগতাড়িত সচিন

English summary
New Zealand will be the neutral test venue once coronavirus is fade away
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X