For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড: জোফরাকে বৈষম্যমূলক মন্তব্যের অভিযোগ

নিউজিল্যান্ডের মাটিতে চলছে ইংল্যান্ড-নিউজিল্যান্ড টেস্ট সিরিজ। সে সিরিজে ইতিমধ্যেই ০-১ ব্যবধানে পিছিয়ে পড়েছে ইংল্যান্ড।

  • |
Google Oneindia Bengali News

নিউজিল্যান্ডের মাটিতে চলছে ইংল্যান্ড-নিউজিল্যান্ড টেস্ট সিরিজ। সে সিরিজে ইতিমধ্যেই ০-১ ব্যবধানে পিছিয়ে পড়েছে ইংল্যান্ড। কিউয়িদের হয়ে দ্বিতীয় ইনিংসে ওয়েগনার ৫ উইকেট তুলে নিয়ে ইংল্যান্ড দলকে ধরাশায়ী করেন। যার সুবাদে ২ ম্যাচের টেস্টে ১-০ এগিয়ে গিয়েছে কিউয়িরা। অন্যদিকে ম্যাচ হারের পর, কিউয়ি গ্যালারি থেকে বর্ণ বৈষম্যমূলক মন্তব্য উড়ে আসার অভিযোগ করলেন ইংল্যান্ড পেসার জোফরা আর্চার। সোমবার আর্চার এই অভিযোগ করেন।

ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড: জোফরাকে বৈষম্যমূলক মন্তব্যের অভিযোগ

দলের হয়ে এদিন টেলেন্ডার হিসেবে ব্যাট করতে এসে নবম উইকেটে শ্যাম কারনের সঙ্গে জুটিতে ৫৯ রান তোলেন। ব্যাটে পার্টনারশিপ গড়ার সময়ই গ্যালারি থেকে তাঁকে উদ্দেশ করে বর্ণবৈষম্যমূলক মন্তব্য করা হয়েছে বলে অভিযোগ।

ফ্যানেদের কিছু অংশ আপত্তিকর মন্তব্য করায় ব্যাটিং করার সময় তাঁর মনোসংযোগ নষ্ট হয়েছে বলেও জোফরা অভিযোগ করেছেন। আর্চারের গায়ের রঙ নিয়ে মন্তব্য করা হয়েছে বলে তিনি জানিয়েছেন।

অভিযুক্ত ফ্যানেদের হদিশ না পাওয়া গেলেও নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। সোমবারই সেদেশের ক্রিকেট বোর্ড জানিয়ে দেয়,তারা বর্ণবিদ্বেষমূলক মন্তব্যের ঘোর বিরোধী। এই নিয়ে কোনও ধরনের আপোস করা হবে না। নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ী জোফরার কাছে ক্ষমা চাওয়া হবে বলেও জানানো হয়েছে।

English summary
New Zealand vs England: England pacer Jofra Archer alleged spectator made racist remarks
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X