For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

T20 World Cup: প্রথম সেমিফাইনালে উইলিয়ামস-মিচেলের চওড়া ব্যাটে পাকিস্তানের বিরুদ্ধে বড় রান তুলল নিউজিল্যান্ড

T20 World Cup: প্রথম সেমিফাইনালে উইলিয়ামস-মিচেলের চওড়া ব্যাটে পাকিস্তানের বিরুদ্ধে বড় রান তুলল নিউজিল্যান্ড

Google Oneindia Bengali News

টি ২০ বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করে ১৫২/৪ রান তুলল নিউজিল্যান্ড। সিডনিতে এ দিন প্রথমে টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেন কিউয়ি অধিনায়ক কেন উইলিয়ামসন। কিন্তু শুরুটা যেমন প্রত্যাশা করা হয়েছিল তেমনটা দিতে ব্যর্থ হন দুই ওপেনার ফিন অ্যালান এবং ডেভন কনওয়ে।

T20 World Cup: প্রথম সেমিফাইনালে উইলিয়ামস-মিচেলের চওড়া ব্যাটে পাকিস্তানের বিরুদ্ধে বড় রান তুলল নিউজিল্যান্ড

৪ রান করে নিউজিল্যান্ডের ইনিংসের প্রথম ওভারেই শাহিন শাহ আফ্রিদির বলে আউট হন ফিন অ্যালান। তবে, ডেভন কনওয়ে আউট হয়েছেন দুর্ভাগ্যের কারণে। ২১ রানে রান আউট হন তিনি। যতক্ষণ খেলেছেন ততক্ষণ তাঁর খেলার মধ্যে আত্মবিশ্বাসের ছাপ ছিল। ২১ রানের ইনিংসে তিনি মেরেছেন তিনটি বাউন্ডারি। নিউজিল্যান্ডের মিডল অর্ডারের অন্যতম ভরসা গ্লেন ফিলিপস ৬ রান করে আউট হন। এই অবস্থায় নিউজিল্যান্ডের ইনিংসের হাল ধরেন দলের অধিনায়ক কেন উইলিয়ামস। ড্যারেল মিচেলকে সঙ্গে নিয়ে ৬৮ রানের পার্টনারশিপ গড়েন তিনি। একটি ছয় এবং একটি চারের সৌজন্যে ৪২ বলে ৪৬ রান করে বেশ মজবুদ ব্যাটিং দেখালেও তিনি আউট হয়ে যান শাহিন শাহ আফ্রিদির বলে। ৪৬ রানে বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফেরে কিউয়ি অধিনায়ক।

তবে অধিনায়ককে হারালেও নিউজিল্যান্ডের ইনিংসকে সঠিক দিশায় নিয়ে যেতে কোনও ভুল করেননি ড্যারেল মিচেল। পাকিস্তানের বিরুদ্ধে অর্ধশতরান করেন এই ব্যাটিং অলরাউন্ডার। ৩৫ বলে ৫৩ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। ৩টি চার এবং ১টি ছয় দিয়ে সাজানো ছিল তাঁর ইনিংস। মিচেল ছাড়াও ভাল খেলেছেন কেন উইলিয়ামসন আউট হওয়ার পর ব্যাটিং করতে আসা জিমি নিশম। ১৬ রানে অপরাজিত থাকেন তিনি।

পাকিস্তান যে টি ২০ বিশ্বকাপ ২০২২-এর সেমিফাইনাল পর্যন্ত পৌঁছিয়েছে তার জন্য প্রধান কৃতিত্বের দাবি রাখে দলটির পেস লাইনআপ। এ দিনও ম্যাচটি ছিল পাকিস্তানের বোলিং লাইনের সঙ্গে নিউজিল্যান্ডের ব্যাটসম্যানদের। শাহিন শাহ আফ্রিদি পাকিস্তানের হয়ে ২ উইকেট নেন। ৪ ওভারে ২৪ রান খরচ করে দু'টি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন শাহিন। পাকিস্তানের হয়ে একটি উইকেট পেয়েছেন মহম্মদ নওয়াজ।

English summary
New Zealand scored 152/4 batted first in the first Semifinal of T20 World Cup 2022.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X