For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনার ধাক্কায় স্থগিত নিউজিল্যান্ডের অস্ট্রেলিয়া সফর! কোথায় দেখা দিল সমস্যা?

  • |
Google Oneindia Bengali News

নিউজিল্যান্ডের অস্ট্রেলিয়া সফর নিয়ে জট কাটতে চাইছে না। করোনা পরিস্থিতিতে ফের স্থগিত হয়ে গেল ডাউন আন্ডারে কিউয়িদের সাদা বলের সিরিজ। এই নিয়ে তৃতীয়বার। জানুয়ারির ২৪ তারিখ থেকে সিরিজ শুরুর কথা ছিল। বিকল্প ভাবনাও তৈরি ছিল। কিন্তু শেষ অবধি তা স্থগিতই হয়ে গেল।

করোনার ধাক্কায় স্থগিত নিউজিল্যান্ডের অস্ট্রেলিয়া সফর! কোথায় দেখা দিল সমস্যা?

২০২০ সালের প্রথমদিকে যখন করোনা সংক্রমণ ছড়াচ্ছে তখনই অস্ট্রেলিয়ায় তিনটি একদিনের আন্তর্জাতিক ও একটি টি ২০ ম্যাচ স্থগিত করে দেওয়া হয়। গত বছর তা আয়োজন করার কথা থাকলেও করোনা পরিস্থিতিতে সম্ভব হয়নি। এরপর ২৪ জানুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারির মধ্যে অস্ট্রেলিয়ায় গিয়ে এই চারটি ম্যাচ খেলার কথা ছিল নিউজিল্যান্ডের।

করোনার ধাক্কায় স্থগিত নিউজিল্যান্ডের অস্ট্রেলিয়া সফর! কোথায় দেখা দিল সমস্যা?

তিনটি একদিনের ম্যাচ হওয়ার কথা ছিল পারথ, হোবার্ট ও সিডনিতে। টি ২০ ম্যাচটি ক্যানবেরায়। কিন্তু করোনা পরিস্থিতিতে ম্যানেজড আইসোলেশন ও নিভৃতবাস সংক্রান্ত বিধিনিষেধের জাঁতাকলেই ফের এই সিরিজ পিছিয়ে দেওয়া হলো অনির্দিষ্টকালের জন্য। ওমিক্রন সংক্রমণকে নিয়ন্ত্রণ রাখতে নিউজিল্যান্ডে যাঁরা যাবেন প্রত্যেককে ১০ দিন বাধ্যতামূলকভাবে আইসোলেশনে থাকার নির্দেশিকা জারি করেছে সরকার। নিউজিল্যান্ডের অস্ট্রেলিয়া সফর স্থগিত হলেও দক্ষিণ আফ্রিকা, ভারতীয় মহিলা দল, নেদারল্যান্ডসের নিউজিল্যান্ড সফর ও মহিলা বিশ্বকাপ নির্ধারিত সূচি মেনেই হবে বলে জানা যাচ্ছে। তবে মার্চের ১৭ তারিখ অস্ট্রেলিয়ার যে নিউজিল্যান্ডে যাওয়ার কথা তিন ম্যাচের টি ২০ সিরিজ খেলতে তা নিয়ে অনিশ্চয়তা বহাল রয়েছে।

করোনার ধাক্কায় স্থগিত নিউজিল্যান্ডের অস্ট্রেলিয়া সফর! কোথায় দেখা দিল সমস্যা?

এই পরিস্থিতিতে নিউজিল্যান্ডের ক্রিকেট বোর্ড ভেবেছিল, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দেশের মাটিতে যাঁরা টেস্ট সিরিজ খেলবেন তাঁদের বাইরে রেখে অন্য ক্রিকেটারদের নিয়ে দল গড়ে তা অস্ট্রেলিয়ায় পাঠানো যেতে পারে। দেশে ফিরে যাতে কিউয়ি ক্রিকেটারদের নিভৃতবাস সংক্রান্ত নিয়মে খুব সমস্যা না হয় সেজন্য সিরিজের দিনক্ষণ পরিবর্তনের চেষ্টাও হয়েছিল। তবে জানা যাচ্ছে, ক্রিকেটারদের বাড়িতে হোম আইসোলেশনে থাকার প্রস্তাব নাকচ করেছে নিউজিল্যান্ড সরকার। সে কারণেই অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে গেল হাইভোল্টেজ সিরিজ। টি ২০ বিশ্বকাপের ফাইনালে পরাজয়ের প্রতিশোধ নেওয়ার সুযোগও ছিল নিউজিল্যান্ডের কাছে।

English summary
New Zealand's Tour To Australia Has Been Postponed Due To Managed Isolation And Quarantine Rules. That Trip Included 3 ODIs And One-Off T20I.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X