For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

একদিনের আন্তর্জাতিকে কোন বিশ্বরেকর্ড গড়ল নিউজিল্যান্ড? আয়ারল্যান্ডের বিরুদ্ধে মানরক্ষা ব্রেসওয়েলের ব্যাটে

Google Oneindia Bengali News

একদিনের আন্তর্জাতিকে বড় অঘটন এড়াল নিউজিল্যান্ড। তাও আবার রেকর্ড গড়ে। মাইকেল ব্রেসওয়েলের ঝোড়ো শতরানে আয়ারল্যান্ডের বিরুদ্ধে নিশ্চিত হলো কিউয়িদের জয়। এক বল বাকি থাকতে এক উইকেটে। একদিনের আন্তর্জাতিকে এই প্রথম শেষ ওভারে কোনও দল ২০ রান তুলে ম্যাচ জিতল। শেষ ওভারে দুটি ছক্কা ও তিনটি চার মেরে দলের জয় নিশ্চিত করেন ব্রেসওয়েল।

একদিনের আন্তর্জাতিকে কোন বিশ্বরেকর্ড গড়ল নিউজিল্যান্ড?

ডাবলিনের মালাহাইডে প্রথম একদিনের আন্তর্জাতিকে টস জিতে আয়ারল্যান্ডকে ব্যাট করতে পাঠিয়েছিলেন নিউজিল্যান্ড অধিনায়ক টম লাথাম। অ্যান্ডি বালবির্নির নেতৃত্বাধীন আয়ারল্যান্ড ৫০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ৩০০ রান তোলে। হ্যারি টেক্টর ১৪টি চার ও তিনটি ছয়ের সাহায্যে ১১৭ বলে ১১৩ রান করেন। কার্টিস ক্যাম্ফার ৪৭ বলে ৪৩ এবং সিমি সিং ১৯ বলে ৩০ রান করেন। লকি ফার্গুসন, ব্লেয়ার টিকনার ও ইস সোধি দুটি করে উইকেট নেন। ম্যাট হেনরি ও গ্লেন ফিলিপসের ঝুলিতে গিয়েছে একটি করে উইকেট। বল হাতে ৮ ওভারে ৪২ রান দিয়ে কোনও উইকেট না পেলেও ব্যাট হাতে দলের জয় নিশ্চিত করেন মাইকেল ব্রেসওয়েল।

২১.৪ ওভারে ১২০ রানের মধ্যে পাঁচ উইকেট পড়ে গিয়েছিল নিউজিল্যান্ডের। মার্টিন গাপটিল ৬১ বলে ৫১ রান করেন। ফিন অ্যালেন ৬, উইল ইয়ং ১, টম লাথাম ২৩ ও হেনরি নিকোলস ৭ রানে সাজঘরে ফিরেছিলেন। ২৯.৫ ওভারে গ্লেন ফিলিপস ব্যক্তিগত ৩৮ রান করে আউট হলে কিউয়িদের স্কোর দাঁড়ায় ৬ উইকেটে ১৫৩। ২১৪ রানে সপ্তম, ২১৭ রানে অষ্টম উইকেট পড়ার পর ৪৯তম ওভারে নিউজিল্যান্ডের নবম উইকেট পড়ে ২৮১ রানে। তখন ৭৭ বলে ১০৩ রানে ব্যাট করছিলেন ব্রেসওয়েল। শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল ২১ রান।

শেষ ওভারে ক্রেগ ইয়ংয়ের প্রথম দুই বলে দুটি চার মারার পরের বলে ছক্কা হাঁকান ব্রেসওয়েল। চতুর্থ বলে চার ও পঞ্চম বলে ছক্কা হাঁকিয়ে দলকে স্মরণীয় জয় এনে দেন কিউয়ি অলরাউন্ডার। কেরিয়ারের চতুর্থ একদিনের আন্তর্জাতিকে তিনি পেলেন প্রথম শতরান। ৮২ বলে ১২৭ রানে অপরাজিত থাকেন ব্রেসওয়েল। মেরেছেন ১০টি চার ও সাতটি ছয়। ১৯৮৭ সালে শেষ ওভারে ইংল্যান্ড অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১৮ রান তুলে ম্যাচ জিতেছিল। শেষ ওভারে সবচেয়ে বেশি রান তোলার সেই রেকর্ড গতকাল ভেঙে দেয় নিউজিল্যান্ড। ২০১৩ সালে বৃষ্টির কারণে ২৩ ওভারের একটি ম্যাচেও কিউয়িরা শেষ ওভারে ২০ রান তুলে জিতেছিল। রান তাড়া করতে নেমে শেষ ১০ ওভারে সবচেয়ে বেশি রান তুলে জেতার রেকর্ডটি রয়েছে পাকিস্তানের দখলে। ২০১৪ সালে পাকিস্তান বাংলাদেশকে হারিয়েছিল শেষ ১০ ওভারে ১০৯ রান তুলে। নিউজিল্যান্ড ক্রাইস্টচার্চে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ ১০ ওভারে তুলেছিল ১০২। তারপর রইল গতকালের ১০১ রান তুলে জেতার নজিরটি।

(ছবি- মাইকেল ব্রেসওয়েলের ইনস্টাগ্রাম)

English summary
New Zealand's Michael Bracewell Slams Unbeaten Hundred To Secure Win Over Ireland. For The First Time In ODI History A Team Has Successfully Chased Down A 20 Run Target In The 50th Over.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X