For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভিডিও: অবিশ্বাস্য! নন-স্ট্রাইকারের ব্যাটে লেগে ফিল্ডারের হাতে ক্যাচ, ক্রিকেট ইতিহাসে নজিরবিহীন আউট ইংল্যান্ডে

অবিশ্বাস্য! নন-স্ট্রাইকারের ব্যাটে লেগে ফিল্ডারের হাতে ক্যাচ, ক্রিকেটের ইতিহাসের নজিরবিহীন আউট ইংল্যান্ডে

Google Oneindia Bengali News

ক্রিকেটের ইতিহাসে অনেক রকম আউট হতে দেখেছেন নিশ্চয়ই। ক্যাচ, এলবিডাব্লিউ, বোল্ড, রান আউট-এইগুলিই একজন ব্যাটসম্যানকে প্যাভিলিয়নে পাঠানোপ প্রধান উপায়। কখনও কখনও বোলারের কপাল ভাল থাকলে নিজের অসাবধানতায় হিট উইকেটও হয়ে যান ব্যাটসম্যান। কিন্তু এমন আউট কি মনে করতে পারেন যেখানে স্ট্রাইকে থাকা ব্যাটসম্যানের শট নন স্টাইকার এন্ডে দাঁড়ানো ব্যাটসম্যানের ব্যাটে লেগে ফিল্ডারের হাতে জমা হয়েছে এবং এর ফলে স্ট্রাইকে থাকা ব্যাটসম্যানকে আউট হয়ে ফিরতে হয়েছে প্যাভিলিয়নে!

অবিশ্বাস্য! নন-স্ট্রাইকারের ব্যাটে লেগে ফিল্ডারের হাতে ক্যাচ, ক্রিকেটের ইতিহাসের নজিরবিহীন আউট ইংল্যান্ডে

বিশ্ব ক্রিকেটের ইতিহাসে এই রকম আউট আর কখনও হয়েছে কি না, সেই বিষয়ে পরিসংখ্যানবীদরাই বলতে পারবেন। কিন্তু যেই ভঙ্গিতে ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড টেস্টে হেনরি নিকোলস আউট হয়েছেন তা ব্যাটসম্যান দুর্ভাগ্যের শিকার হিসেবেই গণ্য হবে। ৯৯ বলে ১৯ রান করা নিকোলস ইংল্যান্ডের লেফট আর্ম স্পিনার জ্যাক লিচের বলে ড্রাইভ করেন। নন স্টাইকার এন্ডে দাঁড়িয়ে থাকা ড্যারিল মিচেলের ব্যাটে লেগে মিড অফে দাঁড়িয়ে থাকা অ্যালেক্স লিসের হাতে জমা পড়ে বল।

নিকোলসকে এই ভাবে আউট হতে দেখে অবাক হয়ে গিয়েছেন জ্যাক লিচও। তিনিও হা হয়ে যান, হয়তো ভাবছিলেন এই ভাবেও কেউই আউট হয়! দিনের খেলা শেষে সাংবাদিকদের লিচ বলেন, "এটা অবিশ্বাস্য, এই রকম আমি কখনও দেখিনি। আমি জানিও না এই রকম ভাবে আউট হওয়াটা অ্যালাউ কি না, সেটাও আমি জানি না। নিকোলসের জন্য অত্যন্ত দুর্ভাগ্যের কিন্তু আমি ভাগ্যবান উইকেটটা পাওয়ায়।"

জেমস অ্যান্ডারসনের অনুপস্থিতিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টি-২০'তে ইংল্যান্ডের বোলিং আক্রমণকে নেতৃত্ব দিচ্ছেন স্টুয়ার্ট ব্রড। হেডিংলিতে ব্রড নিউজিল্যান্ডের টম লেথাম এবং কেন উইলিয়ামসনকে আউট করে কিউয়ি দলকে অনেকটাই কোনঠাঁসা করে দেন।

তিন ম্যাচের টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে রয়েছে ইংল্যান্ড। হেডিংলিতে এই ম্যাচ জিতলে কিংবদন্তি কেন উইলিয়ামসনের নিউজিল্যান্ডলকে অধিনায়ক হিসেবে প্রথম সিরিজেই হোয়াইট ওয়াশ করবেন বেন স্টোকস। সদ্যই এই সিরিজের আগে ইংল্যান্ডের টেস্ট দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন ব্রেন্ডন ম্যাকালাম। স্টোকস এবং ম্যাকালাম জুটির শুরুটা দুর্দান্ত হবে এই ম্যাচ জিতে প্রতিপক্ষকে হোয়াইট ওয়াশ করলে। এই সিরিজে একেবারেই চেনা ছন্দে পাওয়া যায়নি নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসনকে। এই তারকা ক্রিকেটারের ব্যাড প্যাচ এই ম্যাচের প্রথম ইনিংসেও অব্যহত রয়েছে।

English summary
New Zealand’s Henry Nicholls lost his wicket in bizarre fashion off Jack Leach’s ball. Nicholl’s ball directly hit non striker’s bat and then looped to Alex Lees.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X