For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নিউজিল্যান্ড শেষ ৬২ রানে! বাগে পেয়েও ফলো অনের পথে হাঁটলেন না বিরাট, নজির অশ্বিনের

  • |
Google Oneindia Bengali News

ভারতের ৩২৫ রানের জবাবে মুম্বই টেস্টে মাত্র ৬২ রানেই গুটিয়ে গেল নিউজিল্যান্ডের প্রথম ইনিংস। দলগতভাবে তা যেমন ভারতের মাটিতে নিউজিল্যান্ডের সর্বনিম্ন, তেমনই ভারতে টেস্টে এত কম রানে কোনও দল আগে অল আউট হয়নি। রবিচন্দ্রন অশ্বিন চার উইকেট নিয়ে টপকালেন শন পোলককে।

টেস্টের দ্বিতীয় দিনে মধ্যাহ্নভোজের বিরতির কিছু পরেই ভারতের প্রথম ইনিংস ৩২৫ রানে শেষ হয় আজাজ প্যাটেল ১০ উইকেট তুলে নেওয়ায়। এরপর ব্যাট করতে নেমে শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে কিউয়িরা। দ্বিতীয় সেশনে জলপানের বিরতিতে ৮.১ ওভারে বিশ্বের ১ নম্বর তথা টেস্টের বিশ্বচ্যাম্পিয়নদের স্কোর ছিল ৪ উইকেটে ২৭। চা বিরতিতে স্কোর দাঁড়ায় ১৬.৪ ওভারে ৬ উইকেটে ৩৮ রান। এরপর ২৮.১ ওভারে ৬২ রানেই শেষ কিউয়িরা। ভারতের মাটিতে কোনও দল টেস্টে এত কম রানে আউট হয়নি এর আগে।

বাগে পেয়েও ফলো অনের পথে হাঁটলেন না বিরাট

নিউজিল্যান্ডের ইনিংসের চতুর্থ ওভারেই দুটি উইকেট তুলে নেন মহম্মদ সিরাজ। এই ওভারের প্রথম বলে ওপেনার তথা কেন উইলিয়ামসনের অনুপস্থিতিতে দলের অধিনায়ক টম লাথাম (১০) এবং শেষ বলে অপর ওপেনার উইল ইয়ং (৪)-কে ফেরান তিনি। ষষ্ঠ ওভারে ফের বল করতে এসে প্রথম বলেই বোল্ড করেন রস টেলর (১)-কে। পরের বলেই হেনরি নিকোলসের বিরুদ্ধে লেগ বিফোরের জোরালো আবেদন করেন সিরাজ। আম্পায়ার আউট দেননি, ভারত রিভিউ নিলে দেখা যায় বল লেগ সাইডের বাইরে পড়েছে। ফলে হ্যাটট্রিক করা হয়নি সিরাজের। উইলিয়ামসনের পরিবর্ত হিসেবে সুযোগ পাওয়া ড্যারিল মিচেল লেগ বিফোর হন অক্ষর প্যাটেলের বলে, তিনি করেন ৮।

এরপর নিউজিল্যান্ডকে ভাঙতে থাকেন রবিচন্দ্রন অশ্বিন। ১৩.১ ওভারে তাঁর প্রথম শিকার হেনরি নিকোলস, বোল্ড হন ৭ রান করে। চা বিরতির আগে ১৬.৪ ওভারে রাচিন রবিন্দ্র (৪)-কে ফেরান জয়ন্ত যাদব। চা বিরতির পর বাকি সব উইকেটই তুলে নেন অশ্বিন। ২০তম ওভারের চতুর্থ ও ষষ্ঠ বলে অশ্বিনের শিকার যথাক্রমে টম ব্লান্ডেল (৮) ও টিম সাউদি (০)। ২৭.৫ ওভারে উইলিয়াম সমারভিল (০) ও ২৮.১ ওভারে কাইল জেমিসন (১৭)-কে ফেরান অশ্বিন।

মুম্বই টেস্টে ভারতের সফলতম বোলার অশ্বিনে চার উইকেট পাওয়ায় ৮১টি টেস্টে তাঁর উইকেটসংখ্যা হলো ৪২৩। টপকে গেলেন শন পোলকের ১০৮টি টেস্টে ৪২১টি উইকেটের নজির। টেস্টে সর্বাধিক উইকেটশিকারীদের তালিকায় দ্বাদশ স্থানে চলে এলেন অশ্বিন। তাঁর বোলিং ফিগার ২টি মেডেন-সহ ৮ ওভারে ৮ রানের বিনিময়ে ৪ উইকেট। মহম্মদ সিরাজ চার ওভারে ১৯ রান দিয়ে তিনটি উইকেট পেলেন। উমেশ যাদব ২টি মেডেন-সহ ৭ রান দিয়ে কোনও উইকেট পাননি। অক্ষর প্যাটেল ব্যাট হাতে অর্ধশতরান করার পর ১৪ রানের বিনিময়ে ২ উইকেট তুলে নিলেন। কামব্যাক টেস্টে জয়ন্ত যাদবের ঝুলিতে এক উইকেট। প্রথম ইনিংসে ২৬৩ রানে এগিয়ে থেকেও দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে ভারত।

English summary
New Zealand Post Lowest Ever Test Total In India After Getting All Out Or Just 62 Runs. Ravichandran Ashwin Overtakes Shaun Pollock's Record By Grabbing 4 Wickets.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X