বিশ্বকাপের ইতিহাসে এই রেকর্ডে অন্যদের পিছনে ফেলেছে নিউজিল্যান্ড,একনজরে পরিসংখ্যান
চলতি বিশ্বকাপে দারুণ ছন্দে নিউজিল্যান্ড। পাঁচ ম্যাচ খেলে ৯ পয়েন্টে লিগ টেবিলের মগডালে রয়েছে উইলিয়ামসন অ্যান্ড কোম্পানি।ইংল্যান্ড বিশ্বকাপে এখনও পর্যন্ত অপরাজেয় রয়েছে কিউয়া।

শুধু চলতি টুর্নামেন্টেই নয়, বিশ্বকাপের ইতিহাসে চোখ রাখলে পরিসংখ্যান বলছে বিশ্বকাপের অন্যতম ধারাবাহিক দল নিউজিল্যান্ড।
একনজরে বিশ্বকাপে নিউজল্যান্ড দলের ফল-
১)১৯৭৫ বিশ্বকাপ- সেমিফাইনাল খেলেছিল নিউজিল্যান্ড
২)১৯৭৯ বিশ্বকাপ- এই বিশ্বকাপেও সেমিফাইনাল খেলেছিল কিউয়িরা
৩)১৯৮৩ বিশ্বকাপ- গ্রুপ পর্বে বিদায়
৪)১৯৮৭ বিশ্বকাপ- আট দলের বিশ্বকাপে গ্রুপ পর্বেই বিদায় নিউজিল্যান্ডের
৫)১৯৯২ বিশ্বকাপ- সেমিফাইনাল খেলেছিল নিউজিল্যান্ড
৬)১৯৯৬ বিশ্বকাপ- কোয়ার্টার ফাইনাল খেলেছিল নিউজিল্যান্ড
৭)১৯৯৯ বিশ্বকাপ- ১২ দলের বিশ্বকাপ টুর্নামেন্টে সেমিফাইনাল খেলেছিল কিউয়িরা
৮)২০০৩ বিশ্বকাপ- ১৪ দলের টুর্নামেন্টে সুপার সিক্স পর্ব পর্যন্ত খেলেছিল নিউজিল্যান্ড।
৯)২০০৭ বিশ্বকাপ- সেমিফাইনাল খেলেছিল কিউয়িরা
১০)২০১১ বিশ্বকাপ- ১৪ দলের টুর্নামেন্টে সেমিফাইনাল খেলেছিল কিউয়ারা।
১১) ২০১৫ বিশ্বকাপ- ফাইনালে উঠেও কাপ জেতা হয়নি ব্র্যান্ডন ম্যাকুলামদের। ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে বিশ্বকাপের রানার্স হয়েছিল কিউয়িরা।
প্রসঙ্গত বিশ্বকাপে সবচেয়ে ধারাবাহিক দল হিসেবে অস্ট্রেলিয়ার সঙ্গে এক আসনে রয়েছে নিউজিল্যান্ড। টুর্নামেন্টের ইতিহাসে রেকর্ড ৭ বার সেমিফাইনাল খেলেছে নিউজিল্যান্ড। অস্ট্রেলিয়ারও বিশ্বকাপে সাতবার সেমিফাইনাল খেলার রেকর্ড রয়েছে। যদিও ধারাবাহিকতা দেখিয়েও একবারের জন্য ট্রফি জেতা হয়নি নিউজিল্যান্ডের, সেখানেই ৭ বার ফাইনাল খেলে পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছে অস্ট্রেলিয়া।