For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বোল্টের দাপটে এজবাস্টন টেস্টে চালকের আসনে নিউজিল্যান্ড, দুরন্ত ফর্মে কনওয়ে

Google Oneindia Bengali News

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ভারতের বিরুদ্ধে নামার আগে দারুণ ছন্দে নিউজিল্যান্ড। লর্ডসে বৃষ্টিবিঘ্নিত টেস্টেও প্রথম ইনিংসে লিড ছিল কেন উইলিয়ামসনের দলের। চোট এবং ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণে দ্বিতীয় টেস্টে নিউজিল্যান্ডের প্রথম একাদশে ছটি রদবদল হলেও দ্বিতীয় দিনেই জয়ের গন্ধ পাচ্ছে নিউজিল্যান্ড।

বোল্টের দাপটে এজবাস্টন টেস্টে চালকের আসনে নিউজিল্যান্ড, দুরন্ত ফর্মে কনওয়ে

আজ টেস্টের দ্বিতীয় দিনে ৭ উইকেটে ২৫৮ রান নিয়ে খেলতে শুরু করে ৩০৩ রানে অল আউট হয়ে যায় ইংল্যান্ড। সঙ্গীর অভাবে শতরান হাতছাড়া হয় ড্যান লরেন্সের। তিনি অপরাজিত থাকেন ৮১ রানে। নয় নম্বরে নেমে মার্ক উড মূল্যবান ৪১ রান যোগ করেন। আইপিএল খেলে দেশে ফেরার পর প্রথম টেস্টে খেলতে পারেননি ট্রেন্ট বোল্ট। দ্বিতীয় টেস্টে খেলতে নেমেই ৮৫ রানের বিনিময়ে চার উইকেট পেলেন তিনি। ম্যাট হেনরি তিনটি উইকেট নেন। আজ বোল্ট নেন দুটি উইকেট।

বোল্টের দাপটে এজবাস্টন টেস্টে চালকের আসনে নিউজিল্যান্ড, দুরন্ত ফর্মে কনওয়ে

কেন উইলিয়ামসন কনুইয়ের চোটের কারণে খেলছেন না বলে এই টেস্টে নিউজিল্যান্ডকে নেতৃত্ব দিচ্ছেন টম লাথাম। এদিন স্টুয়ার্ট ব্রডের বলে দলগত ১৫ রানের মাথায় ৬ রান করে লেগ বিফোর হন তিনি। এরপর দ্বিতীয় উইকেট জুটিতে ১২২ রান যোগ করেন ডেভন কনওয়ে ও উইল ইয়ং। লর্ডসে অভিষেক টেস্টে দ্বিশতরান করলেও এজবাস্টনে ২০ রানের জন্য শতরান মাঠে ফেলে এলেন তিনি। কনওয়েকেও ফেরান ব্রড, নিউজিল্যান্ডের ওপেনার করেন ৮০।

বোল্টের দাপটে এজবাস্টন টেস্টে চালকের আসনে নিউজিল্যান্ড, দুরন্ত ফর্মে কনওয়ে

এরপর রস টেলর ও ইয়ং দলকে এগিয়ে নিয়ে যেতে থাকেন। ড্যান লরেন্সের বলে ৮২ রানে ইয়ং আউট হতেই দিনের খেলা শেষ হয়। দ্বিতীয় দিনের শেষে নিউজিল্যান্ডের স্কোর ৩ উইকেটে ২২৯। ইংল্যান্ডের প্রথম ইনিংসের চেয়ে পিছিয়ে ৭৪ রানে। ৪৬ রানে অপরাজিত রয়েছেন টেলর। ইংল্যান্ডের হয়ে সর্বাধিক ১৬২তম টেস্টে খেলতে নামা জেমস অ্যান্ডারসন ১৮ ওভার হাত ঘোরালেও উইকেট পাননি।

English summary
New Zealand In Commanding Position Against England In Birmingham Test. Devon Conway And Will Young Lead The Batting Line Up With Brilliant Fifties After Trent Boult Grabs Four Wickets.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X