For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

টি ২০ বিশ্বকাপের সেমিফাইনালে টস জিতে ইংল্যান্ডকে ব্যাট করতে পাঠাল নিউজিল্যান্ড, জানুন প্রথম একাদশ

  • |
Google Oneindia Bengali News

টি ২০ বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে আবু ধাবিতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিল নিউজিল্যান্ড। ইংল্যান্ডের ওপেনার জেসন রয় কাফ ইনজুরির কারণে ছিটকে যাওয়ায় জনি বেয়ারস্টো ওপেনিংয়ে জস বাটলারের সঙ্গী হচ্ছেন। ইংল্যান্ডের প্রথম একাদশে এসেছেন স্যাম বিলিংস। নিউজিল্যান্ড দল অপরিবর্তিত।

টস জিতে ইংল্যান্ডকে ব্যাট করতে পাঠাল নিউজিল্যান্ড

আবু ধাবিতে চলতি বিশ্বকাপের ১৪টি ম্যাচের মধ্যে ৯টিতেই যে দল পরে ব্যাট করেছে তারা জিতেছে। ইংল্যান্ড যেমন এখানে রান তাড়া করে বাংলাদেশকে হারিয়েছে, তেমনই নিউজিল্যান্ড আগের ম্যাচেই হারিয়েছে আফগানিস্তানকে। টস জেতার পর ইংল্যান্ড দলকে সমীহ করার কথা শোনা গিয়েছে কিউয়ি অধিনায়ক কেন উইলিয়ামসনের গলায়। তিনি বলেছেন, ইংল্যান্ড দলের গভীরতাই প্রধান শক্তি। নিজেদের খেলাতেই তাই ফোকাসড থাকতে হবে। টস হারলেও খুব একটা উদ্বিগ্ন নন ইংল্যান্ড ইয়ন মর্গ্যান। তাঁর আশা, টস এই ম্যাচের ভাগ্য নির্ধারণে সহায়কের ভূমিকার পালন করবে না। জেসন রয়ের না থাকা দলের কাছে ধাক্কা বলে মেনে নিলেও স্যাম বিলিংসের উপর আস্থা রাখছেন মর্গ্যান। নিউজিল্যান্ডকে তিনিও সমীহ করেছেন।

টি ২০ আন্তর্জাতিকে এখনও পর্যন্ত ২১টি ম্যাচে পরস্পরের মুখোমুখি হয়েছে ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। ইংল্যান্ড জিতেছে ১২টিতে। নিউজিল্যান্ড সাতটিতে। পরিত্যক্ত ১টি, টাই ১টি। ২০১৯ সালে ঠিক আজকের দিনেই অকল্যান্ডে ম্যাচ টাই হওয়ার পর সুপার ওভারে টি ২০ সিরিজের পঞ্চম ম্যাচ জিতেছিল ইংল্যান্ড। সেই জয়ের সুবাদে ৩-২ ব্যবধানে সিরিজও পকেটে পুরে ফেলে। ম্যাচের সেরা হয়েছিলেন জস বাটলার, সিরিজ সেরা হয়েছিলেন মিচেল স্যান্টনার। আজ ফের দুজনের দ্বৈরথ এই ম্যাচে অন্য মাত্রা যোগ করতে পারে।

টি ২০ বিশ্বকাপে ৫ বার এই দুই দল পরস্পরের মুখোমুখি হয়েছে। ইংল্যান্ড জিতেছে তিনটিতে, দুটিতে নিউজিল্যান্ড। চলতি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ডকে ১৩ রানে হারিয়েছিল ইংল্যান্ড। প্রথমে ব্যাট করে ইংল্যান্ড ৬ উইকেটে ১৬৩ রান তুলেছিল, কিউয়িরা চার বল বাকি থাকতেই ১৫০ রানে অল আউট হয়ে যায়। জস বাটলার ৭৩ রান করেছিলেন, ইশ সোধি নেন ৩ উইকেট। নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল (৪০) ছাড়া বাকিরা উল্লেখযোগ্য রান পাননি। মার্ক উড ২৩ রানে ৪ উইকেট নিয়েছিলেন।

ইংল্যান্ড- জস বাটলার (উইকেটকিপার), জনি বেয়ারস্টো, ডেভিড মালান, ইয়ন মর্গ্যান (অধিনায়ক), লিয়াম লিভিংস্টোন, মঈন আলি, স্যাম বিলিংস, ক্রিস ওকস, ক্রিস জর্ডন, আদিল রশিদ, মার্ক উড।

নিউজিল্যান্ড- মার্টিন গাপটিল, ড্যারিল মিচেল, কেন উইলিয়ামসন (অধিনায়ক), ডেভন কনওয়ে (উইকেটকিপার), গ্লেন ফিলিপস, জিমি নিশাম, মিচেল স্যান্টনার, অ্যাডাম মিলনে, টিম সাউদি, ইশ সোধি, ট্রেন্ট বোল্ট।

English summary
New Zealand Have Won The Toss And Elected To Bowl Against England In The First Semi Final Of T20 WC. Jonny Bairstow To Open With Jos Buttler.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X