For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভয়ঙ্কর করোনা কাল শেষ হোক ভারতে, নিউজিল্যান্ডে ফিরে প্রার্থনা বোল্টের

ভয়ঙ্কর করোনা কাল শেষ হোক ভারতে, নিউজিল্যান্ডে ফিরে প্রার্থনা বোল্টের

  • |
Google Oneindia Bengali News

করোনা ভাইরাসের কারণে আইপিএল অনির্দিষ্টকালের জন্য স্থগিত হতেই দেশে ফিরে গিয়েছেন নিউজিল্যান্ডের বাঁ-হাতি ফাস্ট বোলার ট্রেন্ট বোল্ট। সেখান থেকেই ভারতের জন্য প্রার্থনা করেছেন বিশ্বের এ প্রজন্মের অন্যতম সেরা ফাস্ট বোলার। বিরাট কোহলি, রোহিত শর্মার দেশের অবস্থার খুব শীঘ্রই উন্নতি হবে বলে আশাও করেছেন বোল্ট।

ট্রেন্ট বোল্টের বার্তা

নিরাপদে দেশে ফিরে গেলেও তাঁর হৃদয় যে ভারতীয় নাগরিকদের পাশে আছে, তা এক সোশ্যাল মিডিয়া পোস্টে লিখেছেন ট্রেন্ট বোল্ট। তাঁর কথায়, ক্রিকেটার এবং ব্যক্তি হিসেবে ভারতের থেকে তিনি অনেক কিছু পেয়েছেন। দেশের বাইরে ভারতীয় ক্রিকেট প্রেমীদের থেকে তিনি যে সমর্থন পেয়েছেন, তা অতুলনীয় বলে জানিয়েছেন কিউয়ি ফাস্ট বোলার। এহেন ক্রিকেট পাগল ও আবেগপ্রবণ দেশকে করোনা ভাইরাসের ধাক্কায় তছনছ হয়ে যেতে দেখে তাঁর মনে কেঁদে উঠছে বলে জানিয়েছেন ট্রেন্ট বোল্ট। অবস্থার উন্নতির আশায় ভারতের প্রতি নাগরিকের সুস্থতা এবং সুস্বাস্থ্য কামনা করেছেন নিউজিল্যান্ডের বাঁ-হাতি ফাস্ট বোলার।

আইপিএলে বোল্টের পারফরম্যান্স

আইপিএলে বোল্টের পারফরম্যান্স

গত আইপিএল মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে দুর্দান্ত বোলিং করেছিলেন ট্রেন্ট বোল্ট। ১৫টি ম্যাচ খেলে তিনি ২৫টি উইকেট নিয়েছিলেন। এবার একই দলের হয়ে এখনও পর্যন্ত সাতটি ম্যাচ খেলে ৮টি উইকেট নিয়েছেন কিউয়ি ফাস্ট বোলার। ২০১৫ থেকে এখনও পর্যন্ত আইপিএলে ৫৫টি ম্যাচ খেলে ৭১টি উইকেট নিয়েছেন বোল্ট।

প্রথম ধাপে নিউজিল্যান্ডে পৌঁছনো ক্রিকেটাররা

প্রথম ধাপে নিউজিল্যান্ডে পৌঁছনো ক্রিকেটাররা

করোনা ভাইরাসের কারণে আইপিএল স্থগিত হতেই দেশ ও বিদেশের ক্রিকেটারদের বাড়ি ফেরানোর ব্যবস্থা করেছে বিসিসিআই। সেই প্রক্রিয়ার অংশ হিসেবে নিউজিল্যান্ডের পাঁচ ক্রিকেটার ও সাপোর্ট স্টাফের একটি দলকে চার্টার্ড বিমানে তাঁদের দেশে পাঠিয়ে দেয় ভারতীয় বোর্ড। ইতিমধ্যে অকল্যান্ডে পৌঁছেও গিয়েছেন ক্রিকেটার ট্রেন্ট বোল্ট, জিমি নিশাম, ফিন অ্যালেন, স্কট কুগেলেইজন, অ্যাডাম মিলনে। আরসিবি-র ডিরেক্টর অফ ক্রিকেট মাইক হেসনও একই বিমানে নিউজিল্যান্ড পৌঁছে গিয়েছেন।

দ্বিতীয় দলে ছিলেন কারা

দ্বিতীয় দলে ছিলেন কারা

ভারতে আইপিএল খেলতে আসা নিউজিল্যান্ডের বাকি ক্রিকেটার, কোচ, সাপোর্ট স্টাফরা অন্য একটি চার্টার্ড বিমানে দেশে পৌঁছেছেন। সেই দলে ক্রিকেটার লকি ফার্গুসনের পাশাপাশি কেকেআর কোচ ব্রেন্ডন ম্যাকুলাম, সিএসকের প্রশিক্ষক স্টিফেন ফ্লেমিং, ধারাভাষ্যকার সাইমন ডুল, স্কট স্টাইরিস সহ অন্যান্যরা রয়েছেন।

করোনার আবহে বেঙ্গালুরুর ভুলে মালদ্বীপে স্থগিত এটিকে মোহনবাগানের এএফসি কাপের ম্যাচকরোনার আবহে বেঙ্গালুরুর ভুলে মালদ্বীপে স্থগিত এটিকে মোহনবাগানের এএফসি কাপের ম্যাচ

English summary
New Zealand fast bowler Trent Boult hopes pandemic situation will improve soon in India
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X