For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কোনও ম্যাচ না খেলেই টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নিউজিল্যান্ড! লড়াইয়ে ভারত-ইংল্যান্ড-অস্ট্রেলিয়া

কোনও ম্যাচ না খেলেই টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নিউজিল্যান্ড! লড়াইয়ে ভারত-ইংল্যান্ড-অস্ট্রেলিয়া

  • |
Google Oneindia Bengali News

নতুন কোনও ম্যাচ না খেলেই আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছে গেল নিউজিল্যান্ড। জুনে ইংল্যান্ডের লর্ডসে টুর্নামেন্টের চূড়ান্ত পর্বের ম্যাচ খেলবে কেন উইলিয়ামসন শিবির। ভারত, ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার মধ্যে যে কোনও একটি দল কিউয়ি শিবিরের বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলবে।

ফাইনালে নিউজিল্যান্ড

ফাইনালে নিউজিল্যান্ড

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অধীনে এখনও পর্যন্ত পাঁচটি সিরিজ খেলেছে নিউজিল্যান্ড। এগারোটি ম্যাচের মধ্যে সাতটি জিতেছে কেন উইলিয়ামসন শিবির। চারটি ম্যাচ হেরেছে। ৪২০ পয়েন্ট ও ৭০ শতাংশ পয়েন্টের হার নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে কিউয়ি শিবির। তা সত্ত্বেও টুর্নামেন্টের ফাইনালে পৌঁছে গেল কিউয়ি শিবির।

কেন ফাইনালে নিউজিল্যান্ড

কেন ফাইনালে নিউজিল্যান্ড

ফেব্রুয়ারিতে দক্ষিণ আফ্রিকা সফরে যাওয়ার কথা অস্ট্রেলিয়ার। সেই মতো দলও ঘোষণা করে ফেলেছিল ক্রিকেট অস্ট্রেলিয়া। কিন্তু করোনা ভাইরাসের জন্য অস্ট্রেলিয়ার সফর বাতিল হয়ে গিয়েছে। সে কারণেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছে গিয়েছে নিউজিল্যান্ড।

ফাইনাল পৌঁছতে পারে ভারত

ফাইনাল পৌঁছতে পারে ভারত

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছতে পারে ভারত। তা করতে হলে ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজে অন্তত দুটি ম্যাচ জিততেই হবে ভারতকে। ২-১ ফলাফলে সিরিজ জিতলেও ফাইনাল খেলবে ভারত। অন্যদিকে আসন্ন সিরিজে ভারতের বিরুদ্ধে অন্তত তিনটে ম্যাচ জিতলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছবে ইংল্যান্ড ক্রিকেট দল। আবার ভারত বনাম ইংল্যান্ডের টেস্ট সিরিজ ড্র হলে ফাইনালে পৌঁছবে অস্ট্রেলিয়া।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল

আগামী ১৮ জুন লন্ডনের ঐতিহাসিক লর্ডসে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচ শুরু হবে। ২২ জুন পর্যন্ত চলবে খেলা।

চিপকে নেট প্র্যাকটিস শুরু ভারতের, দলকে তাতালেন রবি-বিরাটচিপকে নেট প্র্যাকটিস শুরু ভারতের, দলকে তাতালেন রবি-বিরাট

English summary
New Zealand became the first side to qualify for the ICC World Test Championship
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X