For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সিংহের মুখ থেকে জয় কাড়লেন ড্যারিল মিচেল, ইংল্যান্ডকে উড়িয়ে টি ২০ বিশ্বকাপ ফাইনালে নিউজিল্যান্ড

  • |
Google Oneindia Bengali News

আবু ধাবিতে রুদ্ধশ্বাস ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে টি ২০ বিশ্বকাপের ফাইনালে প্রথমবার পৌঁছে গেল নিউজিল্যান্ড। কিউয়িদের জয়ের টার্গেট ছিল ১৬৭। ১০ ওভারের শেষে দুই উইকেটে ৫৮ রান তুলেছিল নিউজিল্যান্ড। ১৪.৩ ওভারে ১০০ পেরোয়। ডেভন কনওয়ে ও জিমি নিশামের যোগ্য সঙ্গতে কিউয়িদের স্মরণীয় জয় এনে দেন ড্যারিল মিচেল, অপরাজিত অর্ধশতরানের মাধ্যমে।

 ইংল্যান্ডকে উড়িয়ে টি ২০ বিশ্বকাপ ফাইনালে নিউজিল্যান্ড

আবু ধাবিতে এদিনের আগে চলতি বিশ্বকাপে ১৪টি ম্যাচের মধ্যে ৯টিতেই রান তাড়া করে জিতেছে বিভিন্ন দল। তাই টস জিতে ফিল্ডিং নিয়েছিলেন কিউয়ি অধিনায়ক কেন উইলিয়ামসন। ইংল্যান্ড ৪ উইকেটে ১৬৪ রান তুলেছিল। অনেকেই মনে করছিলেন সুপার টুয়েলভে মাত্র একটি ম্যাচ হেরে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া ইংল্যান্ডের যা বোলিং শক্তি তাতে কিউয়িদের কাজ সহজ হবে না। ২০১৯ সালের বিশ্বকাপ ফাইনালে ক্রিস ওকস নিয়েছিলেন তিন উইকেট। এদিন তিনিই নিউজিল্যান্ডের ইনিংসে আঘাত হানেন। প্রথম ওভারের তৃতীয় বলেই ব্যক্তিগত ৪ রান করে ওকসের শিকার হন মার্টিন গাপটিল। তৃতীয় ওভারের চতুর্থ বলে কেন উইলিয়ামসনের উইকেটটিও ওকস তুলে নেন, ৫ রানে ফেরেন কিউয়ি অধিনায়ক।

 ইংল্যান্ডকে উড়িয়ে টি ২০ বিশ্বকাপ ফাইনালে নিউজিল্যান্ড

১৩ রানে দ্বিতীয় উইকেট পড়ার পর নিউজিল্যান্ডের ইনিংসকে ডেভন কনওয়ে ও ড্যারিল মিচেল এগিয়ে নিয়ে যান। ৩৮ বলে ৪৬ রান করে কনওয়ে দলের ৯৫ রানের মাথায় আউট হন, ১৩.৪ ওভারে। কনওয়ের পর গ্লেন ফিলিপস (২)-কেও আউট করেন লিয়াম লিভিংস্টোন। ১৫.১ ওভারে ১০৭ রানে চতুর্থ উইকেট হারায় নিউজিল্যান্ড। তবে ম্যাচের মোড় ঘুরতে থাকে এরপরই। ১৬ ওভারের শেষেও কিউয়িদের স্কোর ছিল ৪ উইকেটে ১১০। তখনও জিততে দরকার ৪ ওভারে ৫৭ রান। ১৭তম ওভারে ক্রিস জর্ডন ২৩ রান দেন, যা এবারের বিশ্বকাপে কোনও ওভারে ইংল্যান্ডের বোলারের দেওয়া সর্বাধিক রান। ১৮তম ওভারে আদিল রশিদ ১১ বলে ২৭ রান করা জিমি নিশামকে শেষ বলে ফেরালেও ১৪ রান দিয়ে বসেন।

 ইংল্যান্ডকে উড়িয়ে টি ২০ বিশ্বকাপ ফাইনালে নিউজিল্যান্ড

১৯তম ওভারে বল করতে আসেন ওকস, ইংল্যান্ড সমর্থকরা ২০১৯ সালের বিশ্বকাপের পুনরাবৃত্তির আশাও করছিলেন। কিন্তু ৪১ বলে অর্ধশতরান পূর্ণ করা ড্যারিল মিচেল ছিলেন অপ্রতিরোধ্য। ওকসের ওভারে দুটি ছক্কা-সহ ২০ রান নিয়ে এক ওভার বাকি থাকতেই কিউয়িদের ফাইনালে পৌঁছে দেন কিউয়ি ওপেনার। চারটি চার ও চারটি ছয়ের সাহায্যে ৪৭ বলে ৭২ রানে অপরাজিত থাকেন মিচেল। স্বাভাবিকভাবে তিনিই ম্যাচের সেরা।

২০১৫ ও ২০১৯ সালে ৫০ ওভারের বিশ্বকাপ ফাইনালে উঠলেও একবারও চ্যাম্পিয়ন হতে পারেনি। এ বছর আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ভারতকে হারানোর পর নিশ্চিতভাবে কেন উইলিয়ামসনরা দুবাইয়ে প্রথমবার টি ২০ বিশ্বকাপ জয়ের স্বাদ পেতে চাইবেন। ২০১৯ সালের বিশ্বকাপ ফাইনালে বাউন্ডারির সংখ্যা কম থাকার কারণে কাপ হাতছাড়া হয়েছিল কিউয়িদের। চলতি বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচেও ইংল্যান্ডের কাছে হারতে হয়েছিল। কিন্তু এদিন সব হিসেব সুদে-আসলে মিটিয়ে দিল মিচেলের বিস্ফোরক ইনিংস।

English summary
New Zealand Beat England In A Thrilling Semi Final To Reach T20 World Cup For The First Time. Daryl Mitchell Hits Brilliant Half Century.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X