For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সঠিক টার্গেট না জেনেই রান তাড়া, আজব পরিস্থিতির শিকার বাংলাদেশ

Google Oneindia Bengali News

নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকল নেপিয়ারে নিউজিল্যান্ড ও বাংলাদেশের মধ্যে দ্বিতীয় টি ২০ ম্যাচ। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ডাকওয়ার্থ লুইস নিয়মে টার্গেট বদল আগেও হয়েছে। যদিও রান তাড়া করতে নামার সময় কোনও দলই আসল টার্গেট জানতে পারছে না, এমন ঘটনা কার্যত নজিরবিহীন। ডাকওয়ার্থ লুইস নিয়ম অনুযায়ী কত বলে কত রান করতে হবে সেই সংক্রান্ত ডিএলএস শিট দুই দলের কারও কাছেই ছিল না বলে জানা গিয়েছে।

সঠিক টার্গেট না জেনেই রান তাড়া, আজব নিয়মের শিকার বাংলাদেশ

বৃষ্টি থামার পর বাংলাদেশ যখন ব্যাট করতে নামে তখন ম্যাকলিন পার্কের জায়ান্ট স্ক্রিন, নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের ব্ল্যাকক্যাপসের অফিসিয়াল টুইটার হ্যান্ডল এবং আইসিসি-র ওয়েবসাইটে উল্লেখ করা হয় ১৬ ওভারে জিততে হলে ১৪৮ রান করতে হবে বাংলাদেশকে। সেইমতো খেলা শুরুর একটু পরেই জানানো হয় ১৪৮ নয়, করতে হবে ১৭০। তারপর ফের জানানো হয় সঠিক টার্গেট ১৭১। বাংলাদেশ ১৬ ওভারে ৭ উইকেটে ১৪২ রান তোলায় নিউজিল্যান্ড ডাকওয়ার্থ লুইস পদ্ধতি অনুসারে ২৮ রানে জয়লাভ করে।

প্রথমে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড ১৭.৫ ওভারে ৫ উইকেটে ১৭৩ রান তোলার পরেই বৃষ্টি নামে। নিউজিল্যান্ড ২০ ওভার ব্যাট করতে পারেনি স্বাভাবিকভাবেই। তারপরই বাংলাদেশের টার্গেট নিয়ে এই বিভ্রান্তি। বাংলাদেশ ইনিংসের ত্রয়োদশ ওভারে সঠিক টার্গেট জানানো হয়। বাংলাদেশ রান তাড়া শুরু করার নয় বল পরেই খেলা কিছুক্ষণের জন্য বন্ধও থাকে এই নজিরবিহীন ঘটনার জন্য। তার ঠিক আগেই বাংলাদেশের কোচ রাসেল ডমিঙ্গো ও ম্যানেজার সাব্বির খানকে দেখা যায় ম্যাচ রেফারি জেফ ক্রো-র সঙ্গে কথা বলতে।

আইসিসি-র দাবি, ডিএলএস শিট না থাকলেও টার্গেটের কথা মৌখিকভাবে আম্পায়ারদের জানানো হয়েছিল। অপারেশনাল কারণে ডিএলএস শিট প্রথমে ছিল না। ১.৩ ওভারে ম্যাচ সাময়িক বন্ধ থাকে কেন না দুই দলের তরফেই ওই শিট চাওয়া হয়েছিল। দুই দলকে ডিএলএস শিট দেওয়ার পর খেলা শুরু হয়। জানা গিয়েছে, এই সমস্যার জেরে দুই দলের কাছেই ক্ষমা চেয়েছেন ম্যাচ রেফারি। তবে বিভ্রান্তি বাড়ায় মাঠের স্কোরবোর্ড। সেখানে ওভার প্রতি যে পার-স্কোর দেখানো হচ্ছিল তা নিউজিল্যান্ডের ২০ ওভার খেলার ভিত্তিতে হিসেব করে। তারা যদি ২০ ওভার ব্যাট করে ওই একই রান তুলত, তাহলে বাংলাদেশের ১৬ ওভারের টার্গেট হতো ১৪৮-ই। কিন্তু ১৭.৫ ওভার খেলার সুযোগ পেয়েছিল কিউইরা।

স্বাভাবিতভাবেই ক্ষুব্ধ বাংলাদেশের কোচ বলেন, ডিএলএস টার্গেট না জেনেই খেলতে হচ্ছে এমন ঘটনা আমার জীবনে দেখিনি। বৃষ্টি হচ্ছিল। ফলে ৫ বা ৬ ওভারে কত তুলতে হবে তা সঠিকভাবে প্রথম থেকেই জানতে পারিনি। এটা যতক্ষণ চূড়ান্ত না হচ্ছিল, ততক্ষণ খেলা শুরু করা উচিত হয়নি। কত ওভারে কত তুলতে হবে তা স্পষ্ট করে না জানানো অবধি অপেক্ষা করাই যেত। যা হলো একেবারেই ভালো হলো না। ম্যাচ রেফারির কাছে যখন যাই তখনও হিসেব কষা চলছিল, প্রিন্ট আউট দেওয়া হয়নি। হার বড় কথা নয়, কিন্তু অপ্রত্যাশিত এই ঘটনায় আমরা হতাশ। বৃষ্টির মধ্যেও যেভাবে খেলা চালিয়ে যাওয়া হয় সেটাও অনুচিত বলে দাবি ডমিঙ্গোর। তিনি বলেন, মাঠ পিচ্ছিল হয়ে গিয়েছিল। বল ভিজে ছিল। বৃষ্টির মধ্যে খেলতে হচ্ছে এটাও আগে দেখিনি। বৃষ্টি থামলেই খেলা শুরু করা উচিত। যতক্ষণ না বৃষ্টি থামছে ততক্ষণ পিচও ঢেকে রাখা উচিত।

English summary
New Zealand Beat Bangladesh In The Second T20 By D/L Method. Bangladesh Start Chasing Without Being Aware Of Exact Target In Napier.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X