For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মুম্বই-জাত প্যাটেলকে রেখেই ভারতের বিরুদ্ধে ফাইনালের দল ঘোষণা নিউজিল্যান্ডের

Google Oneindia Bengali News

সাউদাম্পটনে ভারতের বিরুদ্ধে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করল নিউজিল্যান্ড। মুম্বই-জাত স্পিনারকে দলে রাখা হয়েছে এজবাস্টন টেস্টে ভালো খেলার সুবাদে। দলে ঠাঁই হয়নি মিচেল স্যান্টনার, ড্যারিল মিচেল, ডগ ব্রেসওয়েল, জেকব ডাফি ও রাচিন রবীন্দ্রর।

দলে আয়াজ

দলে আয়াজ

কেরিয়ারের ৯টি টেস্টে ২৬টি উইকেট রয়েছে আয়াজ প্যাটেলের। সদ্যসমাপ্ত এজবাস্টন টেস্টে দুই ইনিংস মিলিয়ে ৪টি উইকেট পান। বাকি আটটি টেস্ট তিনি খেলেছেন উপমহাদেশের দেশগুলির বিরুদ্ধেই। ভারতের বিরুদ্ধে গত বছর ওয়েলিংটন টেস্ট খেললেও উইকেট পাননি। শ্রীলঙ্কার বিরুদ্ধে চারটি ও পাকিস্তানের বিরুদ্ধে তিনটি টেস্ট খেলা আয়াজ প্যাটেলকে দলে রেখে মিচেল স্যান্টনারকে বাইরে রাখার কারণ, স্যান্টনার লর্ডস টেস্টে একটিও উইকেট পাননি। ফলে সাম্প্রতিক ফর্মের নিরিখেই স্পিন খেলতে দাপট দেখানো ভারতের বিরুদ্ধে প্যাটেলকেই রাখার সিদ্ধান্ত নিলেন কোচ গ্যারি স্টেড। তাঁর কথায়, স্পিন বোলিংয়ের ক্ষেত্রে ইংল্যান্ড আর নিউজিল্যান্ডের পরিবেশ এক নয়। এখানে উইকেট তুলনায় দ্রুত ভাঙে। সেক্ষেত্রে আয়াজ প্যাটেলের কাছ থেকে আমরা যা চেয়েছিলাম ঠিক সেটাই তিনি করেছেন।

পিচ দেখে সিদ্ধান্ত

পিচ দেখে সিদ্ধান্ত

নিউজিল্যান্ডের চার পেসার প্রথম একাদশে নিশ্চিত। তাঁরা হলেন কাইল জেমিসন, টিম সাউদি, ট্রেন্ট বোল্ট ও নিল ওয়াগনার। নিউজিল্যান্ড পাঁচ পেসার নাকি চার পেসার ও এক স্পিনারে যাবে তা পিচ ও পরিস্থিতি বিবেচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন নিউজিল্যান্ড কোচ। সাতে ব্যাট করবেন অলরাউন্ডার কাইল জেমিসন। ফলে চূড়ান্ত একাদশে সুযোগের নিরিখে লড়াই কলিন ডি গ্র্যান্ডহোম ও আয়াজ প্যাটেলের মধ্যেই। ১৫ সদস্যের দলে ব্র্যাড ওয়াটলিংয়ের পাশাপাশি রাখা হয়েছে এজবাস্টন টেস্টে খেলা উইকেটকিপার টম ব্লান্ডেলকেও।

এগারো বাছা কঠিন

এগারো বাছা কঠিন

নিউজিল্যান্ডের প্রথম একাদশে ঠাঁই নাও হতে পারে এজবাস্টন টেস্টে ম্যাচের সেরার পুরস্কার পাওয়া ম্যাট হেনরির। নিউজিল্যান্ড কোচ গ্যারি স্টেড বলেন, ম্যাট হেনরি অন্য কোনও দেশের হয়ে খেললে নিশ্চিতভাবেই আরও অনেক বেশি ম্যাচ খেলতে পারতেন। এতে নিউজিল্যান্ড দলের শক্তিও বোঝা যায়। তবে হেনরি যখনই সুযোগ পেয়েছেন তিনি তার সদ্ব্যবহার করেছেন। কেউ সব কিছু ঠিক করা সত্ত্বেও তাঁকে বাইরে রাখতে হলে সেই সিদ্ধান্ত নেওয়া কঠিন। তবে আমাদের দলের অলরাউন্ডাররা ভালো থাকায় ব্যাটিং ও বোলিং বিভাগে ভারসাম্য বজায় রেখেই আমরা নামতে পারছি।

ঘোষিত দল

ঘোষিত দল

নিউজিল্যান্ডের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দলে রয়েছেন টম লাথাম, ডেভন কনওয়ে, কেন উইলিয়ামসন (অধিনায়ক), রস টেলর, হেনরি নিকোলস, উইল ইয়ং, ব্র্যাড ওয়াটলিং, টম ব্লান্ডেল, কলিন ডি গ্র্যান্ডহোম, কাইল জেমিসন, টিম সাউদি, নিল ওয়াগনার, আয়াজ প্যাটেল, ট্রেন্ট বোল্ট, ম্যাট হেনরি।

English summary
New Zealand Announced Squad For ICC World Test Championship Final Against India. Mitchell Santner, Daryl Mitchell, Doug Bracewell, Jacob Duffy And Rachin Ravindra Left Out.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X