
জিম্বাবোয়ের বিরুদ্ধে সহজ জয় নেদারল্যান্ডসের
জিম্বাবোয়ের বিরুদ্ধে সহজ জয় পেল নেদারল্যান্ডস। বুধবার অ্যাডিলেট ওভালে জিম্বাবোয়েকে ৫ উইকেটে হারল ডাচ দল। অ্যাডিলেডে টসে জিতে প্রথমে ব্যাটিং করে জিম্বাবোয়ে। পুরো ২০ ওভার খেলকে পারেনি জিম্বাবোয়ে। ১৯.২ ওভারে ১১৭ রানে গুটিয়ে যায় জিম্বাবোয়ের ইনিংস। জবাবে ১৮ ওভারে ৫ উইকেট হারিয়ে নেদারল্যান্ডস তোলে ১২০/৫।

যে দল পাকিস্তানকে পরাজিত করে এবং বাংলাদেশের বিরুদ্ধে জয় তুলে নেওয়ার যায়গায় চলে গিয়েছিল, সেই দল দুর্বল নেদরল্যান্ডসের বিরুদ্ধে মুখ থুবড়ে পড়বে তা ভাবাই যায়নি। জিম্বাবোয়ের মাত্র দুই জয় ব্যাটসম্যান এই ম্যাচে দুই অঙ্কের রানে পৌঁছিয়েছেন। সিকান্দার রাজা (৪০) এবং সিন উইলিয়ামস (২৮) ছাড়া জিম্বাবোয়ের কোনও ব্যাটসম্যানকে লাগেনি ছন্দে। নেদারল্যান্ডসের হয়ে তিনটি উইকেট নেন পল ভান মিকিরন। দুইটি করে উইকেট নেন ব্রেন্ডন গ্লোভার, লোগান ভান বিক, বাস ডি লিড। ফ্রেড ক্লাসেন পান একটি উইকেট।
১১৮ রান তাড়া করতে নেমে নেদারল্যান্ডের ব্যাটসম্যানরা ভালই খেলেছেন। দুই ওভার হাতে রেখে ৫ উইকেটে জয় তুলে নেওয়ার ক্ষেত্রে নেদারল্যান্ডসের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন ওপেনার ম্যাক্স ওদদ। অর্ধ শতরান করেন ম্যাক্স এবং তিনিই ম্যাচের সেরা নির্বাচিত হন। এ ছাড়া টপ কুপার করেন ৩২ রান। ছন্দে থাকা ডাচ ব্যটার কোলিন অ্যাকারমেন ১ রানে আউট হন। অপর ওপেনার স্টেফন মাইবার্গ আউট হন ৮ রানে। নেদারল্যান্ডসের অধিনায়ক স্কট এডওয়ার্ডসের রানের খরা জারি ছিল এ দিনও। মা্তর ৫ রান করেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। জিম্বাবোয়ের হয়ে দুইটি করে উইকেট সংগ্রহ করেন রিচার্ড নগরভা এবং ব্লেসিং মুজারাবানি। একটি উইকেট পান লুক জংগি।
জিম্বাবোয়ে গ্রুপ-২-এ সুপার ১২-এ নিজেদের শেষ ম্যাচে খেলবে ভারতের বিরুদ্ধে।
বাংলাদেশ নয়, বুধবার ভারতের প্রধান প্রতিপক্ষ বৃষ্টি, কী বলছে হাওয়া অফিসের আপডেট