For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এক ইনিংসে স্টিভ স্মিথ-বিরাট কোহলিকে টপকে গিয়ে বিশ্বরেকর্ড গড়লেন এই ক্রিকেটার

এক ইনিংসে স্টিভ স্মিথ-বিরাট কোহলিকে টপকে গিয়ে বিশ্বরেকর্ড গড়লেন নেপালের অধিনায়ক পারাস খাদকা।

  • |
Google Oneindia Bengali News

এক ইনিংসে স্টিভ স্মিথ-বিরাট কোহলিকে টপকে গিয়ে বিশ্বরেকর্ড গড়লেন নেপালের অধিনায়ক পারাস খাদকা।ত্রিদেশীয় সিরিজের টি-টোয়েন্টি লড়াইয়ে সিঙ্গাপুরের বিরুদ্ধে রান তাড়া করতে নেমে শতরান হাঁকান নেপাল অধিনায়ক। তাঁর ঝড়ো ব্যাটিংয়ের সুবাদে ম্যাচ জিতেছে নেপাল

-

-

-
-

-

-
-

-

-
-

-

-
-

-

-
-

-

-
-

-

-
-

-

-
-

-

-
 বিরাট-স্মিথকে কীভাবে টপকে গেলেন

বিরাট-স্মিথকে কীভাবে টপকে গেলেন

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে রান তাড়া করতে নেমে অধিনায়ক হিসেবে প্রথম সেঞ্চুরি করলেন খাদকা। ভারত অধিনায়ক বিরাট কোহলি বা অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক স্টিভ স্মিথের এই রেকর্ড নেই। এর আগে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে রান তাড়া করতে নেমে অধিনায়কদের মধ্য়ে সবেচেয়ে বেশি ৯৬ রান হাঁকিয়েছেন নেদারল্যান্ডের পাইটার সিল্লার।

নেপাল অধিনায়কের ইনিংস

৪৯ বলে শতরানে পৌঁছান তিনি। শেষ পর্যন্ত ৫২ বল খেলে ১০৬ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। সিঙ্গাপুরের বিরুদ্ধে ৪ ওভার বাকি থাকতে ১৫২ রান তাড়া করে ৯ উইকেটে ম্যাচ জেতে নেপাল। খাদকার ইনিংস সাজানো ৭টি চার ও ৯টি ছয় দিয়ে।

রান তাড়া করতে নেমে স্মিথ-গেইলের সর্বোচ্চ রান

রান তাড়া করতে নেমে স্মিথ-গেইলের সর্বোচ্চ রান

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ইংল্য়ান্ডের বিরুদ্ধে ২০১৫ সালে ৯০ রান করেছিলেন স্মিথ। অন্যদিকে রান তাড়া করতে নেমে ক্রিস গেইল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২০০৯ সালে ৮৮ রান করেছিলেন।

কয়েক ঘন্টার ব্যবধানে আরও এক রেকর্ড

কয়েক ঘন্টার ব্যবধানে শ্রীলঙ্কার মহিলা টি-টোয়েন্টি দলের অধিনায়িকা চামারি আতাপাতুও পারাস খাদকার সঙ্গে রেকর্ড গড়লেন। অস্ট্রেলিয়ার মহিলা দলের বিরুদ্ধে রান তাড়া করতে নেমে টি-টোয়েন্টিতে শতরান(৬৬ বলে ১১৩রান) করেন চামারি। প্রসঙ্গত রান তাড়া করতে নেমে কোনও অধিনায়িকার এটাই প্রথম টি-টোয়েন্টি শতরান।

English summary
Nepal captain Paras Khadka creates World Record, beating Virat Kohli and Steve Smith 
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X