For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ব্রিস্টল টেস্টের প্রথম দিনই ভারত-ইংল্যান্ডের মহিলা ক্রিকেট দলের হাড্ডাহাড্ডি যুদ্ধ, এগিয়ে কারা?

ব্রিস্টল টেস্টের প্রথম দিনই ভারত-ইংল্যান্ডের মহিলা ক্রিকেট দলের হাড্ডাহাড্ডি যুদ্ধ, এগিয়ে কারা?

  • |
Google Oneindia Bengali News

দীর্ঘদিন পর টেস্ট খেলতে নেমেও শক্তিশালী ইংল্যান্ডের বিরুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াই করল ভারতের মহিলা ক্রিকেট দল। ব্রিস্টল টেস্টের প্রথম দিনের শুরুটা খুব একটা আহামরি না হলেও শেষবেলায় পরপর উইকেট নিয়ে দুর্দান্তভাবে ম্যাচে ফেরেন মিতালি রাজ, হরমনপ্রীত কৌররা। স্নেহ রানা ও দীপ্তি শর্মার অসাধারণ বোলিংয়ে মজল ভারতীয় ক্রিকেট মহল।

ব্রিস্টল টেস্টের প্রথম দিনই ভারত-ইংল্যান্ডের মহিলা ক্রিকেট দলের হাড্ডাহাড্ডি যুদ্ধ, এগিয়ে কারা?

ব্রিস্টল কাউন্টি মাঠে শুরু হওয়া টেস্টে টসে জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন ইংল্যান্ডের অধিনায়ক হেথার নাইট। সেই সিদ্ধান্তকে সম্মান জানিয়ে হোম টিমের হয়ে শুরুটা দারুণভাবে করেন দুই ব্রিটিশ ওপেনার। লরেন উইনফিল্ড-হিলের সঙ্গে তামসিন বেউমন্তের ৬৯ রানের পার্টনারশিপ হয়। ৬৩ বলে ৩৫ রান করে আউট হন হিল। চারটি চার ও দুটি ছক্কা আসে তাঁর ব্যাট থেকে। ১৪৪ বলে ৬৬ রান করে থামেন তামসিন। ৬টি চার আসে তাঁর ব্যাট থেকে।

ইংল্যান্ডের মহিলা দলের হয়ে তিন নম্বরে ব্যাটিং করতে নামা অধিনায়ক হেথার নাইট ফের নিজের দক্ষতার ঝলক দেখান। শতরান থেকে মাত্র পাঁচ কদম দূরে থাকা অবস্থায় নাইটকে সাজঘরে ফিরিয়ে দেন দীপ্তি শর্মা। ১৭৫ বলের ইনিংসে ৯টি বাউন্ডারি হাঁকান হেথার। ৭৫ বলে ৪২ রান করে আউট হন নাট সিভার। স্নেহের শিকার হন ইংল্যান্ড দলের উইকেটরক্ষক অ্যামি জোন্স (১) এবং জর্জিয়া এলউইস (৫)। দিনের শেষে ১২ ও ৭ রানে অপরাজিত রয়েছেন যথাক্রমে সোফিয়া ডাঙ্কলে ও ক্যাথেরিন ব্রান্ট। দিনের শেষে প্রথম ইনিংসে ৬ উইকেট হারিয়ে ২৬৯ রানে অবস্থান করছে ইংল্যান্ডের মহিলা ক্রিকেট দল।

ভারতের মহিলা ক্রিকেট দলের হয়ে কিংবদন্তি ঝুলন গোস্বামী ও শিখা পান্ডের উইকেটশূন্যতা পূরণ করেন স্নেহ রানা ও দীপ্তি শর্মা। প্রথম জন তিন ও দ্বিতীয় জন দুই উইকেট নেনে। এক উইকেট নেন পূজা ভাস্ত্রাকার।

English summary
Neck to neck fight between India and England women in Bristol test
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X