For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ক্রিকেটারদের সুরক্ষায় তৈরি বিসিসিআই টাস্কফোর্স, দায়িত্বে দ্য ওয়াল রাহুল দ্রাবিড়

ক্রিকেটারদের সুরক্ষায় তৈরি বিসিসিআই টাস্কফোর্স, দায়িত্বে দ্য ওয়াল রাহুল দ্রাবিড়

  • |
Google Oneindia Bengali News

কোভিড ১৯ টাস্কফোর্স তৈরি করল বিসিসিআই। করোনা পরবর্তী সময় ভারতীয় ক্রিকেটকে এগিয়ে নিয়ে যেতে ও ক্রিকেটার-সাপোর্ট স্টাফদের সুস্থ রাখতে এই টাস্কফোর্স আগামী দিনে নিয়মিত যোগাযোগ রাখবে।

টাস্কফোর্সে গুরুত্বপূর্ণ দায়িত্বে রাহুল দ্রাবিড়

টাস্কফোর্সে গুরুত্বপূর্ণ দায়িত্বে রাহুল দ্রাবিড়

টাস্কফোর্সের সদস্যরা ক্রিকেটার থেকে কোচের কোভিড পরবর্তী সময়ে কী করা উচিত, কোনটা অনুচিত সবটাই বুঝিয়ে দেবেন। টাস্কফোর্সের দায়িত্বে থাকছেন দেশের প্রাক্তন অধিনায়ক রাহুল দ্রাবিড়। এই মুহূর্তে দ্রাবিড় বিসিসিআইয়ের জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির প্রধানও বটে। এবার কোভিড সংক্রান্ত টাস্কফোর্সেও দায়িত্ব নিচ্ছেন দ্রাবিড়।

বোর্ডের বিবৃতি

বোর্ডের বিবৃতি

টাস্কফোর্স গঠন নিয়ে বোর্ডের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, 'করোনা পরবর্তী ক্রিকেটে সুরক্ষায় সবচেয়ে বেশি গুরুত্ব দেওয় হবে। মাঠে নামার আগে ‌ক্রিকেটার থেকে সাপোর্ট স্টাফ, কোচ এমনকি এনসিএতে থাকা ক্রিকেটাকদেরও হলফনামায় সই করতে হবে। অনুশীলনে নামার আগে সুরক্ষিত থাকাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ক্রিকেটারদের স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে সংশ্লিষ্ট রাজ্য ক্রীড়া সংস্থাকে।'

করোনা থেকে সুরক্ষিত রাখতে ক্রিকেটারদের জন্য কড়া নিয়ম

করোনা থেকে সুরক্ষিত রাখতে ক্রিকেটারদের জন্য কড়া নিয়ম

বোর্ড আরও জানিয়েছে,'ক্রিকেটারদের কড়া নিয়ম মেনে স্টেডিয়ামে আসতে হবে। যাবতীয় বিধি মেনে চলতে হবে। অনুশীলন শুরু করার আগে ক্রিকেটারদের গত দু'‌সপ্তাহের গতিবিধির কথা জানাতে হবে। অনুশীলন শুরুর দিন ও তৃতীয় দিন করোনা পরীক্ষা হবে। দু'‌বারই রিপোর্ট নেগেটিভ এলে ক্রিকেটাররা শিবিরে যোগ দিতে পারবেন।

দর্শকদের প্রবেশ নিষেধ

দর্শকদের প্রবেশ নিষেধ

ক্রিকেটারদের মাস্ক পরা বাধ্যতামূলক,সারাক্ষণ নাক ও মুখ ঢেকে রাখতে হবে। কেন্দ্রীয় নীতি অনুযায়ী, স্টেডিয়ামে দর্শক, ক্রিকেটারদের পরিবারের কাউকে ঢুকতে দেওয়া হবে না। ‌

English summary
NCA chief Rahul Dravid to head of BCCI's Covid task force team
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X