For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নামিবিয়া টি ২০ বিশ্বকাপের আগে খেলবে বাংলার বিরুদ্ধে, অভিমন্যু-শাহবাজদের সামনে পাকিস্তানের দলও

Google Oneindia Bengali News

এশিয়া কাপে আগামী মাসের শেষেই ভারত মুখোমুখি হবে পাকিস্তানের। সংযুক্ত আরব আমিরশাহীতে এশিয়া কাপের ফাইনালেও ভারত-পাকিস্তান উঠলে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর দ্বৈরথ দু-বার দেখার সুযোগ পাবেন ক্রিকেটপ্রেমীরা। সেপ্টেম্বর মাসেই নামিবিয়ায় বাংলার টি ২০ দল মুখোমুখি হবে পাকিস্তানের একটি টি ২০ দলের।

 অভিমন্যু-শাহবাজদের সামনে পাকিস্তানের দল

নামিবিয়ায় হচ্ছে গ্লোবাল টি ২০ নামিবিয়া সিরিজ। টি ২০ বিশ্বকাপের প্রস্তুতি এই সিরিজেই নেবে নামিবিয়া। এই টুর্নামেন্ট খেলার সম্মতি জানানোর পাশাপাশি অভিমন্য়ু ঈশ্বরনের নেতৃত্বাধীন বাংলা দল ঘোষণাও করে দেওয়া হয়েছে। দক্ষিণ আফ্রিকার কোন টি ২০ দল এই সিরিজ খেলবে তা স্পষ্ট নয়। তবে পাকিস্তানের লাহোর কলন্দর এই টুর্নামেন্টে অংশ নেবে। বিশ্বকাপ খেলতে যাওয়া দেশের বিরুদ্ধে বাংলা দলের খেলার সুযোগ আসন্ন মরশুমের প্রস্তুতির ক্ষেত্রেও খুবই ইতিবাচক ভূমিকা নেবে বলে মনে করছে সিএবি।

ওই সিরিজের সম্প্রচারকারী সংস্থার তরফেও যোগাযোগ করা হয়েছিল সিএবি সভাপতি অভিষেক ডালমিয়ার সঙ্গে। সৈয়দ মুস্তাক আলি টি ২০-র আগে বিশ্বকাপে অংশগ্রহণকারী নামিবিয়ার বিরুদ্ধে প্রস্তুতির সুযোগ তাই হাতছাড়া করেনি সিএবি। ঘরোয়া ক্রিকেটে টি ২০-তে ভালো খেলা ক্রিকেটারদের এই সিরিজে সিএবি দেখে নিতে চাইছে সৈয়দ মুস্তাক আলি টি ২০-র আগে। সেখানে আন্তর্জাতিক স্তরের ক্রিকেটারদের বিরুদ্ধে খেলার সুযোগ পাবেন বাংলার ক্রিকেটাররা। তরুণ ক্রিকেটাররা কেমন পারফর্ম করেন সেটা দেখে নেবেন নির্বাচকরাও।

নামিবিয়া গত টি ২০ বিশ্বকাপে গ্রুপ ২-তে ছিল পঞ্চম স্থানে। দেশের মাটিতে টি ২০ সিরিজের পাশাপাশি অস্ট্রেলিয়া যাওয়ার আগে নামিবিয়া পাপুয়া নিউ গিনিতে একটি ত্রিদেশীয় একদিনের সিরিজ খেলবে। টি ২০ বিশ্বকাপে যোগ্যতা অর্জন পর্বে নামিবিয়া রয়েছে শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস ও সংযুক্ত আরব আমিরশাহীর গ্রুপে। ২০১৪ সালের চ্যাম্পিয়ন্স লিগ টি ২০-তে লাহোর লায়ন্স খেলেছিল কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে। দুই দেশের বেশ কয়েকজন তারকা সেই ম্যাচে খেলেন। ২০০৬ থেকে ২০০৮ সালের মধ্যে নিসার ট্রফি নামক প্রথম শ্রেণির ক্রিকেটে চারদিনের ম্যাচে রঞ্জি ট্রফি ও কায়েদ এ আজম ট্রফির বিজয়ীরা মুখোমুখি হতো। তিন মরশুম চলার পর তা বন্ধ হয়ে যায়। এই পরিস্থিতিতে বাংলা দলের বিরুদ্ধে লাহোরের ম্যাচও উপভোগ্য হতে চলেছে।

নামিবিয়া সফরের বাংলা দল- অভিমন্যু ঈশ্বরন (অধিনায়ক), অভিষেক দাস, ঋত্ত্বিক রায়চৌধুরী, রণজ্যোৎ সিং খাবড়া, শ্রেয়াংশ ঘোষ, করণ লাল, ঋত্ত্বিক চট্টোপাধ্যায়, শ্রেয়ান চক্রবর্তী, শাহবাজ আহমেদ, অভিষেক পোড়েল (উইকেটকিপার), সুপ্রদীপ দেবনাথ (উইকেটকিপার), ঈশান পোড়েল, মুকেশ কুমার, আকাশ দীপ, সৌম্যদীপ মণ্ডল, রবি কুমার। স্ট্যান্ড বাই- অঙ্কুর পাল, প্রদীপ্ত প্রামাণিক, দেবপ্রতিম হালদার, সিদ্ধার্থ সিং।

English summary
Namibia Will Face Bengal Ahead Of T20 World Cup In Global T20 Namibia Series. There Will Be Teams From Pakistan And South Africa.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X