For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

টি ২০ বিশ্বকাপে শ্রীলঙ্কাকে হারিয়ে নামিবিয়ার অঘটন ঘটানোর নেপথ্যে কী? জয় পেল নেদারল্যান্ডস

  • |
Google Oneindia Bengali News

অস্ট্রেলিয়ায় টি ২০ বিশ্বকাপের শুরুটাই হলো অঘটন দিয়ে। প্রথম রাউন্ডের প্রথম ম্যাচে জিলংয়ে শ্রীলঙ্কাকে ৫৫ রানে হারিয়ে দিল নামিবিয়া। এশিয়া কাপ চ্যাম্পিয়নরা ১৯ ওভারে গুটিয়ে গেল মাত্র ১০৮ রানেই। এদিনের অপর ম্যাচে নেদারল্যান্ডস ১ বল বাকি থাকতে তিন উইকেটে হারিয়েছে সংযুক্ত আরব আমিরশাহীকে। কাল ওয়েস্ট ইন্ডিজ নামবে স্কটল্যান্ডের বিরুদ্ধে। আয়ারল্যান্ড মুখোমুখি হবে জিম্বাবোয়ের।

নামিবিয়ার অঘটন ঘটানোর নেপথ্যে কী?

টস জিতে নামিবিয়াকে ব্যাট করতে পাঠান শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শনাকা।২০ ওভারে নামিবিয়া সাত উইকেট হারিয়ে তোলে ১৬৩ রান। জান ফ্রিলিঙ্ক করেন ২৮ বলে সর্বাধিক ৪৪। ১৬ বলে ৩১ রানে অপরাজিত থাকেন জেজে স্মিট। স্টিফেন বার্ড ২৬ এবং জান নিকোল লফটি-ইটন ও অধিনায়ক জেরার্ড এরাসমাস ২০ রান করেন। প্রমোদ মাদুশান দুটি এবং মাহিশ থিকশানা, দুষ্মন্ত চামিরা, চামিকা করুণারত্নে ও ওয়ানিন্দু হাসারঙ্গা একটি করে উইকেট দখল করেন। জবাবে ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে এক ওভার বাকি থাকতেই শ্রীলঙ্কা ১০৮ রানে শেষ। শনাকা করেন ২৩ বলে সর্বাধিক ২৯। ডেভিড উইসে, বার্নার্ড স্কলজ, বেন শিকোঙ্গো ও জান ফ্রিলিঙ্ক দুটি করে উইকেট দখল করেন।

গত বছর টি ২০ বিশ্বকাপের প্রথম রাউন্ডে ১৮ অক্টোবর নামিবিয়াকে ৯৬ রানে অল আউট করে ম্যাচ জিতেছিল শ্রীলঙ্কা। এক বছর পূর্ণ হওয়ার আগেই মধুর প্রতিশোধ নেওয়ার কারণ উঠে এসেছে এরাসমাসের কথাতেই। তিনি বলেন, আগের বিশ্বকাপে ভারত, পাকিস্তানের বিরুদ্ধেও আমরা খেলেছি। তাতে নিজেদের শক্তি যাচাই করা সম্ভব হয়েছে। বিশ্বকাপে ভালো পারফরম্যান্স করতে গেলে কোন কোন ক্ষেত্রে উন্নতি করতে হবে তা চিহ্নিত করে এক বছর ধরে সেই প্রস্তুতিই চালিয়েছি। দুই দলের মধ্যেকার ফারাক ঘোচানোর চেষ্টা করেছি। দলের ব্যাটাররা পরিকল্পনামাফিক মিস্ট্রি স্পিনার থিকশানা ও হাসারঙ্গাকে সামলেছেন তাতে সন্তুষ্ট এরাসমাস। লফটি-ইটন জানিয়েছেন, অস্ট্রেলিয়ায় টি ২০ বিশ্বকাপের কথা মাথায় রেখে তাঁরা দেশের মাটিতে অ্যাস্ট্রো টার্ফ ও সিমেন্টের উইকেটে অনুশীলন করেছেন। মরনি মরকেল, আলবি মরকেলরা কোচিং স্টাফে থাকায় শর্ট বল সামলানোর কৌশলও রপ্ত করেছেন। আপাতত সুপার টুয়েলভ নিশ্চিত করাই লক্ষ্য নামিবিয়ার।

গ্রুপ এ-র অপর ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে ২০ ওভারে সংযুক্ত আরব আমিরশাহী তুলেছিল ৮ উইকেটে ১১১ রান। মহম্মদ ওয়াসিম ৪১ রান করেন। বাস ডি লিড ১৯ রানের বিনিময়ে ৩টি উইকেট নেন। জবাবে ১৯.৫ ওভারে সাত উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় নেদারল্যান্ডস। ম্যাক ও ডাউড করেন ২৩ রান। অধিনায়ক স্কট এডওয়ার্ডস ১৬ রানে অপরাজিত থাকেন। তিনটি উইকেট দখল করেন জুনেইদ সিদ্দিকি।

English summary
Namibia Captain Opines Last Year's T20 World Cup Experience Helped Them To Beat Sri Lanka. Netherlands Secured Win Over UAE. West Indies Will Face Scotland On Monday.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X