For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইপিএল ২০২১-এ ১৬ বছরের নাগা স্পিনারের দিকে তাকিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলি

আইপিএল ২০২১ : ১৬ বছরের নাগা স্পিনারের দিকে তাকিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলি

  • |
Google Oneindia Bengali News

রথী-মহারথীদের ভিড়ে স্বমহিমায় ভাস্বর নাগাল্যান্ডের ক্রিয়েভিটসো কেনসে। পারফরম্যান্স তাক লাগানো ১৬ বছরের লেগ স্পিনারের দিকে তাকিয়ে রয়েছে আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলি। তাকিয়ে রয়েছেন ক্রিকেট ফ্যানরা। আর কয়েক দিনের মধ্যেই শুরু হতে চলা বিজয় হাজারে ট্রফিতে কেনসে কী কেরামতি দেখান, সেদিকে তাকিয়ে থাকবে গোটা দেশ।

আইপিএল ২০২১-এ ১৬ বছরের নাগা স্পিনারের দিকে তাকিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলি

সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে প্রথমবার নাগাল্যান্ডের হয়ে বাইশ গজে নামতে দেখা যায় ক্রিয়েভিটসো কেনসেকে। ১৬ বছরের লেগ স্পিনার ওই টুর্নামেন্টে চারটি ম্যাচ খেলে সাতটি উইকেট নেন। মিজোরামের বিরুদ্ধে ১৬ রান দিয়ে নেওয়া ৩ উইকেট কেনসের সেরা বোলিং পারফরম্যান্স। সিকিমের বিরুদ্ধে ২৭ রান দিয়ে ৩ উইকেট নেন ১৬ বছরের ক্রিকেটার।

সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে দুর্দান্ত পারফরম্যান্স করা ক্রিয়েভিটসো কেনসে আগামী বিজয় হাজারে ট্রফিতে নাগাল্যান্ডের ভরসা হয়ে উঠবেন বলে বিশ্বাস করেন ক্রিকেট প্রেমীরা। সেদিকে তাকিয়ে রয়েছে আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলিও। মোট ১১৯৪ জন আবেদনকারীর মধ্যে বিগ শটদের হারিয়ে নিলামের জন্য ২৯২ জনের চূড়ান্ত তালিকায় জায়গা করে নিয়েছেন ক্রিয়েভিটসো কেনসে। যা নাগাল্যান্ডের কাছে গর্বের বলে মনে করেন সে রাজ্যের ক্রিকেট প্রেমীরা।

ক্রিয়েভিটসো কেনসেকে অনূর্ধ্ব ১৬ থেকে নাগাল্যান্ডের সৈয়দ মুস্তাক আলি ট্রফির দলে জায়গা দেন কোচ কানওয়ালজিৎ সিং। যিনি নিজে প্রথম শ্রেণির ক্রিকেটে ৩৬৯টি উইকেট নিয়েছেন। একটুর জন্য জাতীয় দলে ডাক পাওয়া থেকে বঞ্চিত হয়েছিলেন কানওয়ালজিৎ। শিষ্য ক্রিয়েভিটসো কেনসের ভবিষ্যত উজ্জ্বল বলেই মনে করেন নাগাল্যান্ডের কোচ।

অনবদ্য অশ্বিনের শতরান, কোহলির অর্ধশতরানে লিড ৪৫০ পার, পিচ বিতর্কে কড়া জবাব সানিরঅনবদ্য অশ্বিনের শতরান, কোহলির অর্ধশতরানে লিড ৪৫০ পার, পিচ বিতর্কে কড়া জবাব সানির

English summary
Nagaland's young spinner Khrievitso Kense is in radar of IPL franchises
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X