For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

যখন এবং যেখানে ইচ্ছে ক্রিকেটারদের পরীক্ষা করার কথা জানাল নাডা

যখন এবং যেখানে ইচ্ছে ক্রিকেটারদের পরীক্ষা করার কথা জানাল নাডা

  • |
Google Oneindia Bengali News

দীর্ঘ আলাপ-আলোচনার পর অবশেষে ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সি বা নাডা-র সঙ্গে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। তারপরেই নাডা-র অন্য সুরে কথা বলতে শোনা গেছে ভারতের ক্রিকেট সংস্থাকে।

বিসিসিআই-র বক্তব্য

বিসিসিআই-র বক্তব্য

শুক্রবার বিসিসিআই-র সিইও রাহুল জোহরির সঙ্গে বৈঠক করেন নাডার স্পোর্টস সেক্রেটারি রাধেশ্যাম ঝুলানিয়া। আলোচনায় ডোপ পরীক্ষার কিট, প্যাথোলজিস্টদের স্যাম্পেল সংগ্রহের মান কেমন, কখন ও কোথায় হবে, তা নিয়ে নাডাকে প্রশ্ন করেন বিসিসিআই-র সিইও।

নাডা-র বক্তব্য

নাডা-র বক্তব্য

এর উত্তরে ওয়ার্ল্ড অ্যান্টি ডোপিং এজেন্সির ৫.২ নম্বর ধারা তুলে ধরেছে নাডা। সে অনুযায়ী কোথায়, কখন, কীভাবে ক্রিকেটারের কাছ থেকে ডোপ পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হবে, তা তারা ঠিক করবে বলে জানিয়েছে ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সি। এর জন্য কোনও লিখিত চুক্তির প্রয়োজন নেই বলেও সংস্থার তরফে জানানো হয়েছে।

এতদিন কী হত

এতদিন কী হত

এতদিন ডোপ পরীক্ষার জন্য ক্রিকেটারদের কাছ থেকে নমুনা সংগ্রহের জন্য আইডিটিএম নামে একটি বেসরকারি সংস্থাকে ব্যবহার করত বিসিসিআই। তা যথার্থ নয় বলেই মনে করে ক্রীড়া মহল।

আরটিআই

আরটিআই

নাডায় অন্তর্ভূক্ত হওয়ার সঙ্গে সঙ্গেই আরটিআই-র আওতায় চলে এল বিসিসিআই। যদিও সরকারি আইন মানতে তাঁদের কোনও সমস্য নেই বলেই জানিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সিইও রাহুল জোহুরি।

English summary
NADA will test cricketers whenever and Wherever they want, BCCI differs
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X