For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লিস্ট এ ক্রিকেটে এক ইনিংসে সর্বাধিক রানের বিশ্ব রেকর্ড গড়ে জগদীশন ভেঙে দিলেন ব্রিটিশ ব্যাটসম্যানের নজির

লিস্ট এ ক্রিকেটে এক ইনিংসে সর্বাধিক রানের রেকর্ড গড়ে জগদীশন ভেঙে দিলেন ব্রিটিশ ব্যাটসম্যানের নজির

Google Oneindia Bengali News

একই দিনে একাধিক রেকর্ড গড়লেন নারায়ণ জগদীশন। সোমবার এম চিন্নাস্বামী স্টেডিয়ামে শতরানের সঙ্গে লিস্ট এ ক্রিকেটে লাগাতার পাঁচটি শতরান করার নজির গড়েন তিনি। এই নজির গড়ার সঙ্গেই তিনি ছাপিয়ে যান শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক কুমারা সঙ্গাকারা, দক্ষিণ আফ্রিকার আলভিরো পিটারসনকে। এই দুই তারকা ৫০ ওভার ক্রিকেটে লাগাতার চারটি শতরান করেছেন। ৭৭ বলে শতরান করেন জগীশন।

লিস্ট এ ক্রিকেটে এক ইনিংসে সর্বাধিক রানের বিশ্ব রেকর্ড গড়ে জগদীশন ভেঙে দিলেন ব্রিটিশ ব্যাটসম্যানের নজির

এই রেকর্ডের সঙ্গেই লিস্ট এ ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ডও গড়লেন এন জগদীশন। ১৪১ বলে ২৭৭ রানের ইনিংস খেলেন জগদীশন বিজয় হাজাে ট্রফির এই ম্যাচে। ২৫টি চার এবং ১৫টি ছয় দিয়ে তাঁর ইনিংস সাজানো ছিল। একদিনের ক্রিকেটে প্রথম ক্রিকেটার হিসেবে ত্রি-শতরানের সামনে পৌঁছে গিয়েছিলেন জগদীশন এবং যে ফর্মে ছিলেন তাতে ত্রি-শতরান হলেও অবাক হওয়ার কিছু থাকত না কিন্তু ৪২ ওভারে ২৭৭ রানে প্যাভিলিয়নে ফেরে তিনি। কিন্তু ততক্ষণে লিস্ট এ ক্রিকেটের ইতিহাসের সর্বাধিক রানের রেকর্ড গড়ে ফেলেছেন জগদীশন। পাশাপাশি লিস্ট এ ক্রিকেটে এক মরসুমে সর্বাধিক রানের বিচারেও তিনি নতুন রেকর্ড গড়ে সবার আগে। পাশাপাশি বিজয় হাজারের ট্রফির একটি সংস্করণে সব থেকে বেশি শতরান করার দিক দিয়েও জগদীশন পিছনে ফেলে দিয়েছেন বিরাট কোহলি, ঋতুরাজ গায়েকোয়াড়, পৃথ্বী শ, দেবদূত পল্লিকলকে। ২০০৮-০৯ মরসুমে চারটি শতরান করেছিলেন কোহলি। ওই বছর ৭ ম্যাচে ৮৯ গড়ে ৫৩৪ রান করেছিলেন কোহলি। ইতিমধ্যেই এক ম্যাচ বাকি থাকতে কোহলিকে বহু ছাপিয়ে এগিয়ে গিয়েছেন জদগীশন।

ইংল্যান্ডের অ্যালেস্টার ব্রাউনের ২২ বছর পুরনো রেকর্ড ভেঙে দিলেন এই ভারতীয় ব্যাটসম্যান। ২০০২ সালে সারের হয়ে গ্লেমরগ্যানের বিরুদ্ধে ২০০২ সালে ২৬৮ রান করে সেই সময়ে লিস্ট এ ক্রিকেটে রেকর্ড তৈরি করেন অ্যালেস্টার, যা জগদীশনের এই ইনিংসের আগে পর্যন্ত অক্ষত ছিল। এই ফরম্যাটে (৫০ ওভারের ক্রিকেট) ভারতীয় হিসেবে সব থেকে বেশি রান এক ইনিংসে ছিল রোহিত শর্মার। এক দিনের ক্রিকেটে ২৬৮ রান করেছিলেন রোহিত। জগদীশনের এই ইনিংস রোহিতকেও টপকে যেতে সাহায্য করেন। আন্তর্জাতিক স্তরে না হলেও ৫০ ওভারের ক্রিকেটে রোহিতকে টপকে গিয়েছেন তিনি।

পাশাপাশি জুটিতেও রেকর্ড গড়েন জগদীশন এবং তাঁর পার্টনার সাই সুদর্শন। এই দুই ক্রিকেটার প্রথম উইকেটে ৪১৬ রানের পার্টনারশিপ গড়েন। সাই সুদর্শন ১০২ বলে ১৫৪ রান করেন ১৯টি চার এবং ২টি ছয়ের সৌজন্যে। তামিলনাডুর ইনিংস ৫০ ওভার শেষে সমাপ্ত হয় ৫০৬/২ রানে। লিস্ট এ ক্রিকেটে প্রথম দল হিসেবে ৫০০ রানের গণ্ডি টপকাল তামিলনাডু।

English summary
N Jagdeesan scored record breaking highest individual run in List A cricket.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X