For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Asia Cup: আসন্ন এশিয়া কাপে এই পাঁচ ক্রিকেটারের দিকে নজর রাখতেই হবে আপনাকে

Asia Cup: আসন্ন এশিয়া কাপে এই পাঁচ ক্রিকেটারের দিকে নজর রাখতেই হবে আপনাকে

Google Oneindia Bengali News

প্রতীক্ষার প্রহর গোনা শুরু হয়ে গিয়েছে। এশিয়া কাপে বাইশ গজে প্রথম বল পড়তে আর বেশি দেরি নেই। ২৭ অগস্ট শ্রীলঙ্কা বনাম আফগানিস্তান ম্যাচ দিয়ে শুরু হবে এ বারের এশিয়া কাপের সংস্করণ। প্রতিযোগীতা শুরু হওয়ার আগে দেখে নিন এই বারের ইভেন্টে কোন পাঁচ ক্রিকেটারের দিকে নজর রাখতে হবে।

অপ্রতিরোধ্য বাবর আজম:

অপ্রতিরোধ্য বাবর আজম:

এই মুহূর্তে নিঃসন্দেহে বিশ্বের শ্রেষ্ঠ ব্যাটসম্যানদের মধ্যে অন্যতম বাবর আজম। চোটের কারণে তারকা পেসার শাহিন শাহ আফ্রিদির অনুপস্থিতিতে পাকিস্তানের ভাল পারফরম্যান্সের জন্য দলের অধিনায়ক বাবরের দিকেই নজর থাকবে দেশটির ক্রিকেটপ্রেমীদের। বর্তমানে আইসিসি-র এক দিনের এবং টি-২০ ক্রিকেটের শীর্ষ স্থানীয় ব্যাটার বাবর। নেদারল্যান্ডসের বিরুদ্ধে দুইটি অর্ধ-শতরান করে এবং প্রতিপক্ষকে ৩-০ ব্যবধানে পরাজিত করে এশিয়া কাপে খেলতে আসছেন বাবর আজম। ২০২১ টি-২০ বিশ্বকাপে অপরাজিত ৬৮ রান করেছিলেন বাবর। ভারতকে দশ উইকেটে ওই ম্যাচে পরাজিত করেছিল পাকিস্তান। ওই একই মাঠে খেলা হতে চলেছে রবিবার ভারত-পাকিস্তান ম্যাচ।

চিন্তিত বিরাট কোহলি:

চিন্তিত বিরাট কোহলি:

তারকা ব্যাটার বিরাট কোহলির পাকিস্তানের বিরুদ্ধে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে শততম ম্যাচটি খেলতে চেলেছেন রবিবার (২৮ অগস্ট)। ইংল্যান্ড সফরের পর ওয়েস্ট ইন্ডিজ এবং জিম্বাবোয়ে সফরে কোহলিকে বিশ্রাম দিয়েছিল ভারতের সিনিয়ার নির্বাচকমণ্ডলী। দুই সিরিজে বিশ্রাম করার পর এশিয়া কাপে নামতে চলেছেন তিনি। বর্তমানে কেরিয়ারের অন্যতম খারাপ সময় দিয়ে যাচ্ছেন বিরাট। ২০১৯ সালের নভেম্বরে শেষ বার শতরান করেছিলেন তিনি। মারাত্মক ভাবে চাপে রয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক। এশিয়া কাপে প্রত্যাশা মতো পারফরম্যান্স করতে না পারলে টি-২০ বিশ্বকাপের দলে বিরাটের সুযোগ পাওয়া উপর বড় প্রশ্ন উঠে যাবে।

অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা:

অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা:

এ বারের এশিয়া কাপের অন্যতম আকর্ষণের কেন্দ্র হয়ে উঠতে পারেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। গত আইপিএল-এ নিজের লেগ স্পিনের ঝলক দেখিয়েছিলেন হাসারাঙ্গা। ১৬ ম্যাচে ২৬ উইকেটে আইপিএল ২০২২-এ নিয়েছিলেন হাসারাঙ্গা। মহেশ থিকশানা এবং প্রবীন জয়বিক্রমার পাশাপাশি শ্রীলঙ্কার বোলিং অ্যাটাককে নেতৃত্ব দিতে দেখা যাবে তাঁকে। পাশাপাশি লোয়ার মিডল অর্ডারে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়ার দক্ষতা তাঁর রয়েছে ব্যাট হাতে।

অধিনায়ক সাকিব আল হাসান:

অধিনায়ক সাকিব আল হাসান:

বিগত দীর্ঘ সময় একাধিক বিতর্কের কেন্দ্রে থেকেছেন শাকিব আল হাসান। তবে, একই সঙ্গে মনে রাখার মতো বিষয় হল বাংলাদেশের সব থেকে ধারাবাহিক ক্রিকেটারও তিনি। টি-২০ বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশের নতুন টি-২০ অধিনায়ক নির্বাচিত হয়েছেন শাকিব। এশিয়া কাপেও টাইগারদের নেতৃত্ব দেবেন তিনি। আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচ দিয়ে এশিয়া কাপে অভিযান শুরু করবে বাংলাদেশ। শাকিব আল হাসান এশিয়া কাপে বাংলাদেশের প্রথম ম্যাচে আন্তর্জাতিক টি-২০ কেরিয়ারের শততম ম্যাচটি খেলতে চলেছেন।

স্পিন সম্রাট রশিদ খান:

স্পিন সম্রাট রশিদ খান:

বর্তমানে বিশ্ব ক্রিকেটে 'স্পিন সম্রাট' হিসেবে যদি রশিদ খানকে অভিহিত করা হয় তা হলে খুব বেশি কিছু হবে না। রশিদ খানের উপর অনেকটাই নির্ভর করবে আফগানিস্তান দলের এশিয়া কাপে পারফরম্যান্স। ৬৬টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচে রশিদের সংগ্রহ ১১২টি উইকেট। গোটা বিশ্বের বিভিন্ন টি-২০ লিগে খেলার অভিজ্ঞতা রয়েছে আফগানিস্তানের এই বোলারের।

এশিয়া কাপে ভারত ও পাকিস্তানের গ্রুপে পড়ল হংকং, যোগ্যতা অর্জনে ব্যর্থ রিজওয়ানের UAEএশিয়া কাপে ভারত ও পাকিস্তানের গ্রুপে পড়ল হংকং, যোগ্যতা অর্জনে ব্যর্থ রিজওয়ানের UAE

English summary
Must have look on these five cricketers in Asia Cup 2022
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X