For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারতের বিরুদ্ধে ম্যাচ উইনিং ইনিংসের পর ছেলের কথা মনে পড়ছে মুশফিকুরের

ভারতের বিরুদ্ধে ম্যাচ উইনিং ইনিংসের পর ছেলের কথা মনে পড়ছে মুশফিকুরের

  • |
Google Oneindia Bengali News

কার্যত একার দায়িত্বেই দিল্লিতে ভারতের বিরুদ্ধে বাংলাদেশকে ঐতিহাসিক জয়ের মুখ দেখিয়েছেন। শাকিব আল হাসান, তামিম ইকবালদের অনুপস্থিতিতে ভারতের বিরুদ্ধে ৬০ রানের মূল্যবান ইনিংস খেলা মুশফিকুর রহিম এখন আলোচনার কেন্দ্রে। বাংলাদেশের এই অভিজ্ঞ উইকেটরক্ষক-ব্যাটসম্যানের প্রশংসায় পঞ্চমুখ এখন বিশ্ব। ভারত-বাংলাদেশ প্রথম টি-টোয়েন্টি ম্যাচের সেই নায়কের, নিজের ও দেশের সফলতার দিনে ছেলের কথা ভীষণভাবে মনে পড়ছে।

ছেলেকে উৎসর্গ

ছেলেকে উৎসর্গ

দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে শক্তিশালী ভারতের বিরুদ্ধে তাঁর করা ৪৩ বলে ৬০ রান নিজের ছেলেকে উৎসর্গ করেছেন বাংলাদেশের উইকেটরক্ষক-ব্যাটসম্যান মুশফিকুর রহিম। বলেছেন, তাঁর ছেলে এখনও ছোট। তবে সে খুব তাড়াতাড়ি বাড়ছে। ব্যাট কিংবা উইকেট কিপিং গ্লাভস হাতে টিভির পর্দায় দৃশ্যমান বাবাকে, ওই খুদে এখন সহজেই চিনতে পারে বলেও জানিয়েছেন মুশফিকুর। বাবার এই সাফল্যে ছেলে গর্বিত হবে বলেই মনে করেন বাংলাদেশের অভিজ্ঞ উইকেটরক্ষক-ব্যাটসম্যান।

ভারতকে টেক্কা দেওয়াই লক্ষ্য

ভারতকে টেক্কা দেওয়াই লক্ষ্য

দিল্লিতে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ জিতে ভারতের বিরুদ্ধে সিরিজে ১-০ ফলে এগিয়ে গিয়েছে বাংলাদেশ। তবে তা নিয়ে আত্মতুষ্টিতে ভুগতে চান না মুশফিকুর রহিম। তাঁর কথায়, টিম ইন্ডিয়াকে প্রতি খেলায় টেক্কা দিতেই তাঁরা ভারতে এসেছেন।

প্রতি খেলায় উন্নতি

প্রতি খেলায় উন্নতি

ভারতে আরও ২টি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। প্রতি ম্যাচে নিজেদের খেলার মানোন্নয়নই তাঁদের লক্ষ্য বলে জানিয়েছেন দিল্লির ম্যাচে বাংলাদেশের নায়ক মুশফিকুর রহিম। পরের টি-টোয়েন্টিতেও বাংলাদেশ, ভারতকে হারানোর জন্যই লড়বে বলে জানিয়েছেন মুশফিকুর।

দারুণ অনুভূতি

দারুণ অনুভূতি

টি-টোয়েন্টিতে ভারতকে হারানো তাঁদের কাছে দারুণ অনুভূতি বলে জানিয়েছেন মুশফিকুর রহিম। তাঁর কথায়, ভারতকে টি-টোয়েন্টিতে প্রথমবার হারিয়েছে বাংলাদেশ। দেশের তরুণ প্রজন্ম দারুণ ক্রিকেট খেলছে বলেও জানিয়েছেন মুশফিকুর।

English summary
Mushfiqur Rahim is missing his son after the match winning knock against India
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X