For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সৌরভের শেষ টেস্টে অভিষেক, সতীর্থর স্ত্রীকে বিয়ে! ভারতের ওপেনারের অবসর ঘোষণা

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন মুরলী বিজয়। জানিয়েছেন, বিশ্ব ক্রিকেটে নতুন সুযোগের চ্যালেঞ্জ নিতে চলেছেন, সঙ্গে রয়েছে বাণিজ্যিক বিষয়।

Google Oneindia Bengali News

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করে দিলেন মুরলী বিজয়। ২০১৮ সালের ডিসেম্বরে পারথে খেলেছেন শেষ টেস্ট। ঘরোয়া ক্রিকেটে সাদা বলের ফরম্যাটে তামিলনাড়ুর হয়ে খেলেছেন ২০১৯ সালে। আইপিএল শেষ খেলেছেন ২০২০ সালের সেপ্টেম্বরে। বিজয় জানিয়েছেন, বিশ্ব ক্রিকেটে নতুন সুযোগের চ্যালেঞ্জ তিনি গ্রহণ করবেন এবং এর সঙ্গে জড়িত বাণিজ্যিক বিষয়ও।

অবসর ঘোষণা বিজয়ের

অবসর ঘোষণা বিজয়ের

মুরলী বিজয়ের ভারতীয় দলে অভিষেক হয় ২০০৮ সালে। ৬১টি টেস্ট, ১৭টি একদিনের আন্তর্জাতিক ও ৯টি টি ২০ আন্তর্জাতিক খেলেছেন। নাগপুরে ২০০৮ সালে বর্ডার-গাভাসকর ট্রফির শেষ টেস্টে তিনি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দলে এসেছিলেন গৌতম গম্ভীরের জায়গায়। সেই টেস্টটি আবার ছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের শেষ টেস্ট। অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই কেরিয়ারের শেষ টেস্ট ম্যাচটিও খেলেন বিজয়। ২০১৮ সালের ডিসেম্বরে পারথে।

নতুন চ্যালেঞ্জ

নতুন চ্যালেঞ্জ

২০১৪ সালে ইংল্যান্ড সফরে বিজয়ের ধৈর্য্যশীল ইনিংসগুলি উচ্চ প্রশংসিত হয়েছিল। সলিড টেকনিক, সেই সঙ্গে বল ছাড়ার দক্ষতার মতো গুণগুলি মুগ্ধ করেছিল বিশেষজ্ঞদের। ১০৫টি টেস্ট ইনিংসে ৩৮.২৮ গড় রেখে ৩৯৮২ রান করেছেন বিজয়। রয়েছে ১২টি শতরান ও ১৫টি অর্ধশতরান। ২০১৩ সালে হায়দরাবাদে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে করা ১৬৭ তাঁর ব্যক্তিগত সর্বাধিক স্কোর। ৩৮ বছরের বিজয় অবসর ঘোষণা করতে গিয়ে জানিয়েছেন, তিনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও খেলা চালিয়ে যাবেন। বিশ্ব ক্রিকেটে নতুন চ্যালেঞ্জ নিতে চলেছেন, যার সঙ্গে যুক্ত থাকছে বাণিজ্যিক বিষয়ও। নতুন পরিবেশে নিজেকে চ্যালেঞ্জের মুখে ফেলার জন্য তিনি মুখিয়ে রয়েছেন বলেও জানান বিজয়। ক্রিকেটার হিসেবেই জীবনের নতুন অধ্যায়ে তিনি প্রবেশ করতে চলেছেন বলে জানান তামিলনাড়ুর এই নির্ভরযোগ্য ব্যাটার।

কোথায় খেলবেন স্পষ্ট নয়

কোথায় খেলবেন স্পষ্ট নয়

গত জুনে তামিলনাড়ু প্রিমিয়ার লিগের এক ইভেন্টে বিজয় জানিয়েছিলেন, তিনি যতদিন পারবেন খেলা চালিয়ে যাবেন। তবে বিশ্বের কোনও টি ২০ লিগে খেলার জন্য তিনি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন কিনা সেটা এখনও স্পষ্ট নয়।
সম্প্রতি ডব্লুভি রামনকে দেওয়া সাক্ষাৎকারে বিজয় বলেছিলেন, ভারতে কোনও ক্রিকেটারের বয়স পেরিয়ে গেলেই তাঁকে মানুষ এমনভাবে দেখতে থাকেন যেন ৮০ বছরের বৃদ্ধ রাস্তায় হেঁটে যাচ্ছেন। এই ধরনের ট্যাবুতে ক্ষুব্ধ বিজয় আরও জানান, বিসিসিআইয়ের সঙ্গে সম্পর্ক ছেদ করে তিনি বিদেশে খেলবেন। বিজয়ের মতে, ৩০ বছরের পর একজন ভালো ব্যাটার নিজের সেরা দক্ষতা অনুযায়ী খেলতে পারলেও ভারতে সুযোগ দেওয়া হয় না। এই প্রথা বদলের পক্ষেও সওয়াল করেছিলেন বিজয়।

ওপেনিংয়ে ভরসা

ওপেনিংয়ে ভরসা

২০১৩ থেকে ২০১৮ অবধি ভারতীয় দলে টানা খেলেছেন। ২০১৩-র ডিসেম্বর থেকে জানুয়ারির ২০১৫ অবধি দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া সফর মিলিয়ে বিজয়ই সবচেয়ে বেশি বল খেলেন। দলের ব্যাাটারদের মধ্যে তাঁর রানই ছিল সর্বাধিক, ৪০ গড় রাখা তিনজনের মধ্যে তিনি ছিলেন একজন।

আইপিএলেও সফল

আইপিএলেও সফল

বিজয় দিল্লি ডেয়ারডেভিলস ও পাঞ্জাব কিংসকে নেতৃত্ব দিয়েছেন। খেলেছেন ১০৬টি ম্যাচ। চেন্নাই সুপার কিংসের হয়ে খেতাবও জেতেন ২০১০ ও ২০১১ সালে। ২০১১-র আইপিএল ফাইনালে আরসিবির বিরুদ্ধে ৫২ বলে ৯৫ করে ম্যাচের সেরা হন। আইপিএলে ২টি শতরান ও ১৩টি অর্ধশতরান-সহ ২৬১৯ রান করেছেন। কাউন্টিতে খেলেছেন এসেক্স ও সমারসেটে। দীনেশ কার্তিকের প্রথমা স্ত্রীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন বিজয়।

English summary
Murali Vijay Has Called Time On His International Career To Explore New Opportunities In The World Of Cricket. Vijay Has Played 61 Tests, 17 ODIs And 9 T20Is Since 2008.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X