For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজয় হাজারে চ্যাম্পিয়ন মুম্বই, পৃথ্বীর ব্যাটে ৮০০ রান, টুর্নামেন্টে প্রথমবার

বিজয় হাজারে চ্যাম্পিয়ন মুম্বই, পৃথ্বীর ব্যাটে ৮০০ রান, টুর্নামেন্টে প্রথমবার

  • |
Google Oneindia Bengali News

উত্তরপ্রদেশকে ৬ উইকেটে হারিয়ে বিজয় হাজারে ট্রফি চ্যাম্পিয়ন হল মুম্বই। টুনামেন্টে নতুন রেকর্ড গড়লেন দলের অধিনায়ক পৃথ্বী শ। শতরান করলেন মুম্বইয়ের অধিনায়ক আদিত্য তারে। অন্যদিকে ভাল ব্যাটিং করেও বোলারদের ব্যর্থতায় ম্যাচ হারতে হয়েছে উত্তরপ্রদেশকে।

টসে জেতে উত্তরপ্রদেশ

টসে জেতে উত্তরপ্রদেশ

দিল্লির ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে বিজয় হাজারে ট্রফির ফাইনালে টসে জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় উত্তরপ্রদেশ। নির্ধারিত ৫০ ওভারে ৪ উইকেট হারিয়ে ৩১২ রান তোলে সুরেশ রায়নার রাজ্য। ১৫৬ বলে ১৫৮ রান করেছেন মাধব কৌশিক। ৫৫ রান করেছেন সামর্থ্য সিং ও আকাশদীপ নাথ। মুম্বইয়ের হয়ে ২ উইকেট নেন তনুশ কোটাইন।

মুম্বইয়ের ব্যাটিং

মুম্বইয়ের ব্যাটিং

৩১৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম থেকেই মারমুখী মেজাজে খেলতে থাকে মুম্বই। ৩৯ বলে ৭৩ রানের ঝড়ো ইনিংস খেলেন অধিনায়ক পৃথ্বী শ। ১০টি চার ও ৬টি ছক্কা এসেছে তাঁর ব্যাট থেকে। ১০৭ বলে ১১৮ রানের অনবদ্য ইনিংস খেলেন উইকেটরক্ষক আদিত্য তারে। ৪১.৩ ওভারে নির্ধারিত লক্ষ্যে পৌঁছে যায় মুম্বই।

শীর্ষে পৃথ্বী

শীর্ষে পৃথ্বী

চলতি বিজয় হাজাকে ট্রফিতে সবচেয়ে বেশি রান করেছেন পৃথ্বী শ। চারটি শতরান সহ টুর্নামেন্টে আট ম্যাচ খেলে ৮২৭ রান করেছেন মুম্বইয়ের অধিনায়ক। তাঁর সর্বোচ্চ স্কোর ২২৭। তালিকার দ্বিতীয় স্থানে থাকা দেবদত্ত পাড়িক্কল। টুর্নামেন্টে সাত ম্যাচ খেলে ৭৩৭ রান করেছেন কর্নাটকী।

টুর্নামেন্টের ইতিহাসে প্রথম

টুর্নামেন্টের ইতিহাসে প্রথম

বিজয় হাজারে ট্রফির এক সংস্করণে ৮০০ রান করা প্রথম ব্যাটসম্যান হলেন পৃথী শ। ২০১৭-১৮ মরসুমের বিজয় হাজারে ট্রফিতে ৭২৩ রান করেছিলেন মায়াঙ্ক আগরওয়াল। তাঁরই রেকর্ড টপকে গেলেন পৃথ্বী ও দেবদত্ত।

হাসপাতালে ভর্তি রানাওয়াড়ে, শারীরিক অবস্থা স্থিতিশীল, থাকবেন পর্যবেক্ষণেহাসপাতালে ভর্তি রানাওয়াড়ে, শারীরিক অবস্থা স্থিতিশীল, থাকবেন পর্যবেক্ষণে

English summary
Mumbai is new Vijay Hazare Trophy Champion, Prithvi Shaw crosses 800-run
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X