IPL 2022: রাজস্থানের বিরুদ্ধে টসে জিতে বোলিং-এর সিদ্ধান্ত মুম্বইয়ের, জয়ের মুখ দেখতে কী কী পরিবর্তন করলেন রোহিত
রাজস্থান রয়্যালসরে বিরুদ্ধে টসে জিতে বোলিং-এর সিদ্ধান্ত নিলেন মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা। চলতি আইপিএল-এ প্রথম জয়ের মুখ দেখতে প্রথম একাদশে দু'টি পরিবর্তন এনেছেন রোহিত। জয়দেব উনাদকটের পরিবর্তে দলে এনেছেন কুমার কার্তিকা এবং ডেওয়াল্ড ব্রেভিসেপ পরিবর্তে দলে এসেছেন টিম ডেভিড।

আইপিএল ২০২২-এ প্রথম আটটি ম্যাচের মধ্যে আটটিতেই পরাজিত হয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। পাঁচ বার খেতাব জিতে মুম্বই যেমন আইপিএল-এর সফলতম দল তেমনই, আইপিএল-এ লাগাতার আট ম্যাচে হারের এই লজ্জার রেকর্ড নেই কোনও দলের। চলতি আইপিএল-এ প্লে-অফে কোনও ভাবেই পৌঁছতে পারবে না রোহিত শর্মার দল। এখন স্রেফ নিয়মরক্ষার ম্যাচ খেলছে মুম্বই। তবে, এর মধ্যেও কিছুটা সম্মন ফিরে পাওয়ার লড়াই রয়েছে।
চলতি আইপিএল-এ লিগ টেবলের দ্বিতীয় স্থানে থাকা রাজস্থানের বিরুদ্ধে এই ম্যাচে দু'টি পরিবর্তন করেছেন মুম্বই অধনায়ক রোহিত শর্মা। দীর্ঘ দিন পর টিম ডেভিড ফিরলেন দলে, তাঁরই সঙ্গে দলে জায়গা করে নিয়েছেন তরুণ কুমার কার্তিকা। অপর দিকে, ছন্দে থাকা রাজস্থান রয়্যালস অপরিবর্তিত রেখেছে প্রথম একাদশ। মুম্বইয়ের ডি ওয়াই প্যাটেল স্টেডিয়ামে এই ম্যাচ আয়োজিত হচ্ছে।
মুম্বই ইন্ডিয়ান্স:
রোহিত শর্মা (অধিনায়ক), ঈশান কিষান (উইকেটরক্ষক), 'টিম ডেভিড, সূর্যকুমার যাদব, তিলক বর্মা, কাইরন পোলার্ড, হৃতিক শোকিন, ড্যানিয়েল স্যামস, কুমার কার্তিকা, রিলে মেরিডিথ, জসপ্রীত বুমরাহ
রাজস্থান রয়্যালস:
জস বাটলার, দেবদূত পডিকল, সঞ্জু স্যামসন (অধিনায়ক এবং উইকেটরক্ষক), শিমরন হেটমায়ার, রিয়ান পরাগ, ডারিল মিচেল, রবিচন্দ্রন অশ্বিন, ট্রেন্ট বোল্ট, কুলদীপ সেন, প্রসিদ্ধ কৃষ্ণ, যুজবেন্দ্র চাহাল