For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মুম্বই ম্যাচের আগে এই পরিসংখ্যানই সবচেয়ে বেশি ভাবাচ্ছে কেকেআরকে

ইডেনে মুম্বই-কলকাতা একে অপরের বিরুদ্ধে খেলতে নামছে। প্লে-অফের ক্ষেত্রে এই ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ দুই দলের কাছেই।

  • |
Google Oneindia Bengali News

১০ ম্যাচে ১০ পয়েন্ট। হার পাঁচটা ম্যাচে। এদিকে মুম্বই ইন্ডিয়ান্স ১০ ম্যাচে ৮ পয়েন্ট পেয়েছে। হার ৬টি ম্যাচে। এই অবস্থায় ইডেনে মুম্বই-কলকাতা একে অপরের বিরুদ্ধে খেলতে নামছে। প্লে-অফের ক্ষেত্রে এই ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ দুই দলের কাছেই। যে দল ইডেনে হারবে, প্লে-অফের দৌড় থেকে ক্রমেই দূরে সরে যাবে তাঁরা। মুম্বই হারলে বিপদ বেশি। তাহলে সেদিনই শেষ চার থেকে রোহিত শর্মার দল ছিটকে যাবে। আর কলকাতা হারলে শেষে সবকটি ম্যাচ জিততে হবে।

মুম্বই ম্যাচের আগে এই পরিসংখ্যানই সবচেয়ে বেশি ভাবাচ্ছে কেকেআরকে

তবে মুম্বই ইন্ডিয়ান্স সবসময় কলকাতাকে বেগ দিয়েছে। বছরের পর বছর বদলে গেলেও মুম্বইয়ের বিরুদ্ধে কলকাতার পারফরম্যান্স একইরকম রয়েছে। এবারও মুম্বইয়ের মাঠে জেতা ম্যাচ রোহিত শর্মাদের উপহার দিয়ে এসেছে কলকাতা। জেতার মতো জায়গায় থেকেও শেষে হারতে হয়েছে।

এখনও পর্যন্ত ২২ বার কলকাতা-মুম্বই খেলা হয়েছে। তার মধ্যে ১৭ বার জয় পেয়েছে আরব সাগরের পারের দলটি। গঙ্গাপারের দলের ভাগ্যে জুটেছে মাত্র ৫টি জয়। মুম্বইয়ের ঘরের মাঠে আগের ম্যাচের হার ধরলে ৮ ম্যাচে ৭টিতে কলকাতাকে হারতে হয়েছে।

এদিকে ইডেনের রেকর্ডও খুব খারাপ। বিশেষ করে রোহিত শর্মা অধিনায়ক হওয়ার পর থেকে শুধু কলকাতাকে হারানো নয়, তিনি নিজে বারবার পয়া ইডেনে অসাধারণ পারফরম্যান্স করে গিয়েছেন। এবারও আইপিএলে রোহিত ভালো ফর্মে নেই। তবে পয়া ইডেনে কেকেআর-এর বিরুদ্ধেই হয়ত জ্বলে উঠলেন। ঠিক যেমন ২০১২ সালে অনবদ্য শতরান করে মুম্বইকে জিতিয়েছিলেন তেমন। আর সেটাকেই ভয় পাচ্ছে কেকেআর ম্যানেজমেন্ট।

English summary
IPL 2018 : Mumbai Indians vs Kolkata Knight Riders head to head statistics and results
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X